মমতাই মধ্যমণি! সোনিয়ার বৈঠকে বিরোধীদের নিয়ে কোর গ্রুপের প্রস্তাব বিজেপির বিরুদ্ধে

সোনিয়া গান্ধীর ডাকা জোট-বৈঠকে মধ্যমণি রূপে দেখা গেল মমদা বন্দ্যোপাধ্যায়কে। সোনিয়া থেকে মমতা- প্রত্যেকের বুঝিয়ে দিলেন তাঁরা ২০২৪-কে পাখির চোখ করেই নামবেন। কেন্দ্রে বিজেপিশাসিত সরকারকে হটানোর লক্ষ্যে রণকৌশল অনুযায়ী তাঁরা পদচারণা করবেন বলেই অভিমত প্রকাশ করলেন প্রত্যেকে। এই বৈঠকে মমতা প্রস্তাব দিলেন বিরোধীদের নিয়ে কোর গ্রুপ তৈরি করার।

১৯টি বিরোধী দলকে নিয়ে বহু প্রতীক্ষিত জোট-বৈঠক

সোনিয়া গান্ধীর নেতৃত্বে শুক্রবার ১৯টি বিরোধী দলকে নিয়ে বহু প্রতীক্ষিত জোট-বৈঠক হয়ে গেল ভার্চুয়ালি। সোনিয়া-মমতার পাশাপাশি এই বৈঠকে ছিলেন শারদ পাওয়ার। চিলেন শিবসেনা সুপ্রিমো উদ্ধব ঠাকরেও। তবে ছিলেন না সমাজবাদী পার্টি ও বহুজন সমাজ পার্টি। অখিলেশ ও মায়াবতীর অনুপস্থিতি ছাড়া এদিন জোট-বৈঠক ছিল সফল। তাৎপর্যপূর্ণভাবে এই বৈঠকে হাজির ছিলেন সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি।

বিরোধী জোট গঠনের আগে কোর গ্রুপ তৈরির প্রস্তাব

সোনিয়ার ডাকা এই বৈঠক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে দেখা যায় তৃণমূল সুপ্রিমো তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। তিনি বিজেপিকে রুখতে জোটের ১৯ জলের কাছে একটি গুরুত্বপূর্ণ প্রস্তাব পেশ করেন। মমতা বলেন, বিজেপিকে রুখতে বিরোধীদের নিয়ে কোর গ্রুপ তৈরি করতে হবে। বিরোধী জোট গঠনের আগে কোর গ্রুপ তৈরি করা জরুরি।

মমতা ও সোনিয়ার প্রস্তাব ২০২৪-এর লক্ষ্যে

২০২৪-এর লক্ষ্যে বিজেপির বিরুদ্ধে বিরোধীরা যে জোট গঠন করে লড়বেন, কার একটা মহড়া হয়ে গেল এদিন। সোনিয়ার প্রস্তাব ক্ষুদ্রতর স্বার্থ ফেলে রেখে দেশের স্বার্থে সকলকে এক হতে হবে। উপস্থিত সমস্ত দলের সামনেই এই প্রস্তাব দেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী। মমতা ও সোনিয়ার প্রস্তাব ২০২৪-এর লক্ষ্যে জোট গঠনের বার্তাকেই সুদৃঢ় করবে বলে রাজনৈতিক মহলের বিশ্বাস।

বৃহৎ স্বার্থে সবাইকে এগিয়ে আসার পরামর্শ মমতার

মমতা বলেন, বিরোধী দলগুলির্ প্রত্যেকের একটা রাজনৈতিক মতাদর্শ থাকবে। সেই মতাদর্শ বজায় রেখেই প্রত্যেককে একই মঞ্চে আসতে হবে। সোনিয়া গান্ধী যোগ করেন, নিজেদের মধ্যে ছোটোখাটো বিরোধিতা ভূলে বৃহৎ স্বার্থে সবাইকে এগিয়ে আসতে হবে। সবাইকে একটা দল হয়ে বিজেপির বিরুদ্ধে লড়তে হবে। সংসদের ভিতরে ও বাইরে একত্রে আন্দোলন চালানোর পরামর্শ দেন তিনি।

আন্দোলনের স্ট্র্যাটেজি নিয়েও আলোচনা জোট-বৈঠকে

মমতা বন্দ্যোপাধ্যায় আরও একটি গুরুত্বপূর্ণ প্রস্তাব দিয়েছেন ১৯ দলের এই জোট-বৈঠকে। তিনি প্রস্তাব দিয়েছেন, দেশের গরিব পরিবারগুলোকে মাসে ৭৫০০ টাকা দেওয়া হোক। এই দাবিতে কেন্দ্রকে চাপ দিক বিরোধীরা। এছাড়া সকলের জন্য করোনা টিকা, কৃষি আইন বাতিল, পেট্রোপণ্যের দাম নিয়ন্ত্রণ ইস্যুতে যৌথ আন্দোলনের স্ট্র্যাটেজি নিয়েও আলোচনা হয় এই জোট-বৈঠকে।

More SONIA GANDHI News  

Read more about:
English summary
Mamata Banerjee gives proposal to all the opponent parties to build core group.