Pradhan Mantri Jeevan Jyoti Bima Yojana-তে মাত্র ৩৩০ টাকা প্রিমিয়ামে ২ লক্ষ টাকার সুবিধা! ঘরে বসেই মিলবে লাভ

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার কয়েক বছরের মাথাতে একগুচ্ছ নয়া প্রকল্পের কথা ঘোষণা করেন। যার মধ্যে গুরুত্বপূর্ণ প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা যোজনা (Pradhan Mantri Jeevan Jyoti Bima Yojana) । ২০১৫ সালে নয়া এই যোজনা নিয়ে আসা হয়।

মূলত দেশের একটা বিশাল মানুষের ভবিষ্যৎ সুরক্ষিত করতে নয়া এই প্রকল্পের ঘোষণা করা হয়।

এই যোজনার মাধ্যমে বছরে মাত্র ৩৩০ টাকা প্রিমিয়াম দিয়ে ২ লক্ষ টাকার বিমা পাওয়া যায়। এই প্রতিবেদনে এই যোজনার বিশেষত্ব তুলে ধরা হল। পাশাপাশি কীভাবে এই যোজনাতে উপকৃত হবেন সেই বিষয়েও তথ্য তুলে ধরা হবে।

কারা এই যোজনার সুবিধা ভোগ করতে পারবে

প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা যোজনা (Pradhan Mantri Jeevan Jyoti Bima Yojana) তে একগুচ্ছ সুবিধার কথা বলা হয়েছে। এই যোজনাতে বছরে মাত্র ৩৩০ টাকা প্রিমিয়াম দেওয়া হয়। শুধু তাই নয়, এই যোজনা ১৮ থেকে ৫০ বছর বয়সের যে কোনও ভারতীয় করতে পারেন।

অর্থাৎ এই যোজনার সুবিধা পাওয়ার জন্যে আবেদন জানাতে পারেন। তবে জীবন জ্যোতি বিমার ম্যাচুরিটির বয়স ৫৫ সাল। এই টার্ম প্ল্যানের জন্যে প্রত্যেক বছর রিনুয় করতে হয়। এই যোজনাতে assured account অর্থাৎ বিমার মূল্য ২,00,000 টাকা।

এই বিমার গুরুত্ব কি?

দেশের প্রত্যেক মানুষের কাছে জীবন বিমার সুবিধা পৌঁছে দেওয়ার জন্যে প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা যোজনা ঘোষণা করে মোদী সরকার। ২০১৫ সালের মে মাসে এই যোজনা শুরু হয়েছিল।এই যোজনার সুবিধা পাওয়ার জন্যে কোনও ডাক্তারি পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হবে না। সবথেকে গুরুত্বপূর্ণ হল এই যোজনাতে আবেদন করা খুবই সহজ। শুধু তাই নয়, এই যোজনার মাধ্যমে সুবিধা পাওয়াটাও খুবই সোজা।

ঘরে বসেই করা যাবে আবেদন

যে কোনও ব্যাঙ্কের শাখাতে গিয়ে কিংবা ঘরে বসে ব্যাঙ্কের নেট ব্যাংকিং পরিষেবার মাধ্যমে এই স্কিমের মাধ্যমে পলিসির জন্যে আবেদন করতে পারবেন। শুধু তাই নয়, Pradhan Mantri Jeevan Jyoti Bima Yojana-তে সুবিধা পেতে হলে এই স্কিমের জন্যে নির্দিষ্ট পোর্টালে গিরে আবেদন জানাতে হবে।

প্রত্যেক বছর ৩৩০ টাকা মে মাসে ব্যাঙ্কে থাকা গ্রাহকের সঞ্চিত টাকা থেকে অটো ডেবিট হয়ে যাবে। তবে এই যোজনাতে এনরোল করার ৪৫ দিনের মধ্যে যদি সংশ্লিষ্ট ওই ব্যক্তির মৃত্যু হয় তাহলে পরিবারের অন্যান্য সদস্যরা এর সুবিধা পাবেন না।

তবে যদি দুর্ঘটনার কারনে এই মৃত্যু হয় তাহলে সঙ্গে সঙ্গে এই বিমার সুবিধা পাবেন গ্রাহকরা। দুর্ঘটনাতে মৃত্যু হলে বিমার প্রথম দিন থেকে কভার দেওয়া হয়।

কিন্তু কি এই টর্ম বিমা প্ল্যান?

প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা যোজনা মোদী সরকারের টর্ম বিমা প্ল্যান রয়েছে। কিন্তু কি এই টর্ম বিমা প্ল্যান? এই বিমা পলিসি অনুযায়ী পলিসি ধারকের মৃত্যু হলে বিমা কোম্পানি বিমার টাকা দিয়ে থাকে।

তবে যদি পলিসি ধারক জীবন জ্যোতি বিমা যোজনা অনুযায়ী পুরো সময়টা ঠিকঠাক সুস্থ ভাবে থাকে তাহলে কোনও লাভ পাওয়া যাবে না। এই যোজনাতে EWS এবং BPL সহ সমস্ত নাগরিক এই এই যোজনার সুবিধা নিতে পারবেন। যোজনা অনুযায়ী বিমা কভর ১ লা জুন থেকে শুরু হবে এবং ৩১ মে পর্যন্ত থাকবে।

প্রত্যেক বছর এর প্রিমিয়াম দিতে হবে

প্রত্যেক বছর এই যোজনা পুননবীকরণ করতে হবে। অর্থাৎ প্রত্যেক বছর এর প্রিমিয়াম দিতে হবে। যদি কোনও বছর বিমার প্রিমিয়াম টাকা দিতে কেউ যদি ভুলে যায় তাহলে সেই বছর এই যোজনার কভার পাওয়া যাবে না। এমনকি আপনার স্কিম বন্ধ হয়ে গিয়েছে। এমনটা মনে করা হবে।

তবে এই স্কিমের সুবিধা হল ৫৫ বছর বয়সের মধ্যে ফের একবার এই স্কিমের মধ্যে ঢুকতে পারবেন। তবে এই ক্ষেত্রে একটাই সমস্যা ৪৫ দিন পর্যন্ত এই স্কিমের ডেথ বেনিফিট পাওয়া যাবে না।

More MODI News  

Read more about:
English summary
Pradhan Mantri Jeevan Jyoti Bima Yojana: You can get 2 lakh with premium of only 330 yearly