ইংল্যান্ড ক্রিকেটে ফের বিদ্বেষের আঁধার, প্রাক্তনীর কাছে ক্ষমা চেয়েও কুল পেল না কাউন্টি ক্লাব

আরও একবার সম্প্রদায় ও বর্ণগত বিদ্বেষের আঁধার নামল ইংল্যান্ড ক্রিকেটে। এ সংক্রান্ত এক পুরনো অভিযোগের প্রেক্ষিতে দলের প্রাক্তন অধিনায়কের কাছে ক্ষমা চাইল ইয়র্কশায়ার কাউন্টি ক্রিকেট ক্লাব। এক বিবৃতি জারি করে তারা স্বীকার করে নিল যে আজিম রফিক নামে ওই ক্রিকেটারের সঙ্গে দুর্ব্যবহার করা হয়েছে। তবে সেই বিবৃতিতে বিদ্বেষ শব্দের উপস্থিতি না দেখে নিজের প্রাক্তন ক্লাবকে পাল্টা খোঁচা দিয়েছেন আজিম। তা নিয়ে সরগরম হয়েছে সোশ্যাল মিডিয়া।

ইংল্যান্ডের অনূর্ধ্ব ১৫ ও ১৯ দলের প্রাক্তন অধিনায়ক আজিম রফিক ২০০৮ থেকে ২০১৪ এবং ২০১৬ থেকে ২০১৮ সাল পর্যন্ত ইয়র্কশায়ার কাউন্টি ক্রিকেট ক্লাবের হয় খেলেন। ২০১২ সালের এক টি২০ ম্যাচে তিনি দলকে নেতৃত্ব দিয়েছিলেন। ইয়র্কশায়ারের কনিষ্ঠতম অধিনায়ক হওয়ার মর্যাদা হাসিল করেছিলেন প্রাক্তন ডান হাতি ব্যাটসম্যান তথা অফ ব্রেক বোলার। দলের অনেক সাফল্যের কারিগর হয়েও তাঁকে মাঠে নিজেরই পরিচিত মানুষদের থেকে বর্ণ ও সম্প্রদায়গত বিদ্বেষের শিকার হতে হয়েছিল বলে অভিযোগ এনেছিলেন আজিম।

Club Statement: An update on the investigation into allegations of racism

— Yorkshire CCC (@YorkshireCCC) August 19, 2021

ঘটনা পুরনো হলেও ইয়র্কশায়ার ছাড়ার পর গত বছর অর্থাৎ ২০২০ সালে বিষয়টির থেকে পর্দা সরিয়েছিলেন রফিক। এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন যে একবার নয়, অজস্রবার মাঠে তাঁকে নানা মানুষের থেকে বিদ্বেষমূলক মন্তব্য শুনতে হয়েছে। এ ব্যাপারে টিম ম্যানেজমেন্টকে সূচিত করা সত্ত্বেও কোনও কড়া পদক্ষেপ নেওয়া হয়নি বলেও আক্ষেপ করেছিলেন আজিম। জল এতটা দূর গড়িয়েছিল যে হতাশ হয়ে আত্মহত্যার পথ নির্বাচন করার কথাও নাকি ভেবেছিলেন ইয়র্কশায়ারের প্রাক্তন ক্রিকেটার।

২০২০ সালেই এই ইস্যুতে এক লিখিত অভিযোগ জমা করেছিলেন আজিম রফিক। তার প্রেক্ষিতে তদন্ত শুরু করেছিল ইয়র্কশায়ার কাউন্টি ক্রিকেট ক্লাব। দলের প্রাক্তন ক্রিকেটারের অভিযোগ যে সত্য, তা মেনে নিয়েছে ওই কাউন্টি ক্লাব। বৃহস্পতিবার এক বিবৃতি জারি করে ৩০ বছরের ক্রিকেটারের সঙ্গে 'দুর্ব্যবহার'র বিষয়টি স্বীকার করে নিয়েছে ইয়র্কশায়ার ক্লাব। এর জন্য আজিমের কাছে ক্ষমাও চেয়েছে তাঁর প্রাক্তন ক্লাব।

সেই বিবৃতিতে মন ভরেনি আজিম রফিকের। বয়ানে বর্ণ বা সম্প্রদায়গত বিদ্বেষ বা সে সংক্রান্ত কোনও শব্দের উল্লেখ না থাকায় তিনি ইয়র্কশায়ার কাউন্টি ক্রিকেট ক্লাবকে পাল্টা খোঁচা দিয়েছেন। বলেছেন, কথা নিয়ে কৌশলী খেলা খেললেও সত্যকে চাপা দেওয়া যাবে না। তাঁর এ লড়াই অব্যাহত থাকবে বলে জানিয়েছেন আজিম। উল্লেখ্য কয়েক মাস আগেই বর্ণ বিদ্বেষের ঘটনাকে ঘিরে উত্তাল হয়েছিল ইংল্যান্ড ক্রিকেট। জাতীয় দলের ফাস্ট বোলার ওলি রবিনসনের এ সংক্রান্ত এক পুরনো টুইটকে ঘিরে সোশ্যাল মিডিয়া উত্তাল হয়েছিল। পরিস্থিতির চাপে রবিনসনের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করতে বাধ্য হয়েছিল ইংল্যান্ড ও ওয়েলশ ক্রিকেট বোর্ড।

More ENGLAND News  

Read more about:
English summary
Yorkshire apologise to former cricketer Azeem Rafiq who was claim to a victim of racism