মেসির ব্যবহার করা টিস্যু
বার্সেলোনার সঙ্গে নিজের শিকড়ের টান ভুলতে পারেননি লিওনেল মেসি। তাঁর শৈশব থেকে পরিণত ফুটবলার হওয়ার পিছনে যা প্রতিষ্ঠানের অবদানই সবচেয়ে বেশি, সেই স্প্যানিশ ক্লাব ছাড়তে গিয়ে ঢুকরে কেঁদে উঠেছিলেন ছয় বারের ব্যালন ডি'অর জয়ী তারকা। বার্সা ছাড়ার আগের সাংবাদিক সম্মেলনে নিজের চোখের জল সামলাতে পারেননি বিশ্বের এ প্রজন্মের অন্যতম সেরা ফুটবার। সেই সময় স্ত্রী আন্তোনেলা চোখ মোছার জন্য মেসির দিকে টিস্যু এগিয়ে দিয়েছিলেন। অশ্রু মুছে হল ঘরের এককোণায় টিস্যুটি ফেলে দিয়েছিলেন আর্জেন্তিনিও তারকা। চোখে পড়তেই কোনও এক অতি উৎসাহী ব্যক্তি সেটি সংগ্রহ করতে বিন্দুমাত্র দ্বিধা করেননি।
|
মেসির টিস্যু বিক্রি হল কত টাকায়
বার্সেলোনা ছাড়ার আগের প্রেস কনফারেন্সে আবেগ ধরে রাখতে না পেরে ভেঙে পড়েছিলেন লিওনেল মেসি। স্প্যানিশ ক্লাবের সঙ্গে ২১ বছরের সম্পর্ক ছেদ করে সর্বসমক্ষেই কেঁদে ফেলেছিলেন এলএম টেন। সেই সময় চোখ মুছতে মেসি যে টিস্যুটি ব্যবহার করেছিলেন, সেটি নাকি বিক্রি হয়েছে ১০ লক্ষ মার্কিন ডলারে। ভারতীয় মুদ্রায় যার পরিমাণ ৭৪ কোটিরও কিছু বেশি। আন্তর্জাতিক সাইট মেইকেদুয়োতে ওই টিস্যু নিলামে তোলা হয়েছিল। কন্টেন্টে লেখা হয়েছিল 'it contains Messi's genetic material and can be used to clone a new version of Argentina captain'. সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সে সংক্রান্ত এক পোস্ট।
পিএসজি-র সঙ্গে মেসির চুক্তি
নেইমার, এমবাপেদের ক্লাবের সঙ্গে আর্জেন্তাইন তারকার প্রাথমিকভাবে দুই বছরের চুক্তি হয়েছে। যদিও পরে পিএসজি মেসির সঙ্গে আরও এক বছরের চুক্তি বাড়িয়ে নেওয়ার সুযোগ পাবে বলেও জানানো হয়েছে। সে অনুযায়ী ছয় বারের ব্যালন ডি'অর জয়ী তারকাকে ২০২৪ পর্যন্ত প্যারিসের ক্লাবে ফুটবল খেলতে দেখা যেতে পারে। মোট কত টাকার দুই পক্ষের রফা হয়েছে, তা জানা না গেলেও সূত্রের খবর, ফরাসি ক্লাব থেকে বার্ষিক ৩৫ মিলিয়ন ইউরো বা ৩০৫ কোটি টাকারও বেশি উপার্জন করবেন এলএম টেন।
মাঠে নামতে মুখিয়ে মেসি
প্যারিস সাঁ-জাঁর হয়ে কবে ম্যাচ খেলতে নামবেন, তা জানেন না লিওনেল মেসি। তবে দলের সতীর্থদের সঙ্গে মাঠে নামতে তিনি মুখিয়ে রয়েছেন বলে জানিয়েছেন এলএম টেন। ২১ বছর পর বার্সেলোনার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে আবেগে কেঁদে ফেলেছিলেন মেসি। কেঁদেছিল গোটা বিশ্ব। সেই ঘটনার প্রসঙ্গ টেনে আর্জেন্তাইন তারকা বলেছিলেন যে বার্সা ছাড়া তাঁর কাছে বেদনাদায়ক ছিল। নতুন অধ্যায় সূচনার লক্ষ্যেই তিনি প্যারিসে এসেছেন বলেও জানিয়েছিলেন লিও। নেইমার ও এমবাপের হাসিঠাট্টার মধ্যে নতুন ক্লাবের জার্সিতে অনুশীলন চলছে এলএম টেনের। তাঁর কথায়, বিশ্বের সেরা ফুটবলারদের সঙ্গে মাঠে নামতে পারার অনুভূতিই অন্যরকম।