|
টোকিও পৌঁছল ভারতীয় অ্যাথলিটদের দ্বিতীয় দল
বৃহস্পতিবার সকালে টোকিও পৌঁছেছে ভারতীয় অ্যাথলিটদের আরও একটি দল। যাতে ভাবিনা হাসমুখভাই প্যাটেল, সোনাল প্যাটেলের মতো প্যারা টেবিল টেনিস তারকারা রয়েছেন। যাঁরা টোকিও প্যারালিম্পকে নিজেদের সাফল্য নিয়ে আশাবাদী। ওই দলের সঙ্গে টোকিও পৌঁছেছেন ভারতীয় প্যারালিম্পিক কমিটির প্রধান দীপা মালিক এবং ডেপুটি চেফ দে মিশন আরোহণ বাগাটি। তাঁদের সঙ্গে একই বিমানে ছিলেন ভারতীয় প্যারালিম্পিক কমিটির প্রতিষ্ঠাতা সদস্য জে চন্দ্রশেখর, কোষাধ্যক্ষ এম মহাদেবা। বুধবার রাতে তাঁরা দিল্লি থেকে টোকিওর বিমান ধরেন। দেশের বিমানবন্দরে তাঁদের শুভেচ্ছা জানানো হয়।
বুধবার পৌঁছয় প্রথম দল
বুধবার টোকিও পৌঁছেছিল ভারতীয় প্যারালিম্পিয়ানদের প্রথম দল। রিও গেমসে সোনজয়ী মারিয়াপ্পান থাঙ্গাভেলু, জ্যাভলিন থ্রোয়ার টেক চাঁদ, ডিসকাস থ্রোয়ার বিনোদ কুমাররা ছিলেন সেই দলে। নয়াদিল্লি বিমানবন্দরে তাঁদের শুভকামনা জানাতে হাজির ছিলেন দেশের প্যারালিম্পিক কমিটির সভাপতি তথা রিও গেমসে রূপো জয়ী প্যারা শট পুটার দীপা মালিক। দেশের প্যারা-অ্যাথলিটদের উৎসাহ প্রদানে জাতীয় পতাকা হাতে দিল্লি বিমানবন্দরে হাজির ছিলেন ক্রীড়াপ্রেমীরা। প্যারালিম্পিকে নিজেদের সেরাটা দেওয়ার প্রতিশ্রুতি দেন অ্যাথলিটরা। মোট আট প্যারালিম্পিয়ানের দল প্রথম পর্বে টোকিও পৌঁছয়।
ছবি সৌজন্যে টুইটার
ভারতের থেকে মোট ৫৪ জন অ্যাথলিট
আগামী ২৪ অগাস্ট থেকে টোকিও শুরু হবে প্যারালিম্পিক। ৫ সেপ্টেম্বর পর্যন্ত চলবে গেমস। ভারত থেকে মোট ৫৪ জন অ্যাথলিট তাতে অংশ নিতে চলেছেন। এর আগের কোনও প্যারালিম্পিকে এত সংখ্যক অ্যাথলিট পাঠাতে পারেনি ভারত। ২০১৬ সালের রিও গেমসে ভারতের থেকে অংশ নিয়েছিলেন ১৯ জন প্যারালিম্পিয়ান। দুটি সোনা, একটি রুপো এবং ব্রোঞ্জ নিয়ে ওই অলিম্পিক অভিযান শেষ করেছিল দেশ। টোকিও প্যারালিম্পিকে মোট ৫৪ জন ভারতীয় অ্যাথলিট ৯টি ক্রীড়া ইভেন্টে অংশ নেবেন। ফলে এবার দেশে অন্যান্য বারের থেকে বেশি পদক আসবে বলে আশা প্রকাশ করছেন ক্রীড়া প্রেমীরা। সেই আশায় বুক বেঁধেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। টোকিও প্যারালিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানের ফ্ল্যাগ মার্চে ভারতের পতাকা হাতে শুরুতে দেখা যাবে লং জাম্পার মারিয়াপ্পান থাঙ্গাভেলুকে। যিনি রিও প্যারালিম্পিক থেকে দেশকে সোনা এনে দিয়েছিলেন।
ছবি সৌজন্যে টুইটার
প্রধানমন্ত্রীর শুভেচ্ছা
টোকিওগামী প্যারা অ্যাথলিটদের সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কেউ প্যারালিম্পিকে অংশ নিতে চলেছেন প্রথমবার, কেউ গেমস থেকে পদক জেতার নজির গড়ে ফেলেছেন। কেউ শৈশব থেকেই প্রতিবন্ধী, কেউ অঙ্গ হারিয়েছেন দুর্ঘটনায়। তাঁদের মধ্যে যেটা সবচেয়ে সাধারণ, তা হল লড়াই করার মানসিকতা। যার বলে বলিয়ান হয়ে টোকিও প্যারালিম্পিকে অংশ নিতে চলেছেন দেশের প্যারা অ্যাথলিটরা। তাঁদের সাহস, ভাবনা এবং ইচ্ছাশক্তির প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশের প্যারা-অ্যাথলিটদের রোল মডেল বলেও তিনি সম্বোধন করেছেন। ভারত ছাড়ার আগে প্যারা-অ্যাথলিটদের নতুন করে শুভেচ্ছা জানিয়েছেন দেশের প্রশাসনিক প্রধান। শুভেচ্ছা জানিয়েছেন দেশের ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুরও।