টেস্ট ক্রিকেটে বিরাট উত্থান রাহুল-সিরাজের, বিশ্বের এক নম্বর ব্যাটসম্য়ান হতে চলেছেন রুট

আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারত-ইংল্যান্ড সিরিজের দুটি টেস্ট সম্পন্ন হয়েছে। লর্ডসে জিতে বিরাট কোহলির দল জো রুটের দলের চেয়ে এগিয়ে গিয়েছে ১-০ ব্যবধানে। বাকি এখনও তিনটি টেস্ট। এই ভালো পারফরম্যান্সের প্রভাব পড়তে শুরু করেছে আইসিসি টেস্ট র‌্যাঙ্কিংয়েও। ব্যাটসম্যানদের ক্রমতালিকায় লর্ডস টেস্টের ম্যাচের সেরা লোকেশ রাহুল এবং বোলারদের মধ্যে মহম্মদ সিরাজ উঠে এসেছেন অনেকটাই।

রাহুলের উত্থান

আইসিসি টেস্ট র‌্যাঙ্কিংয়ে ব্যাটসম্যানদের তালিকায় ২০১৭ সালের নভেম্বর মাসে কেরিয়ারের সেরা অষ্টম স্থানে পৌঁছেছিলেন লোকেশ রাহুল। ইংল্যান্ড সফরে ট্রেন্ট ব্রিজ টেস্ট খেলতে নেমেছিলেন প্রায় দুই বছর পর। ইংল্যান্ডের বিরুদ্ধে দুটি টেস্টে আপাতত ওপেনার হিসেবে জায়গা পাকা করে ফেলেছেন কর্নাটকের এই ২৯ বছরের ব্যাটসম্যান। লর্ডস টেস্টে শতরান হাঁকিয়ে হয়েছেন ম্যাচের সেরা। প্রথম ইনিংসে ১২৯ রানের ইনিংস র‌্যাঙ্কিংয়ে তাঁকে তুলে আনল ১৯ ধাপ। প্রথম পঞ্চাশে ঢুকে পড়ে এখন তিনি রয়েছেন ৩৭ নম্বরে।

ভারতের অন্যরা যেখানে

আইসিসি টেস্ট র‌্যাঙ্কিংয়ে ব্যাটসম্যানদের তালিকায় পঞ্চম স্থান ধরে রেখেছেন বিরাট কোহলি, তাঁর পয়েন্ট ৭৭৬। ষষ্ঠ স্থান ধরে রেখেছেন রোহিত শর্না, রোহিতের পয়েন্ট ৭৭৩। ৭৩৬ পয়েন্ট নিয়ে ঋষভ পন্থ রয়েছে সপ্তম স্থানে। প্রথম দশে আর কোনও ভারতীয় ব্যাটসম্যান নেই। অজিঙ্ক রাহানে নেমে গিয়েছেন ১৫ নম্বরে, তাঁর পয়েন্ট ৬৭৭। ৬৫৮ পয়েন্ট নিয়ে ১৮ নম্বর জায়গা দখলে রেখেছেন চেতেশ্বর পূজারা। রাহুলের ঠিক পরেই ৩৮ নম্বরে রয়েছেন রবীন্দ্র জাদেজা। দুই ধাপ উঠে পাকিস্তান অধিনায়ক বাবর আজম আটে উঠে এসেছেন।

সিংহাসনের দিকে রুট

ইংল্যান্ড অধিনায়ক জো রুট যে দুরন্ত ফর্মে রয়েছেন তাতে আইসিসি টেস্ট র‌্যাঙ্কিংয়ে ব্যাটসম্যানদের তালিকায় সিংহাসন দখল তিনি করে ফেলতে পারেন চলতি সিরিজেই। ট্রেন্ট ব্রিজে শতরান করে হয়েছিলেন ম্যাচের সেরা, লর্ডসেও প্রথম ইনিংসে ১৮০ রানে অপরাজিত ছিলেন। চলতি বছর টেস্টে তিনি যত রান করেছেন তার ধারেকাছে কেউ নেই। লর্ডস টেস্টের পর রুট ব্যাটসম্যানদের তালিকায় উঠে এসেছেন দুই নম্বরে। তাঁর পয়েন্ট ৮৯৩। শীর্ষ রয়েছেন নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন। তাঁর পয়েন্ট ৯০১। ৮ পয়েন্টের ব্যবধান ঘুচিয়ে ফেলা রুটের কাছে সময়ের অপেক্ষা, কারণ সামনে তিনটি টেস্ট পাবেন তিনি। রুট এই সিরিজ শুরুর সময় ছিলেন পাঁচে। ট্রেন্ট ব্রিজে প্রথম টেস্টের পর তিনি বিরাট কোহলিকে টপকে যান। লর্ডস টেস্টের পারফরম্যান্স তাঁকে আইসিসি টেস্ট র‌্যাঙ্কিংয়ে ব্যাটসম্যানদের তালিকায় আরও দুই ধাপ উপরে আনল। এর আগেও বিশ্বের ১ নম্বর টেস্ট ব্যাটসম্যান হওয়ার নজির রয়েছে রুটের।

এগোচ্ছেন সিরাজ

ভারতীয় বোলারদের মধ্যে আইসিসি টেস্ট র‌্যাঙ্কিংয়ে বোলারদের তালিকায় উল্লেখযোগ্য লাফ দিলেন মহম্মদ সিরাজ। লর্ডসে ম্যাচ জেতানো স্পেল, দুই ইনিংসে ৮ উইকেট নেওয়ার সুবাদে তিনি ১৮ ধাপ উঠে চলে এসেছেন ৩৮ নম্বরে। ইংল্যান্ডের বিরুদ্ধে দুটি টেস্টে না খেললেও রবিচন্দ্রন অশ্বিন দ্বিতীয় স্থান ধরে রেখেছেন। ওয়েস্ট ইন্ডিজের জেসন হোল্ডার পাকিস্তানের বিরুদ্ধে চার উইকেট নেওয়ায় দুই ধাপ উঠে নবম স্থানে আসায় দশে নেমে গিয়েছেন জসপ্রীত বুমরাহ। ইশান্ত শর্মা উঠে এসেছেন ১৬ নম্বরে। মহম্মদ শামি নেমে গিয়েছেন ১৯-এ। রবীন্দ্র জাদেজা নেমে এসেছেন একুশে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে চার উইকেট নিয়ে চার ধাপ উঠে শামির উপর ১৮-এ চলে এসেছেন পাকিস্তানের শাহিন শাহ আফ্রিদি।লর্ডস টেস্টে ভারতের বিরুদ্ধে প্রথম ইনিংসে পাঁচ উইকেট নেওয়ার সুবাদে জেমস অ্যান্ডারসন এক ধাপ উঠে চলে এসেছেন তালিকার ষষ্ঠ স্থানে। ম্যাচে পাঁচ উইকেট নেওয়া মার্ক উড পাঁচ ধাপ উঠে রয়েছেন সাঁইত্রিশে,সিরাজের ঠিক আগেই।

অলরাউন্ডারদের তালিকায়

টেস্ট অলরাউন্ডারদের তালিকায় বিশ্বে প্রথম দশে মাত্র দুজন ভারতীয়ই রয়েছেন। রবিচন্দ্রন অশ্বিন দুটি টেস্ট না খেললেও ৩৪৫ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থান ধরে রেখেছেন। তবে রবীন্দ্র জাদেজা নেমে গিয়েছেন এক ধাপ। তিনি ৩৫৯ পয়েন্ট নিয়ে রয়েছেন তিনে। লিডসে ভারত-ইংল্যান্ড তৃতীয় টেস্ট শুরু ২৫ অগাস্ট থেকে।

More JOE ROOT News  

Read more about:
English summary
Joe Root Becomes Number Two Test Batsman As KL Rahul Gained 19 Slots In Rankings To Reach 37th Place. Mohammed Siraj’s Four Wickets In Each Innings See Him Gain 18 Places To Reach 38th Position.