তৃণমূলের রদবদলে জায়গা বিজেপিতে যোগ দেওয়া নেতাদের, জোর জল্পনা রাজ্য রাজনীতিতে

তৃণমূল কংগ্রেসে চালু হয়েছে 'এক ব্যক্তি এক পদ' ব্যবস্থা। এর ফলে রাজ্যের বিভিন্ন পুরসভায় প্রশাসকমণ্ডলীতে ব্যাপক পরিবর্তন হয়েছে। পুরসভার পরিচালকমণ্ডলীর প্রধান-উপপ্রধান থেকে শুরু করে সদস্যদেরও রদবদল করা হয়েছে। সেখানেই দেখা গিয়েছে পুর প্রশাসকমণ্ডলীতে স্থান পেয়েছেন তৃণমূল ত্যাগী বিজেপি নেতারা।

বিজেপিতে চলে গিয়েও জায়গা, ঘোর বিরোধিতা তৃণমূলের

প্রশ্ন উঠেছে, যাঁরা দলকে বিপাকে ফেলে বিধানসভা ভোটের আগে চলে গিয়েছিলেন বিজেপিতে, তাঁদের কেন জায়গা দেওয়া হল? তৃণমূলের একাংশ ক্ষুব্ধ তৃণমূল শীর্ষ নেতৃত্বের এহেন সিদ্ধান্তে। এই সিদ্ধান্তের ফলে শোরগোল পড়ে গিয়েছে। যাঁরা বিজেপিতে চলে গিয়েছিল, তাঁদের এভাবে সুযোগ দেওয়ার ঘোর বিরোধিতা করেছেন তাঁরা।

বিজেপিতে যোগ দেওয়া দুই কাউন্সিলর পুর প্রশাসকমণ্ডলীতে

তৃণমূল কংগ্রেস এক ব্যক্তি এক পদ ব্যবস্থায় অবেকেই বাদ পড়েছেন। সেই বাদ পড়া নিয়ে কোনও বিতর্ক না তৈরি হলেও, শোরগোল পড়ে গিয়েছে বিজেপিতে যোগ দেওয়া দুই কাউন্সিলর পুর প্রশাসকমণ্ডলীতে জায়গা পাওয়ায়। পানিহাটিকে কৌশিক চট্টোপাধ্যায়কে মনোনীত করা হয়েছে পুর প্রশাসকমণ্ডলীতে। তিনি বিধানসভা ভোটের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন।

জলপাইগুড়ি পুরসভাতেও এক ঘটনার পুনরাবৃত্তি

উত্তর ২৪ পরগনার পানিহাটি পুরসভার পাশাপাশি জলপাইগুড়ি পুরসভাতেও এক ঘটনার পুনরাবৃত্তি ঘটেছে। সেখানেও ১২ জনের প্রশাসকমণ্ডলীতে স্থান করে নিয়েছেন বিজেপিতে যোগ দেওয়া তৃণমূলত্যাগী নেতা শুভজিৎ কর। তৃণমূল ছেড়ে বিজেপিতে তিনি যোগ দিয়েছিলেন ২০২১-এর ফেব্রুয়ারিতে।

বিজেপিতে যোগ দেওয়া নেতা কেন প্রশাসকমণ্ডলীতে

দুই পুরসভায় এই রদবদল ও বিজেপিতে যোগ দেওয়া নেতা প্রশাসকমণ্ডলীতে জায়গা পাওয়ায় ফুঁসছে তৃণমূলের একাংশ। তাঁরা প্রশ্ন তুলেছেন কেন যাঁরা ২০২১-এর বিধানসভায় নিরলস পরিশ্রম করে তৃণমূলকে ক্ষমতায় আনল, তাঁরা সুয়োগ পেলেন না। আর কেন তিনি সুয়োগ পেলেন যিনি বিধানসভা ভোটের আগে দলকে বিপাকে ফেলে চলে গিয়েছেন বিজেপিতে।

শুভেন্দু অধিকারীর সঙ্গে প্রচারে কৌশিক চট্টোপাধ্যায়

পানিহাটি পুরসভার প্রশাসকমণ্ডলীতে কৌশিক চট্টোপাধ্যায়ের জায়গা পাওয়া নিয়ে ক্ষোভ উগরে অনেক তৃণমূল নেতা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। শুভেন্দু অধিকারীর সঙ্গে প্রচারে কৌশিক চট্টোপাধ্যায়ের ছবি নিয়ে অবিলম্বে তাঁকে সরানোর বার্তা দিয়েছেন। পাশাপাশি এমন জল্পনাও অনেকের মনে এসেছে, দলত্যাগী নেতারা আবার ঘরওয়াপসি করতে চাইছেন।

শুভেন্দু-গড় কাঁথিতেও রদবদল চূড়ান্ত

তৃণমূলের এই রদবদলে আরও একটি ব্যাপার নজর কেড়েছে। শুভেন্দু অধিকারীর গড় কাঁথি পুরসভায় প্রশাসকমণ্ডলীর চেয়ারম্যান পদে ফের রদবদল করা হয়েছে। বিজেপিতে যোগ দেওয়া শুভেন্দু-অনুজ সৌমেন্দুকে সরিয়ে আনা হয়েছিল সিদ্ধার্থ মাইতিকে। ফের তাঁকে সরিয়ে এবার আনা হয়েছে হরিসাধন অধিকারীকে।

রদবদলের মধ্য দিয়েই নির্বাচনী প্রস্তুতি শাসকের

রাজ্যে সম্প্রতি শতাধিক পুরসভা ও পুর নিগমের পরিচালকমণ্ডলীতে ব্যাপক রদবদল করা হয়েছে। প্রশ্ন উঠেছে, তাহলে কি শীঘ্রই পুরভোট করতে চাইছে রাজ্য প্রশাসন? এই রদবদলের মধ্য দিয়েই নির্বাচনী প্রস্তুতি শুরু করে দিয়েছে শাসক শিবির, এমনটাই মনে করছে রাজনৈতিক মহলের একটা বড় অংশ।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

More BJP News  

Read more about:
English summary
BJP’s leaders increases speculation to get place in municipal post election after reshuffling of TMC
Story first published: Wednesday, August 18, 2021, 12:51 [IST]