সোনার দাম আজ
মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে সোনার দাম আজ ১০ গ্রামে ৪৭,৩৭৮ টাকা হয়েছে। সোনার দাম ১৮ অগাস্ট সকাল ৯ টা ৫ মিনিটে এদিন এই সপ্তাহের সবচেয়ে বেশি দামের অঙ্ক ছুঁয়ে ফেলেছে। সোনার দাম স্পট গোল্ডের মার্কেটে আজ প্রতি আউন্সে ১,৭৮৫.৬৬ মার্কিন ডলার হয়েছে। মার্কিন গোল্ড ফিউচারে এদিন সোনার দাম ফ্ল্যাট ছিল। দাম হয়েছে, ১,৭৮৭.২০ মার্কিন ডলার। ইউরোর প্রেক্ষিতে এদিন শেষ ৯ মাসে ডলারের দাম অবেক বেড়েছে। ডলারের দাম বৃদ্ধি মানে 'সেফ হেভেন অ্যাসেট' এর দাম আরও বাড়বে বাকি দেশের কারেন্সিতে। সেই প্রেক্ষাপটে সোনার দাম আজ ঘরোয়া বাজারে বেশ উচ্চতার দিকে গিয়েছে। সোনার দাম ফের একবার বৃদ্ধির দিকে যেতে শুরু করে দিয়েছে।
রুপোর দাম
১৮ অগাস্ট রুপোর দাম ১ কেজিতে আজ ০.৩৫ শতাংশ বেড়েছে। ফলে ১ কেজিতে রুপোর দাম ৬৩,৪৪৭ টাকা হয়েছে। এদিকে, রিলায়েন্স সিকিউরিটিজের ইন্টারন্যাশনালের তরফে শ্রীরাম আইয়ার বলছেন, স্পট গোল্ড ও ফিউচার গোল্ড এবং স্পট ও ফিউচারের রুপোর দাম এশিয়ান ট্রেডে বুধবার সকালে ফ্ল্যাট ছিল এফওএমসির মিটিং এর আগে। এদিকে বেশ কিছু বিশেষজ্ঞের মতে কোভিডের ডেল্টা ভ্যারিয়েন্ট প্রবল হারে দানবীয় হানা করলেও , তার মধ্যে যেভাবো সোনা ও রুপোর দাম হু হু করে বেড়ে যাচ্ছে, তাতে এটি রীতিমতো তাৎপর্যপূর্ণ ঘটনা বলে মনে করছেন অনেকেই।
কলকাতায় সোনার দাম
কলকাতায় ১৭ অগাস্ট পাকা সোনার দাম ২৪ ক্যারেটে ১ গ্রামে ৪৭৭৫ টাকা ও ১০ গ্রামে ৪৭৭৭৫০ টাকা হয়। গহনার সোনার দাম ৪৫৩০ টাকা হয়েছে ১ গ্রামে, ১০ গ্রামে ৪৫,৩০০ টাকা হয় । এদিকে, কল্লোলিনী তিলোত্তমায় সোনার দামের গতিতে গত দুই দিনই বেশ জোয়ার ছিল ।
সোনার দাম অন্যান্য শহরে
সোনার দাম ২২ ক্যারেটে চেন্নাইতে ৪৪,৬৪০ টাকা হয়েছে। ২৪ ক্যারেটে ৪৮,৭০০ টাকা হয়েছে, চেন্নাইতো সোনার দাম। মুম্বইতে সোনার দাম ৪৬, ৫০০ টাকা হয়েছে, ২৪ ক্যারেটে দাম ৪৭,৫০০ টাকা হয়েছে। দিল্লিতে সোনার দাম ২২ ক্যারেটে হয়েছে, ৪৬,৪৫০ টাকা, ২৪ ক্যারেটে সোনার দাম হয়েছে ৫০,৬৬০ টাকা। বেঙ্গালুরুতে সোনার দাম ২২ ক্যারেটে ৪৬,৭৫০ টাকা, ২৪ ক্যারেটে ৫০,৬৬০ টাকা। হায়দরাবাদের সোনার দাম ২২ ক্যারেটে ৪৪,৩০০ টাকা, ২৪ ক্যারেটে সোনার দাম হায়দরাবাদে ৪৮,৩৩০ টাকা।
সোনা কেনার শুভ দিন
প্রসঙ্গত, আগামী এক মাসে সোনা কেনার শুভদিন অনেকগুলি রয়েছে। যদি সোনা কেনার দিনের নিরিখে দেখা যায়, তাহলে অগাস্ট মাসে বেশ কিছু শুভ তিথি ইতিমধ্যেই পার হয়ে গিয়েছে। এরপর আসন্ন রয়েছে আরও কয়েকটি শুভ দিন। একনজরে দেখে নেওয়া যাক অগাস্ট মাসে শুভ দিনের সংখ্যা, যে দিনগুলিতে জ্যোতিষ মতে সোনা কিনলে তা শুভ ফল দেয়।
২২ অগাস্ট ৬: ৪৩ মিনিট-১২:৫৭ মিনিট, ৩:১৬ মিনিট -৭:০২ মিনিট।
২৯ অগাস্ট দুপুর ১২:৩০ মিনিট- সন্ধ্যে ৬:৩৫ মিনিট।
৩১ অগাস্ট দুপুর ১২:২২ মিনিট থেকে সন্ধ্যে ৬:২৭ মিনিট।
এছাড়াও সেপ্টেম্বর মাসে রয়েছে এই দিনগুলি-
২ সেপ্টেম্বর বিকেল ৪:৩৭ মিনিট- ৬:১৯ মিনিট।
৩ সেপ্টেম্বর সকাল ৭:৩৪ মিনিট-২:২৯ মিনিট, ৪:৩৩ মিনিট-৬:১৫ মিনিট।
৯ সেপ্টেম্বর সকাল ০৭: ০৯:২৭ মিনিট, বেলা ১১: ৪৭ মিনিট-৫:৫২ মিনিট, ১০ সেপ্টেম্বর সকাল ৭:০৭ মিনিট-১১:৪৩ মিনিট।
১২ সেপ্টেম্বর ভোর ৬:৫৯ মিনিট-১১:৩৫ মিনিট। ১৭ সেপ্টেম্বর বেলা ১১:১৫ মিনিট-৫:২০ মিনিট।
১৯ সেপ্টেম্বর ৬:৩৯ মিনিট থেকে ১১:০৭ মিনিট,১:২৬ মিনিট থেকে ৬:১১ মিনিট।