EC-র মতোই স্বায়ত্তশাসিত সংস্থা হওয়া উচিৎ CBI-এর, রায়ে জানাল মাদ্রাজ হাইকোর্ট

কখনও বিরোধীরা বলেছে, 'কংগ্রেস ব্যুরো অফ ইনভেস্টিগেশন', আবার কখনও 'কেন্দ্র সরকারের আোতা পাখি!' সিবিআই-এর মতো দেশের অন্যতম সেরা গোয়েন্দা সংস্থার কাজ নিয়ে সময়ে সময়ে প্রশ্ন তুলেছে বিরোধীরা। কেন্দ্রে যে সরকারই থাকুন তাঁর হয়ে কাজ করার, পক্ষপাতিত্বের অভিযোগ উঠেছে সিবিআইয়ের বিরুদ্ধে। সরকারের বাইরে সিবিআইয়ের স্বাধীনতার কথা অনেকেই বলেছেন! এবার সিবিআই-কে স্বায়ত্তশাসিত সংস্থা করার পক্ষে প্রশ্ন তুলল খোদ মাদ্রাজ হাইকোর্ট।

সম্প্রতি একটি আর্থিক জালিয়াতির মামলায় রায় দিতে গিয়ে CBI স্বায়ত্তশাসিত সংস্থা হওয়ার পক্ষে সওয়াল করলেন মাদ্রাজ হাইকোর্টের মাদুরাই বেঞ্চের বিচারপতিরা৷

মঙ্গলবার রামনাথপুরম জেলায় ৩০০ কোটি টাকার আর্থিক জালিয়াতিতে সিবিআই তদন্ত দাবি করে একটি মামলার শুনানিতে বসেন মাদুরায় বেঞ্চের বিচারপতিরা। আবেদনের শুনানির সময়, বিচারপতি এন কিরুবাকরণ এবং বিচারপতি পি পুগলেন্দি তাদের রায়ে বলেন, 'সিবিআইকে নির্বাচন কমিশনের মতো স্বাধীনভাবে কাজ করতে দেওয়া উচিৎ। সিবিআইয়ের জন্য প্রয়োজনীয় তহবিল বার্ষিক আর্থিক বাজেটের মধ্যে বরাদ্দ করা উচিত।'

মাদ্রাজ হাইকোর্টের ওই রায়ে আরও বলা হয়েছে, 'সিবিআই ডিরেক্টর শুধুমাত্র মন্ত্রী এবং প্রধানমন্ত্রীর কাছে সরাসরি রিপোর্ট করবেন এরকম ক্ষমতা দেওয়া উচিত। কেবিনেট সচিবের মত একচেটিয়া ক্ষমতা এবং কেন্দ্রীয় সরকারের প্রশাসনের অধীনে না থেকে CBI কে মুক্তভাবে কাজ করতে দেওয়া উচিত।'

একই সঙ্গে সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশনকে আরও আধুনিক এবং উন্নত করার পরামর্শ দিয়ে মাদ্রাজ হাইকোর্টের পক্ষ থেকে বলা হয়েছে, 'মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (FBI) এবং যুক্তরাজ্যের স্কটল্যান্ড ইয়ার্ডের মতো সিবিআইকে আধুনিক সুযোগ -সুবিধা এবং প্রযুক্তি অবিলম্বে সরবরাহ করা উচিত।'

পাশাপাশি মাদ্রাজ হাইকোর্টের বিচারপতিরা সিবিআইয়ের শূন্যপদে দ্রুত নিয়োগ নিয়েও সওয়াল করেছেন৷ শুনানিতে বলা হয়েছে, সিবিআইয়ে সাইবার, ফরেনসিক এবং অর্থনৈতিক লেনদেন নিরীক্ষনে দক্ষ ব্যক্তিদের নিয়োগের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত ছয় সপ্তাহের মধ্যে সম্পন্ন করা উচিত। এবং দ্রুত শূন্যপদ পূরণের জন্য ব্যবস্থা নেওয়া উচিত। একই সঙ্গে হাইকোর্টের পক্ষ থেকে আরও বলা হয়েছে, ৩১ ডিসেম্বর ২০২০-র পর্যন্ত যত কেস বাকি রয়ে গিয়েছে তা দ্রুত সমাধান করতে হবে।

অন্যদিকে ভারতের সংবিধানের ৩২৪ নং ধারা অনুসারে নির্বাচন প্রক্রিয়া পরিচালনার জন্য ভারতের একটি নির্বাচন কমিশন থাকবে৷ এবং একটি একটি স্বায়ত্তশাসিত সংস্থা। রাষ্ট্রপতি দেশের মুখ্য নির্বাচন কমিশনার নিয়োগ করে থাকেন।

More CBI News  

Read more about:
English summary
CBI should be as Independent body as EC, says Madras HC