ইতিহাসের দোরগোড়ায় ভারত, দেশ পেতে চলেছে প্রথম মুখ্য মহিলা প্রধান বিচারপতি

প্রধানমন্ত্রী হোক বা রাষ্ট্রপতি, মুখ্যমন্ত্রী হোক বা প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব স্বাধীনতার পর থেকে প্রতিক্ষেত্রেই নারীদের জয়ধ্বজা উড়তে দেখেছে গোটা দেশ। এবার দেশের প্রধান বিচারপতির দায়িত্বও পেতে চলেছেন এক মহিলাই।সূত্রের খবর, মঙ্গলবার প্রধান বিচারপতি এন ভি রমানার নেতৃত্বে সুপ্রিমো কোর্টের কলেজিয়াম নয় জন বিচারপতির নাম জমা পড়েছে। আর তারপরেই প্রথম মহিলা বিচারপতি নিয়ে জোর চর্চা শুরু হয়েছে গোটা দেশে। প্রসঙ্গত উল্লেখ্য, ১২ অগাস্ট বিচারপতি নরিমনের প্রস্থানের পর বর্তমানে নয়টি শূন্যপদ তৈরি হয়েছে দেশের শীর্ষ আদালতে।

৯ জন বিচারপতির নামেই সবুজ সংকেত

মঙ্গলবার সুপ্রিম কোর্টের কলেজিয়াম ৯ জন বিচারপতির নামকেই ক্লিয়ারেন্স দিয়েছে বলে জানা যাচ্ছে। প্রধান বিচারপতি এনভি রামানা ছাড়াও বিচারপতি উদয় ইউ ললিত, এএম খানভিলকার, ধনঞ্জয় ওয়াই চন্দ্রচূড় এবং এল নাগেশ্বর রাও এই কলেজিয়াম তৈরি করেছেন বলে জানা যাচ্ছে।এদিকে সূত্রের খবর, ২০২৭ সালে সুপ্রিম কোর্টের মহিলা বিচারপতি হওয়ার দৌড়ে এগিয়ে আছেন বিচারপতি বি ভি নাগারত্না। ইতিহাস বলছে ১৯৫০ সালে সুপ্রিম কোর্ট গঠিত হওয়ার পর এই প্রথম প্রধান বিচারপতির আসনে বসতে পারেন একজন মহিলা৷

তালিকায় রয়েছেন তিন মহিলা

এদিকে ন'জনের তালিকায় রয়েছেন তিন মহিলা। এই তিনজনের মধ্যেই রয়েছেন কর্ণাটক হাইকোর্টের বিচারপতি বি ভি নাগরত্না। অন্যদিকে পাঁচ সদস্যের কলেজিয়াম দ্বারা নির্বাচিত অন্য দুই মহিলা বিচারপতি হলেন বিচারপতি হিমা কোহলি। যিনি আবার বর্তমানে তেলেঙ্গানা হাইকোর্টের প্রধান বিচারপতির পদে রয়েছেন। অন্যদিকে আর এক মহিলা বিচারপতি হলে বেলা ত্রিবেদী, যিনি বর্তমানে গুজরাত হাইকোর্টের বিচারপতির দায়িত্বে রয়েছেন। তবে সর্বোসম্মতিক্রমে বি ভি নাগরত্নাই দায়িত্ব পেতে পারেন বলে জানা যাচ্ছে।

নাগারত্নার বাবাও সামলেছেন প্রধান বিচারপতির দায়িত্ব

প্রসঙ্গত উল্লেখ্য, বিচারপতি নাগারত্নার বাবা ইএস ভেঙ্কটারামিয়া সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ছিলেন৷ ১৯৮৯ সালে ছ'মাসের জন্য দায়ভার সামলেছিলেন। এবার তার মেয়েও পেতে পারেন সেই গুরু দায়িত্ব। এদিকে পাঁচ সদস্যের কলেজিয়াম দ্বারা নির্বাচিত এই তালিকা অনুমোদনের জন্য শীঘ্রই কেন্দ্রকে পাঠানো হবে বলে জানা যাচ্ছে৷ এই নয় বিচারপতির মধ্যে ৩ জনই তাদের কর্মজীবনের মেয়াদকালে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হতে পারেন।

কেন গুরুত্বপূর্ণ এই কলেজিয়াম ?

এদিকে সুপ্রিম কোর্ট গঠিত হওয়ার ৩৯ বছর পরে ১৯৮৯ সালে প্রথম মহিলা বিচারপতি হন এম ফাতিমা বিবি৷ যদিও অতীতে পাতায় চোখ রাখলেই দেখা যাবে দেশের প্রধান বিচারলয়ের ইতিহাসে মহিলা বিচারপতির সংখ্যা বরাবরই থেকেছে হাতেগোনা। সেখানে বি ভি নাগরত্না দায়িত্ব নিলে তা যে অন্যান্য নজির হবে তা আর বলার অপেক্ষা রাখে না। এদিকে গত ২১ মাসে এটিই প্রথম কলেজিয়াম যেখানে ৫ বরিষ্ঠ বিচারপতি শীর্ষ আদালতে নিয়োগের জন্য ঐকমত্যে পৌঁছতে সক্ষম হয়েছেন।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia


More SUPREME COURT News  

Read more about:
English summary
at the doorstep of history india is about to get the first woman chief justice