অনূর্ধ্ব ২০ বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ভারতের সামনে পদক জয়ের সুবর্ণ সুযোগ

অনূর্ধ্ব ২০ বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে পদক জয়ের সুবর্ণ সুযোগের সামনে দাঁড়িয়ে রয়েছে ভারত। কেনিয়ার নাইরোবিতে চলতে থাকা প্রতিযোগিতার ৪x৪০০ মিক্সড ইভেন্টের ফাইনালে পৌঁছেছে ভারত। হিটে দ্বিতীয় স্থান অর্জন করেছেন দেশের অ্যাথলিটরা। আর কয়েক ঘণ্টা পরেই ইভেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে।

কেনিয়ার নাইরোবিতে চলতে থাকা অনূর্ধ্ব ২০ বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের ৪x৪০০ মিক্সড ইভেন্টের হিটে ভারতের হয়ে অংশ নিয়েছিলেন আব্দুল রাজাক রশিদ, প্রিয়া মোহন, সামি ও কপিল। প্রতিযোগিতার ফাইনালের যোগ্যতা অর্জন পর্বে দুর্দান্ত পারফরম্যান্স করেন দেশের ওই অ্যাথলিটরা। ৩ মিনিট ২৩.৩৬ সেকেন্ডে রেস শেষ করার পাশাপাশি দুই হিট মিলিয়ে দ্বিতীয় হয়ে ইভেন্টের চূড়ান্ত পর্বে পৌঁছন আব্দুল রাজাক রশিদ, প্রিয়া মোহন, সামি ও কপিল। তাঁদের এই দুর্দান্ত পারফরম্যান্স ফাইনালে বজায় থাকলে পদক বাঁধা বলে মনে করেন দেশের ক্রীড়াপ্রেমীরা।

৩ মিনিট ২৩.৩৬ সেকেন্ডে রেস শেষ করে হিট ওয়ানে প্রথম হয় ভারতীয় দল। যা বিশ্ব রেকর্ড হিসেবে নথিভূক্ত হতে পারত, যদি না নাইজেরিয়ার অ্যাথলিটরা একই ইভেন্টের দ্বিতীয় হিটে ৩ মিনিট ২১.৬৬ সেকেন্ডে প্রতিযোগিতা শেষ করতেন। নতুন বিশ্ব রেকর্ড গড়বার পাশাপাশি ৪x৪০০ মিক্সড ইভেন্টের দুই হিট থেকে প্রথম হয়ে ফাইনালে পৌঁছেছে নাইজেরিয়া। তবে প্রথম হিটে ভারতকে তীব্র প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়তে হয়েছিল। কারণ ওই গ্রুপে রশিদ, প্রিয়াদের প্রতিপক্ষ ছিল চেক প্রজাতন্ত্র, জামাইকা, পোল্যান্ডের মতো শক্ত দল।

India 🇮🇳 kicks off #WorldAthleticsU20 in style and takes the victory in heat 1 of the Mixed 4x400m Relay in a championship record 3:23.36!

It's a short-lived best as Nigeria 🇳🇬 betters the record in heat 2 with 3:21.66.

The finals take place tonight and promise fireworks 🎇

— World Athletics (@WorldAthletics) August 18, 2021

অনূর্ধ্ব ২০ বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের ৪x৪০০ মিক্সড ইভেন্টের হিট ওয়ানে ভারতের পরেই জায়গা পেয়েছে চেক প্রজাতন্ত্র। ৩ মিনিট ২৪.১৭ সেকেন্ডে তারা প্রতিযোগিতা শেষ। উসেইন বোল্টের দেশ জামাইকা ওই হিটে তৃতীয় স্থান দখল করে। ৩ মিনিট ২৪.৬৯ সেকেন্ডে তারা রেস শেষ করে।

কেনিয়ার নাইরোবিতে ১৮ অগাস্ট থেকেই শুরু হয়েছে অনূর্ধ্ব ২০ বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ। ২২ অগাস্ট পর্যন্ত চলবে প্রতিযোগিতা। দেশের মোট ২৭ জন অ্যাথলিট ওই মেগা গেমসে অংশ নিতে গিয়েছেন। প্রথম দিনই আব্দুল রাজাক রশিদ, প্রিয়া মোহন, সামি ও কপিল শুরুটা যেভাবে করেছেন, তাতে পদক জয়ের আশা দেখছে দেশ। প্রতিযোগিতা থেকে ভারত কয়টি পদক আনতে পারে, সেদিকেও তাকিয়ে রয়েছে ক্রীড়া মহল। সদ্য শেষ হওয়া টোকিও অলিম্পিকে ইতিহাস রচনা করেছেন নীরজ চোপড়া। অলিম্পিকের অ্যাথলেটিক্সে ভারতের হয়ে তিনি প্রথম সোনা জিতেছেন। তাঁর উত্তরসূরিরা অনূর্ধ্ব ২০ বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে কেমন পারফরম্যান্স করেন, সেদিকে নজর রয়েছে বিশ্বের।

More TEAM INDIA News  

Read more about:
English summary
India enters into 4 x 400m mixed relay final of Athletics U20 World Championships
Story first published: Wednesday, August 18, 2021, 13:49 [IST]