রবের্ত লেওয়ানদস্কির জোড়া গোলে এবং ম্যানুয়েল নয়ারের দুর্দান্ত পারফরম্যান্সে আরও একবার জার্মান সুপার কাপ চ্যাম্পিয়ন হয়েছে বায়ার্ন মিউনিখ। ডর্টমুন্ডকে ৩-১ গোলে হারিয়ে টানা নবম বারের জন্য এই খেতাব হাসিল করল জার্মান জায়ান্ট। মোট দশ বার একই খেতাব জিতে অনন্য নজির গড়ল জুলিয়ান নাগেলসম্যানের দল। সেই সঙ্গে একই মরসুমে ৪১টি গোল করার এক অনন্য রেকর্ডও গড়লেন বায়ার্নের পোলিশ স্ট্রাইকার লেওয়ানদস্কি।
ডর্টমুন্ডের ঘরের মাঠে গুরুত্বপূর্ণ মোকাবিলা খেলতে নেমেছিল বায়ার্ন মিউনিখ। শুরু থেকে দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই শুরু হয়। বলের নিয়ন্ত্রণ থেকে পাসিং ফুটবলে একে অপরকে টেক্কা দেওয়ার চেষ্টা করে বায়ার্ন ও ডর্টমুন্ড। আক্রমণ ও প্রতি-আক্রমণে আকর্ষণীয় হয়ে ওঠে ম্যাচ। প্রথমার্ধে দুই দলই গোল করার মতো পরিস্থিতিতে পৌঁছে যায় একাধিকবার। তবে সফলতা অর্জন করতে পারছিল না। ৪১ মিনিটের মাথায় অবশেষে সুযোগকে কাজে লাগান রবের্ত লেওয়ানদস্কি। ১-০ গোলে এগিয়ে থেকে ম্যাচের প্রথমার্ধ শেষ করে বায়ার্ন।
দ্বিতীয়ার্ধের শুরু থেকেই আক্রমণে আরও ঝাঁঝ বাড়ায় বায়ার্ন মিউনিখ। ঝড়ের মতো ডর্টমুন্ডের গোলমুখে বল নিয়ে উঠতে থাকেন লেওয়ানদস্কি। তাতে ছন্নছাড়া হতে থাকে প্রতিপক্ষের রক্ষণভাগ। সেই সুযোগের সদ্ব্যবহারও করে বায়ার্ন মিউনিখের। ৪৯ মিনিটের মাথায় একটি পরিকল্পিত আক্রমণ থেকে ম্যাচে নিজেদের দ্বিতীয় সফলতা অর্জন করে মোকাবিলার ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। ডর্টমুন্ড ডিফেন্সের ভুলের সুযোগ নিয়ে গোল করেন থমাস মুলার।
It's what we do 🏆🎊#Supercup #MiaSanMia pic.twitter.com/Er4KnxdY2t
— FC Bayern English (@FCBayernEN) August 17, 2021
সহজে হাল ছাড়ার পাত্র ছিল না ডর্টমুন্ডও। দুই গোলে পিছিয়ে পড়ে তারা আক্রমণে গতি বাড়ায়। যদিও কাঙ্খিত গোলটি পেতে অনেকটা সময় নিয়ে নেয় বায়ার্ন মিউনিখের প্রতিপক্ষ। বেশ কয়েকটি সহজ গোলের সুযোগ নষ্ট করে ৬৪ মিনিটের মাথায় সফলতা অর্জন করে ডর্টমুন্ড। গোল করেন মার্কো রয়েস। ম্যাচে সমতায় ফেরার সুযোগও পেয়ে যায় ডর্টমুন্ড। কিন্তু বোঝাপড়ার অভাবে সেগুলি কাজে লাগাতে ব্যর্থ হয় পরাজিত দল।
অন্যদিকে ডর্টমুন্ড ডিফেন্সে বায়ার্ন মিউনিখের নাড়াচাড়া অব্যাহত থাকে। ৭৪ মিনিটের মাথায় আরও একটি সুবর্ণ সুযোগ পেয়ে যায় এগিয়ে থাকা দল। গোল করতে কোনও ভুল করেননি রবের্ত লেওয়ানদস্কি। ম্যাচে দুর্দান্ত দুটি সেভ করে বায়ার্নকে নিশ্চিত পতনের হাত থেকে রক্ষা করেন অভিজ্ঞ মানুয়াল নয়ার। সরকারিভাবে ২০১০ সাল থেকে শুরু হওয়া জার্মান সুপার কাপে প্রথম বছরই চ্যাম্পিয়ন হয়েছিল বায়ার্ন মিউনিখ। ২০১৩ সাল থেকে টানা এই খেতাব জিতে আসছেন থমাস মুলাররা। দুইবার জার্মান সুপার কাপ জিতেছে ডর্টমুন্ড।