|
পার্ক যান অযোধ্যায়
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টোকিও অলিম্পিকে ব্রোঞ্জজয়ী পিভি সিন্ধুর সঙ্গে আলাপচারিতা চালানোর ফাঁকে ডেকে নেন তাঁর কোরিয়ান কোচ পার্ক তাই-সাংকে। জানতে চান তিনি অযোধ্যার নাম শুনেছেন কিনা। এরপরই প্রধামন্ত্রী পার্ককে অযোধ্যা সফরে যাওয়ার পরামর্শ দিয়ে বলেন, আপনাদের দেশের রাষ্ট্রপতির স্ত্রী অযোধ্যায় একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন বিশেষ অতিথি হিসেবে। ওখানকার ইতিহাস সম্পর্কে জানতে আপনারও অযোধ্যায় যাওয়া উচিত। প্রধানমন্ত্রী প্রতিশ্রুতিমতো সিন্ধুর সঙ্গে আইসক্রিম খান। ভারতের একমাত্র মহিলা হিসেবে অলিম্পিকে জোড়া পদকের মালিক সিন্ধু প্রধানমন্ত্রীকে জানান, খেলা থেকে অবসর নেওয়ার পর তিনি নিজের আকাদেমিতে উঠতি প্রতিভাদের প্রশিক্ষণ দেওয়ার ইচ্ছা নিয়েই এগোচ্ছেন।
|
হাল্কা মেজাজে মোদী
টোকিও অলিম্পিকে ভারতের ব্রোঞ্জজয়ী দলে পাঞ্জাবেরই বেশিরভাগ খেলোয়াড়। ভারতীয় দলের গোলকিপার পিআর শ্রীজেশ আবার কেরলের বাসিন্দা। তাঁর কাছে মোদী জানতে চান, তিনি পাঞ্জাবি শিখেছেন কিনা। ড্র্যাগ ফ্লিকার রুপিন্দর পাল সিংকে দেখে প্রধানমন্ত্রী জানতে চান তাঁর উচ্চতা কত? এত লম্বা হওয়া সত্ত্বেও ভলিবলে না গিয়ে তিনি কেন হকিকে বেছে নিলেন সে সম্পর্কেও জানতে চান কৌতুহলী প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীকে সব খেলোয়াড়ের সই করা একটি হকি স্টিকও উপহার দিয়েছে ভারতীয় পুরুষ ও মহিলা হকি দল।
|
দ্যুতিকে উৎসাহ
টোকিও অলিম্পিকে ১০০ ও ২০০ মিটারে হতাশ করেছেন দ্যুতি চাঁদ। নিজের সম্পর্কে বলতে গিয়ে তিনি অনেকক্ষণ সময় নেন। মন দিয়ে শুনছিলেন নরেন্দ্র মোদী। এরপর তিনি মজা করে বলেন, যদি কোনও রাজনীতিবিদ আপনার কথা শুনতেন তাহলে তাঁরা আপনাকে নির্বাচনে লড়াই করিয়েই ছাড়তেন। আপনি ওডিশা থেকে উঠে এসেও এত ভালো হিন্দি বলেন কী করে! এরপরই দ্যুতি চাঁদকে উৎসাহিত করে প্রধানমন্ত্রী বলেন, ১৩০ কোটি ভারতবাসীর মধ্যে ৬৫ শতাংশ যুব সম্প্রদায়ের। তাঁদের মধ্যে থেকে আপনি একজন, যিনি টোকিও অলিম্পিকে ভারতের ১২৮ জন অ্যাথলিটের একজন। এটা অনন্য কৃতিত্ব। শুধু পদকজয়ীরাই নন, বাকিদের মতো আপনার প্রতিটি প্রচেষ্টাও সকলের জন্য দারুণ অনুপ্রেরণার।
|
সোনার ছেলের জন্য
নীরজ চোপড়ার সামনে তাঁর প্রিয় চুরমা হাজির করেছিলেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী নীরজকে বলেন, দ্বিতীয় থ্রো মারার পরই আপনাকে আত্মবিশ্বাসী লাগছিল, সেলিব্রেট করার মুডে রয়েছেন বলে মনে হচ্ছিল। আপনি কি তখন সত্যিই এতটা আত্নবিশ্বাসী ছিলেন? এটা আমাকে অবাক করেছে। আপনি যে ভারসাম্য বজায় রেখেছেন তা আমি উপলব্ধি করেছি। বিজয় আপনার মাথার উপর চেপে বসেনি, পরাজয়ও আপনাকে নোয়াতে পারেনি। চোপড়া বলেন, কঠোর পরিশ্রমের মাধ্যমেই তিনি আত্মবিশ্বাসী থেকে নিজের ভালো পারফরম্যান্সে মনোনিবেশ করে ফোকাসড থাকতে পারেন। টোকিও অলিম্পিকে সোনাজয়ী নীরজ চোপড়া প্রধানমন্ত্রীকে একটি জ্যাভলিন উপহার দেন। এদিন টুইটারে তিনি লেখেন, প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর বাসভবনে মিলিত হতে পেরে অত্যন্ত গর্বিত। যেভাবে তিনি খেলাধুলো ও ক্রীড়াবিদদের উৎসাহিত করছেন তার জন্য তাঁকে ধন্যবাদ। এদিনই হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টরের সঙ্গে দেখা করেন নীরজ।
|
মেরিকে মোদী
এমসি মেরি কম টোকিও থেকে পদক জিতে ফিরতে না পারার জন্য ক্ষমাপ্রার্থনা করতেই নরেন্দ্র মোদী তাঁকে বলেন, ভারতীয় ক্রীড়াক্ষেত্রে আপনার বিশাল অবদান রয়েছে। মহিলা ক্রীড়াবিদদের নিয়ে এখন যে আগ্রহ তা হয়েছে আপনার জন্যই। নীরজ, সিন্ধু, লাভলিনা বরগোঁহাইদের প্রধানমন্ত্রী বলেন, আপনারা আমাকে যে স্বাক্ষর করা ক্রীড়া সরঞ্জামগুলি দিলেন সেগুলি আমি নিলামে তুলব। লাভলিনা বক্সিং গ্লাভস উপহার দিলে নরেন্দ্র মোদী নজা করে বলেন, এটা আমি পড়লে রাজনীতির লোকজন বলবে মোদী গড়বড় করনেওয়ালা হ্যায়!
|
দীপিকার মনোবল বৃদ্ধি
বিশ্বের এক নম্বর তিরন্দাজ দীপিকা কুমারীকেও উৎসাহিত করেন নরেন্দ্র মোদী। দীপিকাও পদক না জিততে পারার জন্য দুঃখপ্রকাশ করেন। তাঁকে প্রধানমন্ত্রী বলেন, কেয়া স্যরি! ক্রীড়াবিদদের আশা ছাড়তে নেই। ওঠে মিষ্টি প্রসঙ্গও। মিষ্টি পরিবেশনের সময় নরেন্দ্র মোদী অটলবিহারী বাজপেয়ীর কথা উল্লেখ করেন। তিনি জানান, গুলাব জামুন নিয়ে একবার অটলজি একটি অনুষ্ঠানে কিছু বলেছিলেন, তা বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত হয়েছিল। পরে তিনি যখনই কোনও অনুষ্ঠানে যেতেন বেশিরভাগ সময়ই গুলাব জামুন রাখা হতো। অন্যান্য জিনিসও যাতে রাখা হয় সে ব্যাপারে সার্কুলার পর্যন্ত জারি করতে হয়েছিল।