মমতার নিশানায় 'ঘনিষ্ঠ' তিন মন্ত্রী! দুর্নীতিতে জিরো টলারেন্স নীতি, হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

অন্য কেউ নয়, মুখ্যমন্ত্রী (chief minister) মমতা বন্দ্যোপাধ্যায়ের (mamata banerjee) নিশানায় নিজের ক্যাবিনেটের তিনমন্ত্রী। সূত্রের খবর অনুযায়ী, প্রশাসনিত বৈঠকে আধিকারিকদের সামনেই ঘনিষ্ঠ তিনমন্ত্রীকে মুখ্যমন্ত্রীর তোপের মুখে পড়তে হয়। পাশাপাশি এদিন আধিকারিকদেরও গাফিলতি এবং দুর্নীতি নিয়ে সতর্ক করেন বলে জানা গিয়েছে।

মুখ্যমন্ত্রীর নিশানায় সেচমন্ত্রী

মে মাসে ক্ষমতায় আসার পরে, সেই মাসেই আঘাত হেনেছিল ইয়াস। তারপর বিভিন্ন জেলায় অতিবৃষ্টি। বিভিন্ন নদীবাঁঘ ভেঙে দিয়েছে। অনেকগুলির অবস্থা আবার খুবই খারাপ। যা নিয়ে রিপোর্ট তৈরি করতে মুখ্যমন্ত্রী দিল্লিতে দরবার করার জন্য সেচমন্ত্রী সৌমেন মহাপাত্রকে নির্দেশ দিয়েছিলেন বলে খবর। কিন্তু মুখ্যমন্ত্রী খোঁজ নিয়ে জানতে পারেন, সেই কাজ বেশিদূর এগোয়নি। যার জেরে প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী সৌমেন মহাপাত্রকে নিয়ে ক্ষোভপ্রকাশ করেন বলে জানা গিয়েছে। মুখ্যমন্ত্রী সেচমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন, ১০ দিন আগে তাঁকে দিল্লিতে যেতে বলা হলেও, কেন তা তিনি করেননি, সেই প্রশ্ন করেন মুখ্যমন্ত্রী।

মুখ্যমন্ত্রীর নিশানায় সমবায়মন্ত্রী

এদিন মুখ্যমন্ত্রীর তোপের মুখে পড়েছিলেন সমবায়মন্ত্রী অরূপ রায়ও। সূত্রের খবর অনুযায়ী, রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলিতে অডিট করা নিয়ে মুখ্যমন্ত্রীর প্রশ্ন কে সমবায় ব্যাঙ্কগুলির অডিট করা হচ্ছে না? স্পেশাল অডিট করতে গেলে কি হাইকোর্টের অনুমতি প্রয়োজন, সেই প্রশ্ন করেন মুখ্যমন্ত্রী। এব্যাপারে মুখ্যমন্ত্রী কোনও উত্তর পাননি বলেই সূত্রের খবর। এর আগে শুভেন্দু অধিকারী চেয়ারম্যান থাকা কাঁথি সমবায় ব্যাঙ্কে স্পেশাল অডিটের নির্দেশ দিয়েছিল রাজ্য সরকার। যদিও তা হাইকোর্টের নির্দেশ আটকে যায়। আইন মেনেই ব্যাঙ্কগুলিতে অডিট হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

মুখ্যমন্ত্রীর নিশানায় আইনমন্ত্রী

আইনমন্ত্রী মলয় ঘটক মুখ্যমন্ত্রীর কাছের বলেই পরিচিত। তৃণমূল তৃতীয়বার ক্ষমতায় আসার পরে চার হেভিওয়েট নেতাকে সিবিআই গ্রেফতারের পরেই নিজাম প্যালেসে মুখ্যমন্ত্রীর সঙ্গে গিয়েছিলেন মলয় ঘটক। সাম্প্রতিক সময়ে তৃণমূলের 'মিশন ত্রিপুরা'য় একাধিকবার সেই রাজ্যে গিয়েছেন মলয় ঘটক। সেই মলয় ঘটককেও এদিন মুখ্যমন্ত্রী কথা শুনিয়ে দেন বলে জানা গিয়েছে। জানা গিয়েছে হাইকোর্টের জুডিশিয়াল মিউজিয়াম তৈরিতে গড়িমসির প্রমাণ পাওয়ায় মুখ্যমন্ত্রী মলয় ঘটককে নিশানা করেন।

নবান্নে প্রশাসনিক বৈঠকে হুঁশিয়ারি

মে মাসে রাজ্যে তৃতীয়বারের জন্য ক্ষমতায় এসেছে তৃণমূল কংগ্রেস। তারপর থেকে এদিনই প্রথমবার বসে প্রশাসনিক বৈঠক। সেই বৈঠকে মন্ত্রীরা ছাড়াও প্রশাসনিক আধিকারিকরাও উপস্থিত ছিলেন বলে জানা গিয়েছে। ওই বৈঠকে মুখ্যমন্ত্রী কাজে গাফিলতির পাশাপাশি দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি দেন বলে জানা গিয়েছে। বালিচুরি হোক কিংবা কয়লা চুরি দলের নেতা থেকে প্রশাসনিক আধিকারিক দুর্নীতিতে কাউকে ছাড়া হবে না বলে মুখ্যমন্ত্রী সাফ জানিয়েছেন বলে সূত্রের খবর।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

More MAMATA BANERJEE News  

Read more about:
English summary
CM Mamata Banerjee targets her three ministers arup roy, soumen mahapatra, moloy ghatak on different reasons
Story first published: Wednesday, August 18, 2021, 21:16 [IST]