রিয়াল নয়
রিয়াল মাদ্রিদে তাঁর যোগদানের জল্পনার মধ্যেই রিয়াল ম্যানেজার কার্লো আনসেলত্তি জানিয়ে দিয়েছিলেন, রোনাল্ডোকে ফিরিয়ে আনার কোনও পরিকল্পনা তাঁদের নেই। রোনাল্ডোর ইনস্টাগ্রাম পোস্ট সেই দাবিকেও মান্যতা দিয়েছে। রোনাল্ডো বলেছেন, রিয়াল মাদ্রিদে থাকাকালীন আমাকে নিয়ে অনেক কিছু লেখা হয়েছে, বক্তব্য রেকর্ড করা হয়েছে। কী কী ট্রফি বা খেতাব জিতেছি, আমাকে নিয়ে কী লেখা হয়েছে, কী হেডলাইন হয়েছে সব কিছুই রাখা রয়েছে বার্নাব্যু স্টেডিয়ামের মিউজিয়ামে। রিয়াল ফ্যানেদের স্মরণেও রয়েছে ওই ক্লাবের হয়ে আমার অবদানের কথা। রিয়ালে থাকাকালীন যে গভীর ভালোবাসা ও শ্রদ্ধা সকলের কাছ থেকে অর্জন করেছেন তা আজও তাঁর কাছে অটুট এবং তিনি উপভোগ করেন বলেও জানিয়েছেন পর্তুগালের অধিনায়ক।
ক্লাবগুলিকে অসম্মান
যদিও এরপরই সংবাদমাধ্যমে তাঁকে নিয়ে চলতে জল্পনাগুলিকে নস্যাৎ করে রোনাল্ডো বলেছেন, আমাকে যাঁরা চেনেন তাঁরা জানেন আমি আমার কাজে কতটা ফোকাসড। আমার কেরিয়ারের প্রথম থেকে যে আদর্শ মেনে চলছি তা হল, কথা কম কাজ বেশি। কিন্তু সম্প্রতি যা কিছু লেখা হচ্ছে বা বলা হচ্ছে সেখানে আমার অবস্থান স্পষ্ট করাটা জরুরি। আমার বিভিন্ন ক্লাবে যোগদান নিয়ে যা রটানো হচ্ছে তা ব্যক্তি বা ফুটবলার হিসেবে আমাকে কতটা অসম্মান করছে তার চেয়েও বড় যে ক্লাবগুলির নাম এতে জড়ানো হচ্ছে তাতে ওইসব ক্লাব, তাদের ফুটবলার বা সাপোর্ট স্টাফদের প্রতিও অসম্মান করা হচ্ছে। বিভিন্ন লিগে খেলা বিভিন্ন ক্লাবে আমার যোগদান নিয়ে এত কথা বলা বা লেখা হচ্ছে, অথচ কেউ সত্যটা খুঁজে বের করার চেষ্টাই করছেন না!
জুভেন্তাসেই থাকছেন
গোটা ঘটনায় রুষ্ট ও বিরক্ত রোনাল্ডো এরপরই বলেন, আমার নীরবতা ভাঙার একটাই কারণ আমার নামকে জড়িয়ে যে খেলা হচ্ছে তাকে বরদাস্ত করব না। আমি আমার কেরিয়ার, আমার কাজ নিয়ে যথেষ্টই ফোকাসড। আমি যে প্রতিশ্রুতি দিই তা রক্ষা করার জন্য যাবতীয় চ্যালেঞ্জ মোকাবিলার জন্যও আমি প্রস্তুত। এর বাইরে বাকি সবটাই গুজব। অর্থাৎ এর মাধ্যমে রোনাল্ডো স্পষ্ট করে দিয়েছেন তিনি জুভেন্তাসেই থাকছেন। চুক্তি শেষ না হওয়া অবধি অন্য ক্লাবে যোগদানের ভাবনাই নেই।
গোল করেছেন শতাধিক
৯ বছর রিয়াল মাদ্রিদে কাটিয়ে ২০১৮ সালে জুভেন্তাসে যোগ দেন রোনাল্ডো। ১৩৩টি ম্যাচে জুভেন্তাসের হয়ে ১০১টি গোল করেছেন। কিন্তু কন্টিনেন্টাল টুর্নামেন্টে সিআর সেভেন জুভেন্তাসের হয়ে সাফল্য পাননি। তিনটি চ্যাম্পিয়ন্স লিগ খেললেও একবারও কোয়ার্টার ফাইনালের বাধা টপকাতে পারেননি।