আমেরিকার ন্যাশনাল বাস্কেটবল অ্যাসোসিয়েশনের সামার লিগ চ্যাম্পিয়ন হওয়া দলের সদস্য হয়ে ইতিহাস রচনা করলেন প্রিন্সিপাল সিং। প্রথম ভারতীয় হিসেবে তিনি এই অনন্য নজির ঝুলিতে ভরলেন। সাকরামেন্টো কিংসের হয়ে এই খেতাব জিতেছেন ভারতীয় বংশোদ্ভুত কাগার। যাঁর গর্বে গর্বিত হয়েছে দেশের ক্রীড়া মহল।
চলতি বছর ভারত এবং ভারতের সঙ্গে সংযুক্ত ক্রীড়াবিদরা নিজ নিজ ক্ষেত্রে বৈপ্লবিক বদল আনতে সক্ষম হয়েছেন। আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ বাদ দিলে অস্ট্রেলিয়াকে তাদেরই মাটিতে লাল (গোলাপি) বলের সিরিজ হারিয়ে ইতিহাস রচনা করেছে ভারতীয় ক্রিকেট দল। পুরুষদের উইম্বলডন জুনিয়র সিঙ্গলস খেতাব জিতেছিলেন আমেরিকার ভারতীয় বংশোদ্ভুত সমীর বন্দ্যোপাধ্যায়। করোনা ভাইরাসের আগে টোকিও অনুষ্ঠিত হওয়া ৩২তম অলিম্পিয়াডে একটি সোনা সহ মোট সাতটি পদক জিতেছে ভারত। পদক সংখ্যার নিরিখে এই ফলাফল অলিম্পিকের ইতিহাসে ভারতের সেরা। একই বিশ্ব সর্ববৃহৎ ক্রীড়াযজ্ঞের অ্যাথলেটিক্স ইভেন্টে ভারতের হয়ে প্রথম সোনা জিতে মাইলফলক স্থাপন করেছেন ২৩ বছরের নীরজ চোপড়া।
Congratulations to @SacramentoKings & Princepal Singh for winning the 2021 MGM Resorts #NBASummer League 🏆 pic.twitter.com/BX93uC84Of
— NBAIndia (@NBAIndia) August 18, 2021
সেই সাফল্যের মুকুটে পাঞ্জাব তনয় প্রিন্সিপাল সিংয়ের নজির আরও একটি গুরুত্বপূর্ণ পালক যুক্ত করল বলা চলে। প্রথম ভারতীয় হিসেবে তিনি এনবিএ-র যে কোনও চ্যাম্পিয়নশিপ রোস্টারে জায়গা করে নিয়ে আগেই ইতিহাস রচনা করেছিলেন ৬ ফুট ৯ ইঞ্চির ভলিবল ফরোয়ার্ড। স্থান পেয়েছিলেন সতনাম সিংয়ের পাশে। এবার জনপ্রিয় সামার লিগ জয়ী দলের সদস্য হয়ে ভারতের তরুণ প্রজন্মকে নতুন দিশা দেখালেন প্রিন্সিপাল।
মঙ্গলবার আমেরিকার ন্যাশনাল বাস্কেটবল অ্যাসোসিয়েশনের সামার লিগের চ্যাম্পিয়নশিপ ম্যাচে বস্টন সেলটিকসের মুখোমুখি হয়েছিল সাকরামেন্টো কিংস। ম্যাচ ১০০-৬৭ পয়েন্টে জেতে প্রিন্সিপাল সিংয়ের দল। এই জয়ের মাধ্যমে একাধিকবার এনবিএ সামার লিগ চ্যাম্পিয়ন হওয়ার অনবদ্য নজির গড়েছে সাকরামেন্টো কিংস। ২০১৪ সালে শেষবার একই খেতাব ঘরে তুলেছিল কিংস। সেই শিবিরের সদস্য হতে পেরে নিজেকে গর্বিত মনে করছেন ভারতের প্রিন্সিপাল।
ভারতের ন্যাশনাল বাস্কেটবল অ্যাসোসিয়েশন বা এনবিএ অ্যাকডেমির প্রাক্তনী সামার লিগ টাইটেলের ফাইনালে ৪ মিনিটের কিছু বেশি সময়ে কোর্টে থাকেন। এই স্বল্প সময়ে দুই পয়েন্ট অর্জন করে দলের জন্য ফাইনাল ব্যাকেট তৈরি করতে সক্ষম হন প্রিন্সিপাল। উল্লেখ্য এক সপ্তাহ আগেই এনবিএ-র পেশাদার সার্কিটে অভিষেক হয়েছিল তাঁর। ২০ বছরের কাগার ওয়াশিংটন উইজার্ডের বিরুদ্ধে সাকরামেন্টো কিংসের হয়ে ১ মিনিট ২২ সেকেন্ড কোর্টে থেকে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন।