বোরখা না পরার ‘অপরাধে’ গুলি করে খুন
সূত্রের খবর, বোরখা না পরার ‘অপরাধে' সম্প্রতি গুলি করে খুন করা হল এক মহিলাকে। তখর প্রদেশে ঘটেছে এই ঘটনা। সম্প্রতি এই ঘটনার একটি মর্মান্তিক ভিডিও ভাইরালও হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তাতেই দেখা যাচ্ছে রক্তে ভেসে যাচ্ছে ওই তরুণীর মৃতদেহ। তার অপরাধ সে নাকি মাথায় কোনও কাপড় না দিয়েই বাইরে বেরিয়েছিল। এদিকে তালিবানদের এই বর্বর আচরণে তীব্র সমালোচনার ঝড় উঠেছে গোটা বিশ্বেই। ক্ষোভ উগড়ে দিচ্ছেন নেটিজেনেরা।
আসল চেহারায় ফিরছে তালিবানেরা
এদিকে মঙ্গলবার দেশের ক্ষমতা দখলের পর প্রথম সাংবাদিক সম্মেলনে কার্য উল্টো দাবিই করতে দেখা গিয়েছিল তালিবান নেতাদের। তালিবান মুখপাত্র জাবিউল্লা মুজাহিদ দাবি কপেন, ইসলামের অনুশাসন অনুযায়ী মহিলাদের অধিকার সুরক্ষিত রাখবে তালিবান। তবে সেটা যে কোন পথে হবে তা স্পষ্ট করেনি। অবশেষে ক্ষমতা দখলের দুদিন অতিক্রান্ত হতে না হতেই আসল চেহারায় ফিরতে শুরু করেছে এই উগ্রপন্থী ইসালমী সংগঠন।
তীব্র আকার ধারণ করছে তালিবান আগ্রাসন
এদিকে রাজধানী কাবুল সহ গোটা দেশেই ক্রমে তীব্র আকার ধারণ করছে তালিবান আগ্রাসন।বুধবার সকালেই জালালাবাদের রাস্তায় বিরোধীদের উপরে নৃশংস ভাবে গুলি চালায় তালিবানেরা। এমনকী বর্তমানে গোটা আফগানিস্তানের জাতীয় পতাকা সরিয়ে তালিবানি পতাকা লাগানো হয়েছে। যার বিরোধ করলেই প্রতিবাদীরে প্রকাশ্যেই গুলি করে মারা হচ্ছে বলে খবর। এদিকে আজ থেকে ২০ বছর আগের তালিবান শাসনের সেই দুর্বিষহ স্মৃতির কথা কেউই ভোলেলনি। তাই বর্তমানে মুখে তারা যাই বলুক তাতে বিশেষ বিশ্বাস রাখতে পারছে না আম-আদমি।
বাড়ছে উদ্বেগ
এদিকে কাবুল দখলের পর মঙ্গলবার প্রথমবার সরকারি ভাবে সাংবাদিক সম্মেলন ডাকা হয়েছিল তালিবানের তরফে। কিন্তু সেই সাংবাদিক সম্মেলনের আগেই স্পর্ধা দেখিয়ে তালিবানের বিরোধিতায় রাস্তায় বিক্ষোভ প্রদর্শন করতে দেখা যায় আফগান মহিলাদের। যা নিয়েও চাপানৌতর চলে গোটা বিশ্বজুড়ে। এমতাবস্থায় নতুন করে নারী স্বাধীনতায় কোপ পড়ায় উদ্বেগ ক্রমেই বেড়েই চলেছে।