কলকাতার প্রায় দ্বিগুণ সংক্রমণ দক্ষিণ ২৪ পরগনায়, ৩ জেলায় করোনার গ্রাফ ঊর্ধ্বমুখী

দক্ষিণ ২৪ পরগনার করোনা সংক্রমণও তাল মিলিয়ে বাড়ছে। মঙ্গলবার কলকাতার প্রায় দ্বিগুণ সংক্রমণ হল দক্ষিণ ২৪ পরগনায়। এদিন বাংলার ৩ জেলার করোনা গ্রাফ ঊর্ধ্বমুখী। তৃতীয় ঢেউ আছড়ে পড়ার আগে এটুকুই যা আতঙ্কের। দৈনিক করোনা সংক্রমণে উত্তর ২৪ পরগনা এদিনও শীর্ষে। তারপরেই রয়েছে দার্জিলিং। আর উল্লখযোগ্যভাবে বেড়েছে দক্ষিণ ২৪ পরগনার দৈনিক করোনা সংক্রমণ। বাংলার ৩ জেলায় ৫০-এর উপরে সংক্রমণ।

কলকাতা ও উত্তর ২৪ পরগনায় করোনা

মঙ্গলবার বাংলায় করোনা আক্রান্তের সংখ্যা ৫০০-র একটু উপরে রয়েছে। বাংলায় ৫৪৭ জন করোনা আক্রান্ত হয়েছেন এদিন। কলকাতায় এদিন করোনা সংক্রমিতের সংখ্যা ৩২ জন। উত্তর ২৪ পরগনায় ৭৭ জন করোনা আক্রান্ত হয়েছেন। আর দক্ষিণ ২৪ পরগনায় করোনা সংক্রমিত ৬৩ জন। দক্ষিণ ২৪ পরগনার উপরে রয়েছে দার্জিলিং। সেখানে ৬৪ জন সংক্রমিত হয়েছেন একদিনে।

একনজরে কলকাতার করোনা পরিসংখ্যান

এদিন পর্যন্ত কলকাতায় মোট করোনা আক্রান্ত ৩১১৬০১। এদিন কলকাতায় ৩২ জন করোনা আক্রান্ত হয়েছেন। এখন পর্যন্ত কলকাতায় মৃত্যু হয়েছে ৪৯৯০ জনের। এদিন মৃত্যু হয়েছে একজনের। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ৩০৫৭৫১ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ৮৬০ জন। এদিন কলকাতায় করোনা সংক্রমণ মুক্ত হয়েছেন ৫০ জন।

উত্তর ২৪ পরগনায় করোনা পরিসংখ্যান

উত্তর ২৪ পরগনা জেলায় এখন পর্যন্ত করোনা আক্রান্ত ৩২০৬৬৩ জন। এদিন আক্রান্ত হয়েছেন ৭৭ জন। মৃত্যু হয়েছে মোট ৪৬০২ জনের। এদিন মৃত্যুশূন্য। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ৩১৪৮৮২ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ১১৭৯ জন। এদিন করোনা সংক্রমণ মুক্ত হয়েছেন ৭০ জন।

দক্ষিণ ২৪ পরগনা ও হাওড়া-হুগলি

দক্ষিণ ২৪ পরগনা আক্রান্তের নিরিখে এখন তিন নম্বরে। দক্ষিণ ২৪ পরগনায় ৬৩ জন বেড়ে মোট আক্রান্তের সংখ্যা হয়েছে ৯৬৯৩৭ জন। হাওড়ায় আক্রান্ত ৯৫০৫০ জন। এদিন আক্রান্ত হয়েছেন ১৬ জন। হুগলিতে ২৫ জন বেড়ে আক্রান্ত ৮২৩৭২ জন।

কোন জেলায় দৈনিক কত সংক্রমণ

আলিপুরদুয়ারে ৬ জন, কোচবিহারে ৩১ জন, দার্জিলিংয়ে ৬৪ জন, কালিম্পংয়ে ৫ জন, জলপাইগুড়িতে ২২ জন, উত্তর দিনাজপুরে ৮ জন, দক্ষিণ দিনাজপুরে ৩ জন, মালদহে ১০ জন, মুর্শিদাবাদে ১ জন, নদিয়ায় ২১ জন, বীরভূমে ৪ জন, পুরুলিয়ায় ২ জন, বাঁকুড়ায় ২১ জন, ঝাড়গ্রামে ১৭ জন, পশ্চিম মেদিনীপুরে ৩৮ জন, পূর্ব মেদিনীপুরে ৩৭ জন, পূর্ব বর্ধমানে ১৯ জন, পশ্চিম বর্ধমানে ২৩ জন আক্রান্ত হয়েছেন এদিন।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

More CORONAVIRUS News  

Read more about:
English summary
South 24 pargana’s Coronavirus daily infection crossed to Kolkata
Story first published: Tuesday, August 17, 2021, 20:00 [IST]