অক্টোবরে একই দিনে মাঠে নামছেন বিরাট-মেসি-রোনাল্ডো, কবে এবং কোথায় জেনে নিন

একই দিনে মাঠে নামতে চলেছেন বিরাট কোহলি, লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। চমকে গেলেন নাকি! নানা তা বলে বিরাটের ক্রিকেট ছেড়ে ফুটবল কিংবা মেসি-রোনাল্ডোর পায়ের কারিকুরি ফেলে ব্যাট-বল হাতে তুলে নেওয়ার কোনও পরিকল্পনা নেই। তেমনটা অদূর ভবিষ্যতে হওয়ার কোনও সম্ভাবনা আছে বলেও মনে করেন না ক্রীড়াপ্রেমীরা। কিন্তু তাঁরা যে একই দিনে মাঠে নামছেন, তা নিশ্চিত। টি২০ বিশ্বকাপে বাইশ কাঁপাবেন বিরাট কোহলি। অন্যদিকে লিগ ওয়ান ও সিরি এ দাঁপাবেন যথাক্রমে লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।

টি২০ বিশ্বকাপে মাঠে নামবেন বিরাট

আসন্ন টি২০ বিশ্বকাপের সুপার ১২-র গ্রুপ দুইতে খেলবে ভারতীয় ক্রিকেট দল। ২৪ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে বিরাট কোহলিদের অভিযান। চিরশত্রু পাকিস্তানের বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলবে টিম ইন্ডিয়া। ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে আশা করছেন ক্রিকেট প্রেমীরা। শুধু বিরাট, সেদিন রোহিত শর্মা, কেএল রাহুল, জসপ্রীত বুমরাহ, ঋষভ পন্থরাও নিজেদের প্রতিভা বিকাশের সুযোগ পাবেন, সে কথা উল্লেখ করতেই হয়। অন্যদিকে বাবর আজম, শাহিন আফ্রিদির মতো সুদক্ষ ক্রিকেটারে সম্বৃদ্ধ পাকিস্তান ক্রিকেট দলও যে সেদিন ভারতকে ছেড়ে কথা বলবে না, তা নিশ্চিত। ২০১৯ সালের ৫০ ওভারের বিশ্বকাপে শেষবার মুখোমুখি হয়েছিল দুই দল। ম্যাচ জিতেছিল ভারত।

একই দিনে মাঠে নামবেন মেসি ও রোনাল্ডো

২৪ অক্টোবর অর্থাৎ রবিবার পাকিস্তানের বিরুদ্ধে টি২০ বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হবে ভারত। একই দিনে ফ্রান্সের লিগ ওয়ান ফুটবল টুর্নামেন্টে মাঠ কাঁপাতে নামবেন লিওনেল মেসি। সেদিন মার্সেইলের বিরুদ্ধে মোকাবিলায় নামবে প্যারিস সেইন্ট-জার্মেইন। একই দিনে ইন্টার মিলানের বিরুদ্ধে জুভেন্তাস। অর্থাৎ বড় অঘটন না ঘটলে সেদিন মাঠে নামতে দেখা যাবে পর্তুগিজ তারকাকেও। ফলে এক সুপার সান ডের মজা নেওয়ার জন্য এখন থেকেই ক্রীড়াপ্রেমীদের অপেক্ষা শুরু বলা চলে। আবার সেদিনই লা লিগার এল ক্লাসিকোয় মুখোমুখি হবে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। প্রিমিয়ার লিগে চেলসির মুখোমুখি হবে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড।

অনুশীলনে মেসি-নেইমার-এমবাপে

বার্সেলোনার সঙ্গে ২১ বছরের সম্পর্ক ছেদ করে প্যারিস গিয়ে পৌঁছেছেন লিওনেল মেসি। ম্যাচ খেলতে দেরি থাকলেও নতুন দলের সতীর্থদের সঙ্গে অনুশীলনে নেমে পড়েছেন আর্জেন্তাইন তারকা। গ্যালারিতে বসে লিগ ওয়ানের প্রথম ম্যাচে পিএসজি-র দুর্দান্ত জয়ও উপভোগ করেছন মেসি। সেই তাঁকেই স্বদেশী অ্যাঞ্জেল দি মারিয়া, বার্সেলোনার প্রাক্তন সতীর্থ তথা ব্রাজিলিয় তারকা নেইমার ও ফ্রান্স তারকা কিলিয়ান এমবাপের সঙ্গে পিএসজি-তে একসঙ্গে অনুশীলন করতে দেখা গিয়েছে। তারই মাঝে একে অপরের ঘাড়ে হাত রেখে ওই তারকাদের ছবিও তুলতে দেখা গিয়েছে।

বিরাট-মেসি-রোনাল্ডোর লক্ষ্য

২০১৩ সালে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির খেতাব জিতেছিল ভারতীয় ক্রিকেট দল। তারপর থেকে শেষ আট বছর আর কোনও আইসিসি টুর্নামেন্ট জিততে পারেনি টিম ইন্ডিয়া। ২০১৬ সালের টি২০ বিশ্বকাপের সেমিফাইনালে হেরে গিয়েছিল ভারত। ২০১৯ সালের ৫০ ওভারের বিশ্বকাপের শেষ চারের লড়াই থেকে ছিটকে যেতে হয়েছিল বিরাট কোহলিদের। চলতি বছর অনুষ্ঠিত হওয়া আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালও হেরে যায় ভারতীয় ক্রিকেট দল। তাই এবারের টি২০ বিশ্বকাপকে পাখির চোখ করেছেন বিরাট কোহলি। অন্যদিকে বার্সেলোনা ছেড়ে পিএসজি-কে পৌঁছনো লিওনেল মেসি নতুন ক্লাবের জন্য চ্যাম্পিয়ন্স লিগ জিততে চান বলে জানিয়ে দিয়েছেন। ওদিকে ইতালির সিরি এ লিগ জেতার জন্য মুখিয়ে রয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।

More T20 WORLD CUP News  

Read more about:
English summary
Virat Kohli, Lionel Messi, Cristiano Ronaldo will be in action in a same day