আজহার, লক্ষ্মণদের মাটি থেকে বিষাক্ত ফাস্ট বোলার হয়ে ওঠা সিরাজের কাহিনি

অস্ট্রেলিয়া সফরের পর ইংল্যান্ড সফরে নিজেকে প্রমাণ করার উর্ধ্বে উঠে পারফরম্যান্সে বিশ্বে সাড়া ফেলে দেওয়া মহম্মদ সিরাজকে নিয়ে এখন যত আলোচনা। ব্রিটিশদের বিরুদ্ধে লর্ডস টেস্টের পঞ্চম দিনের শেষ বেলায় ওই তরুণ ক্রিকেটার যে ফাস্ট বোলিংটা করলেন, তাতে মুগ্ধ না হয়ে কোনও উপায় নেই। সিরাজের কাজে গর্বিত হয়েছেন তাঁরই রাজ্যের প্রাক্তন কিংবদন্তি ভিভিএস লক্ষ্মণ। যিনি টুইট করে দেশের তরুণ ফাস্ট বোলারকে শুভেচ্ছা জানিয়েছেন। দেখে নেওয়া যাক সিরাজের অসাধারণ যাত্রা।

সিরাজের উত্থান

হায়দরাবাদের দরিদ্র পরিবার থেকে উঠে আসা মহম্মদ সিরাজের বাবা ছিলেন অটো চালক। দিন শেষে যা উপার্জন করতেন, তা দিয়ে সংসার চালাতেই নাজেহাল হতে হতো মহম্মদ গাউসকে। তবু প্রতিভাবান ছেলেকে নিয়ে স্বপ্ন দেখতে তিনি কোনও কার্পণ্য করেননি। স্বপ্ন পূরণের জন্য যা যা করণীয়, তা করার মরিয়া চেষ্টাও চালিয়েছেন সিরাজের বাবা ও মা। ছেলেকে ভারতীয় টেস্ট দলে দেখতে চেয়েছিলেন গাউস। সেই স্বপ্ন পূরণ হলেও তা দেখার জন্য এ পৃথিবীতে আর তাঁর খোঁজ পাওয়া গেল না। চলতি বছরের শুরুতে শেষ হওয়া অস্ট্রেলিয়া সফরের ভারতীয় টেস্ট দলে জায়গা পেয়েছিলেন সিরাজ। সুযোগের সদ্ব্যবহার করে ওই সিরিজে ১৩টি উইকেট নিয়েছিলেন হায়দরাবাদি। দেশে ফিরে সুবিশাল গাড়িই কিনে ফেলেন ভারতীয় ফাস্ট বোলার। যা বাখ্যা করে দেখায হায়দরাবাদের ছোট গলি থেকে রাজপথে পৌঁছনোর কাহিনি। যে মাটি দেখেছে ভিভিএস লক্ষ্মণ, মহম্মদ আজহারউদ্দিনের মতো কিংবদন্তিদের উত্থান, সেই শহরও আজও সিরাজের গর্বে গর্বিত।

ইংল্যান্ডে ভিত শক্ত

অস্ট্রেলিয়া সফরে দুর্দান্ত পারফরম্যান্স করেও ভারতীয় টেস্ট দলে জায়গা পাকা করতে পারছিলেন না মহম্মদ সিরাজ। ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ এবং নিউজিল্যান্ডের বিরুদ্ধে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে নিজেকে প্রমাণ করার সুযোগ পাননি হায়দরাবাদের তরুণ ফাস্ট বোলার। তবে ইংল্যান্ডে সফরের প্রথম ম্যাচেই টিম ইন্ডিয়ার প্রথম একাদশে সুযোগ পান সিরাজ। দুই ইনিংস মিলিয়ে তিনি তিন উইকেট নিয়েছিলেন। তরুণ ক্রিকেটারকে লর্ডসে আরও একটা সুযোগ দেন তাঁর জাতীয় দল ও আইপিএল দলের নেতা বিরাট কোহলি। যা হাতছাড়া করতে চাননি সিরাজ। মোট আট উইকেট নিয়ে ম্যাচে ভারতের জয় নিশ্চিত করেন ২৭ বছরের ফাস্ট বোলার। যিনি হায়দরাবাদের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে ১৮১টি উইকেট নিয়েছেন। আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদ ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে ৪৫টি উইকেট নেওয়া সিরাজকে চিনতে ভুল করেননি নির্বাচক। তবে বর্তমান চিত্র সম্পূর্ণ আলাদা। লর্ডসে ইংল্যান্ডের বিরুদ্ধে দুর্দান্ত পারফরম্যান্সের পর চলতি সিরিজে অন্তত সিরাজের জায়গা টিম ইন্ডিয়ার প্রথম একাদশে পাকা বলে ধরে নেওয়া যায়। সিরিজ জুড়ে ফর্মের ধারা অব্যাহত রাখতে পারলে আগামী দিনেও যে তিনি দেশের জাতীয় ক্রিকেট দলের নিয়মিত সদস্য হতে চলেছেন, তা মেনে নিচ্ছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।

সিরাজের আন্তর্জাতিক কেরিয়ার

২০১৭ সালে ভারতীয় দলে প্রথম সুযোগ পেয়েছিলেন মহম্মদ সিরাজ। যদিও টি২০ এবং ওয়ান ডে ফর্ম্যাটে নিজেকে সেভাবে মেলে ধরতে ব্যর্থ হয়েছিলেন ২৭ বছরের ফাস্ট বোলার। দেশের হয়ে সাতটি টেস্ট ম্যাচ খেলে ২৭ উইকেট নিয়েছেন মহম্মদ সিরাজ। ভারতীয় দলের জার্সিতে একটি ওয়ান ডে ও তিনটি টি২০ ম্যাচ খেলে মোট তিনটি উইকেট নিয়েছেন হায়দরাবাদের তরুণ ফাস্ট বোলার।

ভিভিএস লক্ষ্মণের টুইট

লর্ডস টেস্টের চতুর্থ ইনিংসের শেষবেলায় ভারতীয় পেসার দক্ষতার সঙ্গে বোলিং করেছেন, তার প্রশংসায় পঞ্চমুখ হয়েছে বিশ্ব। দেশকে জেতাতে পেরে গর্বিত হয়েছেন সিরাজ নিজেও। ভারতীয় ফাস্ট বোলারের কীর্তিতে গর্বিত হয়েছেন তাঁর রাজ্যের কিংবদন্তি ভিভিএস লক্ষ্মণ। যিনি লর্ডস টেস্ট শেষ হওয়ার পর সোশ্যাল মিডিয়ায় এক দুর্দান্ত ছবি পোস্ট করেছেন। যেখানে নাবালক সিরাজের সঙ্গে ভিভিএসের সাক্ষাতের দৃশ্য ফ্রেমবন্দি হয়ে রয়েছে। এত বছর পর সেই নাবালক ক্রিকেটারের উত্থানে যে তিনি গর্বিত, তা জানাতে ভোলেননি ভেরি ভেরি স্পেশাল। তাঁর কথায়, পরিশ্রম ও মনের জোরে এই জায়গায় এসে পৌঁছেছেন সিরাজ।

ছবি সৌ:ভিভিএস লক্ষ্মণের টুইট

More INDIA VS ENGLAND 2021 News  

Read more about:
English summary
Mohammed Siraj is the new fast bowling sensation of Indian cricket team