পাকিস্তানের মাটিতে ভেঙে দেওয়া হল শিখ মহারাজার মূর্তি! অভিযুক্তকে অশিক্ষিত বলল পাকিস্তান

একদিকে আফগানিস্তান ইস্যুতে উত্তাল বিশ্ব। আর এরই মধ্যে পাকিস্তানের মাটিতে ফের আক্রান্ত সংখ্যালঘুরা। লাহোরে মহারাজা রনজিত সিংয়ের মূর্তি ভেঙে দেওয়া হল। আর এই ঘটনার ভিডিও সামনে এসেছে। আর তা আসার পরেই ক্ষুব্ধ ভারত। শুধু তাই নয়, ইতিমধ্যে এই ঘটনার কড়া প্রতিক্রিয়া ভারতের তরফে দেওয়া হয়েছে।

ভারতের তরফে দাবি, পাকিস্তানের মাটিতে ক্রমশ সংখ্যালঘুদের উপর হামলার ঘটনার ভয়ঙ্কর ভাবে বেড়ে চলেছে। বারবার সংখ্যালঘুদের উপর আঘাত চিন্তার কারণ হয়ে উঠছে বলেও ভারতের তরফে এই ঘটনার কড়া প্রতিক্রিয়া দেওয়া হয়েছে।

মঙ্গলবার লাহোরে এক কট্টরপন্থী সংগঠনের সঙ্গে জড়িত এক ব্যক্তি মহারাজা রনজিত সিংয়ের মূর্তির উপর হামলা চালায়। শুধু তাই নয়, মূর্তিটি ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে। তাহেরিকি লাব্বিক পাকিস্তানের একটি কট্ট্ররপন্থী সংগঠনের সঙ্গে জড়িত ওই ব্যক্তিকে ইতিমধ্যে চিহ্নিত করা হয়েছে।

শুধু তাই নয়, এই ঘটনার জন্যে গ্রেফতারও করা হয়েছে। তবে এই ঘটনার সঙ্গে আরও বেশ কয়েকজন জড়িত বলে মনে করা হচ্ছে। তাঁদের খোঁজ চালানো হচ্ছে বলেও পাক পুলিশের তরফে জানানো হয়েছে।

উল্লেখ্য লাহোরে মহারাজা রনজিত সিংয়ের এই মূর্তি ২০১৯ সালে বসানো হয়েছিল। এরপর থেকে একের পর এক হামলা হয়েছে। সে দেশের সংখ্যালঘুরা জানিয়েছেন, এই নিয়ে তিনবার হামলা হয়েছে ওই মূর্তির উপর। বিদেশমন্ত্রকের তরফে এই ঘটনার তীব্র নিন্দা জানানো হয়েছে। মন্ত্রকের তরফে জানানো হয়েছে যে, এই ঘটনা উদ্বেগ বাড়াচ্ছে। শুধু তাই নয়, এই ঘটনা প্রমাণ করে যে সে দেশে সংখ্যালঘুদের অবস্থা কেমন।

শুধু তাই নয়, পাকিস্তানের মাটিতে অসহিষনুতা বাড়ছে বলেও দাবি করা হয়েছে ভারতীয় বিদেশমন্ত্রকের তরফে। পাকিস্তানের মাটিতে সংখ্যালঘু সম্প্রদায়ের কোনও সম্মান নেই। গত কয়েকদিন আগে একটি মন্দিরে হামলার প্রসঙ্গ টেনে বিদেশমন্ত্রকের তরফে অরিন্দম বাগচী বলেন, সংখ্যালঘুদের পুজোস্থলে আঘাত আসছে, ইতিহাস ভেঙে দেওয়া হচ্ছে, শুধু তাই নয়, কালচারাল হেরিটেজ ভেঙে দেওয়া হচ্ছে বলেও অভিযোগ তাঁর। এই ঘটনা পাকিস্তানের মাটিতে ক্রমশ বাড়ছে বলেও মারাত্মক অভিযোগ করা হয়েছে ভারতের তরফে।

এই বিষয়ে এবং সে দেশে বসবাসকারী সংখ্যালঘু মানুষের নিরাপত্তা বাড়ানোর আবেদন পাকিস্তান পাকিস্তান সরকারের কাছে জানিয়েছে ভারত। জানা যায়, মহারাজা রনজিত সিংয়ের এই মূর্তি ১৪০ তম পুন্যতিথিতে এই মূর্তি লাহোরে বসানো হয়েছিল। শিখ সাম্রাজ্যের প্রথম মহারাজা ছিলেন এই রনজিত সিং। যিনি অবিভক্ত পঞ্জাবে ৪০ বছর পর্যন্ত রাজ করেছিলেন। যে মূর্তি লাহোরে বিসানো হয়েছিল রাজার সেটিতে দেখা যাচ্ছে তলোয়ার হাতে ঘোড়াতে বসে রয়েছেন তিনি।

তবে এই ঘটনাতে পাক সরকারের তরফেও নিন্দা জানানো হয়েছে। পাকিস্তান সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রী ফবাদ চৌধুরী নিন্দা জানানোর পাশাপাশি বিশ্বের কাছে এই ঘটনা পাকিস্তানকে ছোট করে দিচ্ছে বলে দাবি তাঁর। তবে যে যুবক এই ঘটনা ঘটিয়েছে সে অশক্ষিত বলে দাবি করেছেন পাক মন্ত্রী।

More PAKISTAN News  

Read more about:
English summary
Statue of Maharaja Ranjit Singh vandalised by Tehreek-e-Labbaik