করবা চৌথে ভারত-পাক যুদ্ধ, টি২০ বিশ্বকাপে নারীশক্তির প্রার্থনা পাবেন বিরাট কোহলিরা

আগামী ১৭ অক্টোবর থেকে শুরু হচ্ছে টি২০ বিশ্বকাপ। ২৪ অক্টোবর টুর্নামেন্টের গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামবে ভারতীয় ক্রিকেট দল। প্রথম দিনই চিরশত্রু পাকিস্তানের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতায় নামবেন বিরাট কোহলিরা। কাকতালীয়ভাবে সেদিন আবার দেশজুড়ে পালিত হবে করবা চৌথ। নারীশক্তির প্রার্থনা কেবল ওই হাই-ভোল্টেজ ম্যাচ নয়, গোটা টুর্নামেন্টে টিম ইন্ডিয়াকে ভাল খেলতে উৎসাহ জোগাবে বলে মনে করেন ক্রীড়াপ্রেমীরা।

করবা চৌথে ভারত বনাম পাকিস্তান

আসন্ন টি২০ বিশ্বকাপের সুপার ১২-র গ্রুপ দুইয়ে মোকাবিলায় নামবে ভারতীয় ক্রিকেট দল। ২৪ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে বিরাট কোহলিদের অভিযান। চিরশত্রু পাকিস্তানের বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলতে নামবে টিম ইন্ডিয়া। করবা চৌথের দিন অনুষ্ঠিত হতে চলা এই ম্যাচে নারীশক্তির প্রার্থনা পাবেন বিরাট কোহলিরা। এই হাই-ভোল্টেজ মোকাবিলা তো বটেই, গোটা টুর্নামেন্টে ভারতীয় ক্রিকেটাররা ভাল খেলার অনুপ্রেরণা পাবেন বলে মনে করেন ক্রিকেটপ্রেমীরা। ফলাফলে কি হয়, সে তো সময় বলবে।

ভারতের অন্যান্য ম্যাচ

৩১ অক্টোবর টি২০ বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় গ্রুপের ম্যাচ খেলতে নামবে ভারত। ওইদিন নিউজিল্যান্ডের মুখোমুখি হবেন বিরাট কোহলিরা। ৩ ও ৫ নভেম্বর গ্রুপ পর্বের যথাক্রমে তৃতীয় ও চতুর্থ ম্যাচ খেলবে মেন ইন ব্লু। তৃতীয় ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হবে ভারত। টুর্নামেন্টের রাউন্ড ওয়ানের বি গ্রুপের এক নম্বর দলের বিরুদ্ধে গ্রুপ পর্বের চতুর্থ ম্যাচ খেলবেন বিরাট কোহলিরা। ৮ নভেম্বর গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে ভারতীয় ক্রিকেট দল। রাউন্ড ওয়ানের এ গ্রুপের দ্বিতীয় স্থানাধিকারী দলের সঙ্গে এই ম্যাচ খেলবে টিম ইন্ডিয়া। সেটিই এই গ্রুপের শেষ ম্যাচও বটে। বিরাট কোহলিদের গ্রুপ পর্বের সবকটি ম্যাচ দুবাইয়ে অনুষ্ঠিত হবে।

ট্রফি জিততে মরিয়া ভারত

২০১৩ সালে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির খেতাব জিতেছিল ভারতীয় ক্রিকেট দল। তারপর থেকে শেষ আট বছর আর কোনও আইসিসি টুর্নামেন্ট জিততে পারেনি টিম ইন্ডিয়া। ২০১৬ সালের টি২০ বিশ্বকাপের সেমিফাইনালে হেরে গিয়েছিল ভারত। ২০১৯ সালের ৫০ ওভারের বিশ্বকাপের শেষ চারের লড়াই থেকে ছিটকে যেতে হয়েছিল বিরাট কোহলিদের। চলতি বছর অনুষ্ঠিত হওয়া আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালও হেরে যায় ভারতীয় ক্রিকেট দল। তাই এবারের টি২০ বিশ্বকাপকে পাখির চোখ করেছেন বিরাট কোহলিরা। বড় টুর্নামেন্ট জয়ের ক্ষেত্রে যে গাঁটের কথা বলা হচ্ছে, তা অতিক্রম করতে চায় টিম ইন্ডিয়া।

বিশ্বকাপের আগে আইপিএল

টি২০ বিশ্বকাপ শুরুর এক মাস আগে সংযুক্ত আরব আমিরশাহীতেই আইপিএল অনুষ্ঠিত হতে চলেছে। যেখানে ভারতীয় ক্রিকেট দলের সব সদস্যই অংশ নেবেন। ফলে আইপিএলের পর পরিচিত পরিবেশে ২০ ওভারের বিশ্বকাপ খেলতে নামার ক্ষেত্রে বিরাটদের খুব একটা অসুবিধা হবে না বলে মনে করা হচ্ছে। অন্যদিকে আইপিএলে অংশ নিতে চলা অন্যান্য দেশের ক্রিকেটাররাও টি২০ বিশ্বকাপে বাড়তি সুবিধা পাবেন বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

More T20 WORLD CUP News  

Read more about:
English summary
India will face Pakistan in T20 World Cup on Karva Chauth, women will bless Team India