সোনার দাম
১৭ অগাস্ট সকাল ৯ টা ১৫ মিনিটে ১০ গ্রামে সোনার দাম দাঁড়িয়েছে ৪৭,২৩০ টাকা। এদিন সোনার দাম কার্যত ফ্ল্যাট ছিল। সেই জায়গা থেকে প্রশ্ন উঠছে যে তাহলে কি এবার ৫০ হাজারের দিকে যেতে থাকবে সোনা? গত সপ্তাহে কার্যত নড়বড়ে ছিল সোনার দাম। সেই জায়গা থেকে এদিন সোনার দাম রীতিমতো লম্বা লাফ দিয়েছে। এদিকে, আন্তর্জতিক বাজারে সোনার দাম কার্যত সাদামাটা দিকে চলে যায়। এদিকে ভারতের ঘরোয়া বাজারে সোনার দাম বাড়তে থাকায় রীতিমতো আশাবাদী বহু বিনিয়োগকারী। একদিকে ডলারের দামের পোক্ত অবস্থান অন্যদিকে, কোভিডে মাথাচাড়া দিচ্ছে ডেল্টা ভ্যারিয়েন্ট। এই দুইয়ের মিলনে সোনার বাজারে সেভাবে গত কয়েকদিনে সেভাবে মাথা তুলে দাঁড়াতে পারেনি সোনার দাম।
রুপোর দাম
অগাস্টের ১৭ তারিখ, রুপোর দাম ০.২৬ শতাংশ দাম বাড়েছ। ফলে ১ কেজিতে রুপোর দাম হয়েছে ৬২,৬২০ টাকা। এদিকে, স্পট গোল্ডের বাজারে সেভাবে চমক দেখা যায়নি। এক আউন্সে স্পট গোল্ডের দাম আজ ১,৭৮৭.৯০ টাকা হয়েছে। এদিকে, মার্কিন গোল্ড ফিউচার ০.১ শতাংশ কমেছে মার্কিন মুলুকে। রুপের দাম প্রতি আউন্সে ০.৩ শতাংশ বেড়েছে। ফলে রুপোর দাম প্রতি আউন্সে দাম, ২৩.৮৯ মার্কিন ডলার হয়েছে।
সোনার দাম কলকাতায়
পাকা সোনা ২৪ ক্যারেট ১০ গ্রামে আজ ১৭ অগাস্ট কলকাতায় দাঁড়িয়েছে ৪৭,৭৫০ টাকা। কলকাতায় সোনার দাম, গহনার সোনা ১০ গ্রাম ২২ ক্যারেটে হয়েছে, ১০ গ্রামে ৪৫৩০০ টাকা, ১ গ্রামে ২২ ক্যারেটে ৪৫৩০ টাকা হয়েছে। কলকাতায় হলমার্কের দাম ২২ ক্যারেটে ১ গ্রাম ৪৬০০ টাকা, ১০ গ্রামে ৪৬০০০ টাকা।
অন্যান্য সোনার দাম
চেন্নাইতে সোনার দাম ২২ ক্যারটে ৪৪,৫৮০ টাকা, ২৪ ক্যারেটে ৪৮,৬৩০ টাকা। মুম্বইতে সোনার দাম ২২ ক্যারেটে ৪৬,৪৩০ টাকা, ২৪ ক্যারেটে ৪৭,৪৩০ টাকা। কলকাতায় সোনার দাম ২২ ক্যারেটে ৪৬,৩৫০ টাকা, ২৪ ক্যারেটে দাম ৪৯৪০০ টাকা গুডরিটার্নের তথ্য অনুযায়ী। দিল্লিতে সোনার দাম ২২ ক্যারেটে ৪৬,৪৩০ টাকা, ২৪ ক্যারেটে সোনার দাম ৫০,৫৬০ টাকা।
আগামী এক মাসে সোনা কেনার শুভ তিথি একজরে
দেখে নিন কোন তিথিতে সোনা কেনা শুভ-
২২ অগাস্ট ৬: ৪৩ মিনিট-১২:৫৭ মিনিট, ৩:১৬ মিনিট -৭:০২ মিনিট।
২৯ অগাস্ট দুপুর ১২:৩০ মিনিট- সন্ধ্যে ৬:৩৫ মিনিট।
৩১ অগাস্ট দুপুর ১২:২২ মিনিট থেকে সন্ধ্যে ৬:২৭ মিনিট।
এছাড়াও সেপ্টেম্বর মাসে সোনা কেনার শুভদিন হল-
২ সেপ্টেম্বর বিকেল ৪:৩৭ মিনিট- ৬:১৯ মিনিট।
৩ সেপ্টেম্বর সকাল ৭:৩৪ মিনিট-২:২৯ মিনিট, ৪:৩৩ মিনিট-৬:১৫ মিনিট।
৯ সেপ্টেম্বর সকাল ০৭: ০৯:২৭ মিনিট, বেলা ১১: ৪৭ মিনিট-৫:৫২ মিনিট, ১০ সেপ্টেম্বর সকাল ৭:০৭ মিনিট-১১:৪৩ মিনিট।
১২ সেপ্টেম্বর ভোর ৬:৫৯ মিনিট-১১:৩৫ মিনিট। ১৭ সেপ্টেম্বর বেলা ১১:১৫ মিনিট-৫:২০ মিনিট।
১৯ সেপ্টেম্বর ৬:৩৯ মিনিট থেকে ১১:০৭ মিনিট,১:২৬ মিনিট থেকে ৬:১১ মিনিট।