তালিবান আগ্রাসনের মাঝেই কাবুল বিমানবন্দরে ঝরল রক্ত! মৃত্যু ৫ জনের

কার্যত রক্তস্নাত আফগানিস্তানকে ফের চাক্ষুষ দেখতে শুরু করেছেন সেদেশের মানুষ। তালিবান আগ্রাসনে কার্যত গোটা দেশ আফগান প্রশানরে হাতছাড়া। গতকালই তারা পা রাখে কাবুলে। রাজধানী কাবুল এই নিয়ে রীতিমতো বিধ্বস্ত। সেই জায়গা থেকে দেশের রাজনৈতিক তোলপাড়ের মাঝেই এদিন আফগানিস্তানের রাজধানী কাবুলে গুলি চালনার ঘটনায় মৃত্যু হয়েছে ৫ জনের।

এদিন কাবুল বিমানবন্দরে রীতিমতো চাঞ্চল্য তৈরি করে এক গুলি বিনিময়ের ঘটনা। জানা গিয়েছে, বিমানবন্দরের টারম্যাকে প্রবল গুলি চালনার শব্দ শোনা গিয়েছে। সেই সময় আওয়াজ শুনে হুড়োহুড়ি পড়ে যায় বিমানবন্দরে। সেখান থেকে পালাতে গিয়ে অনেকেই পড়ে যান। ফলে হুড়োহুড়িতে অনেকে চাপাও পড়ে যান। সূত্র মারফৎ খবর, গুলি চালনার পর যে ৫ জনের মৃত্যু হয়েছে , তাঁরা গুলিবিদ্ধ হয়েই মারা গিয়েছেন , নাকি তাঁদের মৃত্যু পদপিষ্ট হয়ে হয়েছে, তা নিয়ে ধন্ধ রয়েছে। অন্য সূত্রের দাবি, গুলি চালনার জেরেই ওই ব্যক্তিদের মৃত্যু হয়েছে। এক নির্মম চিত্রে দেখা গিয়েছে, শতশত মানুষ আফগানিস্তানে বিমানবন্দরে জমায়েত করেছেন। সেখানে একটি ভিডিওতে দেখা যাচ্ছে, বিমানের ওঠা হুড়োহুড়িতে ভিড় ঠেলে সেখানে কোনও মতে বিমানের শেষ সিঁড়ি ধরে সেখানে উঠতে চাইছেন মানুষ। এমন করুণ অবস্থান নেপথ্যে রয়েছে তালিবানের অসহনীয় দাপট। নারকীয় অত্যাচারে তারা গোটা দেশে এর আগেও দমন পীড়ন শুরু করে।

More KABUL News  

Read more about:
English summary
Kabul Airport Killing, Five got killed in gunfire amid Chaose of Taliban taking over Kabul .