Daily News Update: রাজ্যের ৪ জেলায় বৃষ্টির পূর্বাভাস, আজ তৃণমূল কংগ্রেসের খেলা হবে দিবস

কলকাতা, পশ্চিমবঙ্গ হোক কিংবা দেশ-দুনিয়া, খেলার জগত, সবসময় সব ক্ষেত্রেই ঘটে যাচ্ছে নতুন সব ঘটনা। রাজ্য রাজনীতি থেকে জাতীয় রাজনীতিতে বদলে যাচ্ছে সমীকরণ। হচ্ছে অলিম্পিকের আপডেট। সেই কারণে সমস্ত আপডেট পেতে ক্লিক করুন ওয়ান ইন্ডিয়া বাংলায়। দেখে নিন দিনের প্রত্যেকটি খবরের আপডেট।

বৃষ্টির পূর্বাভাস

আজ ফের ৪ জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাএওয়া দফতর। দক্ষিণ দিনাজপুর, মালদা, বীরভূম এবং পশ্চিম বর্ধমানে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে কলকাতায় বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। উল্টে আরও বাড়বে গরম। কয়েকটি জেলাতেও বাড়বে গরম বলে জানিয়েছে হাওয়া অফিস।

আফগানিস্তানে তালিবান শাসন

ফের আফগানিস্তানে তালিবান শাসন কায়েম হল। পালিয়ে গিয়েছেন প্রেসিডেন্ট আশরফ গনি। গতকাল রাতে আফগানিস্তান থেকে পালানোর জন্য বিমানবন্দরে হুড়োহুড়ির ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এদিকে আফগানিস্তানের পরিস্থিতির কথা মাথায় রেখে জরুরি বৈঠক ডেকেছে রাষ্ট্রপুঞ্জ।

খেলা হবে দিবস

আজ গোটা রাজ্যে খেলা হবে দিবস পালন করবে তৃণমূল কংগ্রেস। পশ্চিমবঙ্গের পাশাপাশি ১৫টি রাজ্যে পালন করা হবে খেলা হবে দিবস। বিশেষ নজরে থাকছে ত্রিপুরা। গতকালই ত্রিপুরায় রক্ত ঝরেছে। আক্রান্ত হয়েছেন তৃণমূল কংগ্রেস সাংসদ দোলা সেন। সেকারণে আরও তীব্রতার সঙ্গে ত্রিপুরায় খেলা হবে দিবস পালন করতে চলেছে তৃণমূল কংগ্রেস।

চালু হচ্ছে টয় ট্রেন

পাহাড়ে করোনা কড়াকড়ির মধ্যেই পর্যটকদের জন্য আজ থেকে চালু হচ্ছে টয়ট্রেনের জয় রাইড। দার্জিলিং ও ঘুম স্টেশনের মধ্যে সারা দিনে মোট ৬টি ট্রেন চলবে। যাত্রীদের জন্য বাধ্যতামূলক মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার। জানিয়েছে, দার্জিলিং-হিমালয়ান রেলওয়ে।

More WEST BENGAL News  

Read more about:
English summary
Daily News Update in Bengali: Kolkata and West Bengal Coronavirus, parliament News in brief