শুধু উত্তর ২৪ পরগনায় করোনা সক্রিয় হাজারের উপরে, ২২ জেলায় কমল সক্রিয়ের সংখ্যা

শুধু উত্তর ২৪ পরগনায় করোনা সক্রিয় হাজারের উপরে। বাকি ২২ জেলায় করোনা সক্রিয় হাজারের নিচে। চার জেলায় ১০০-র নিচে নেমে গিয়েছে সক্রিয়। সোমবার বাংলার ২২ জেলায় কমল সক্রিয়ের সংখ্যা। শুধুমাত্র পুরুলিয়ায় ২ জন বেড়েছে সক্রিয়। পুরুলিয়ায় সক্রিয়ের সংখ্যা ছিল ৪৯, তা বেড়ে হয়েছে ৫১।

কলকাতা ও উত্তর ২৪ পরগনায় করোনা
সোমবার বাংলায় করোনা আক্রান্তের সংখ্যা ৫০০-র সামান্য উপরে রয়েছে। বাংলায় এদিন ৫০২ জন করোনা আক্রান্ত হয়েছেন। কলকাতায় এদিন করোনা সংক্রমিতের সংখ্যা ৬২ জন। উত্তর ২৪ পরগনায় ৭৪ জন করোনা আক্রান্ত হয়েছেন। আর দক্ষিণ ২৪ পরগনায় করোনা সংক্রমিত ৪৪ জন। দক্ষিণ ২৪ পরগনার উপরে রয়েছে দার্জিলিং। সেখানে ৪৭ জন সংক্রমিত হয়েছেন একদিনে।

একনজরে কলকাতার করোনা পরিসংখ্যান
এদিন পর্যন্ত কলকাতায় মোট করোনা আক্রান্ত ৩১১৫৬৯। এদিন কলকাতায় ৬২ জন করোনা আক্রান্ত হয়েছেন। এখন পর্যন্ত কলকাতায় মৃত্যু হয়েছে ৪৯৮৯ জনের। এদিন মৃত্যু হয়েছে একজনের। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ৩০৫৭০১ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ৮৭৯ জন। এদিন কলকাতায় করোনা সংক্রমণ মুক্ত হয়েছেন ৬১ জন।

উত্তর ২৪ পরগনায় করোনা পরিসংখ্যান
উত্তর ২৪ পরগনা জেলায় এখন পর্যন্ত করোনা আক্রান্ত ৩২০৫৮৬ জন। এদিন আক্রান্ত হয়েছেন ৭৪ জন। মৃত্যু হয়েছে মোট ৪৬০২ জনের। এদিন মৃত্যু শূন্য। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ৩১৪৮১২ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ১১৭২ জন। এদিন করোনা সংক্রমণ মুক্ত হয়েছেন ৮১ জন।

দক্ষিণ ২৪ পরগনা ও হাওড়া-হুগলি
দক্ষিণ ২৪ পরগনা আক্রান্তের নিরিখে এখন তিন নম্বরে। দক্ষিণ ২৪ পরগনায় ৪৪ জন বেড়ে মোট আক্রান্তের সংখ্যা হয়েছে ৯৬৮৭৪ জন। হাওড়ায় আক্রান্ত ৯৫০৩৪ জন। এদিন আক্রান্ত হয়েছেন ২৫ জন। হুগলিতে ৩০ জন বেড়ে আক্রান্ত ৮২০৩৪৭ জন।

কোন জেলায় দৈনিক কত সংক্রমণ
আলিপুরদুয়ারে ৫ জন, কোচবিহারে ৩০ জন, দার্জিলিংয়ে ৪৭ জন, কালিম্পংয়ে ২ জন, জলপাইগুড়িতে ১২ জন, উত্তর দিনাজপুরে ৩ জন, দক্ষিণ দিনাজপুরে ১ জন, মালদহে ৪ জন, মুর্শিদাবাদে ১ জন, নদিয়ায় ৩৫ জন, বীরভূমে ৮ জন, পুরুলিয়ায় ৫ জন, বাঁকুড়ায় ১৯ জন, ঝাড়গ্রামে ১১ জন, পশ্চিম মেদিনীপুরে ৩৩ জন, পূর্ব মেদিনীপুরে ৩২ জন, পূর্ব বর্ধমানে ১৫ জন, পশ্চিম বর্ধমানে ৪ জন আক্রান্ত হয়েছেন এদিন।

More CORONAVIRUS News  

Read more about:
English summary
Coronavirus active case decreased in all districts except Purulia in West Bengal. Only North 24 Pargana’s active case more than thousands.
Story first published: Monday, August 16, 2021, 19:46 [IST]