পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধি থেকে মুক্তি, এবার জলেই চলবে গাড়ি-বাইক! দেশের মানুষকে স্বপ্ন দেখাচ্ছেন মোদী

রবিবার ৭৫ তম স্বাধীনতা দিবসে মেতে ওঠে গোটা দেশের মানুষ। লালকেল্লা থেকে দেওয়া ভাষনে একগুচ্ছ বড় সিদ্ধান্তের কথা ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যার মধ্যে গুরুত্বপূর্ণ হল হাইড্রোজেন মিশন। মোদী তাঁর ভাষণে আরও জানিয়েছেন যে, আগামী ১০০ বছরের মধ্যে এনার্জি ক্ষেত্রে স্বতন্ত্র হতে হবে ভারতকে।

দেশের বিভিন্ন ক্ষেত্রের প্রয়োজনে এনার্জি জন্যে প্রত্যেক বছর ১২ লক্ষ কোটি টাকারও বেশী খরচ করা হয়।

তাঁর বক্তব্যে এমনটাই দাবি করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পেট্রোলিয়ামের একটা বিশাল অংশের চাহিদা পূরণ করার জন্যে বিদেশের দিকে তালিয়ে থাকতে হয়।

বাকি অন্যান্য এনার্জি থেকে পাওয়া যায় চালিকাশক্তি। অর্থাৎ বাকি চাহিদা পূরণে ন্যাচারাল গ্যাসের মাধ্যমে পূরণ করা হয়। কিন্তু সেটাও বিদেশের উপর নির্ভর করতে হয়।

প্রধানমন্ত্রীর কি ঘোষণা করেছিলেন

লালকেল্লা থেকে দেশে হাইড্রোজেন মিশন চালু করার কথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যথেষ্ট পরিমাণে এনার্জি বা শক্তি উৎপাদনে উৎসাহ দিতেই এহেন বড় ঘোষণা মোদী সরকারের। ভারতের শক্তি উৎপাদনে স্বতন্ত্রতা কতটা প্রয়োজন তা দেশের মানুষের সামনে তুলে ধরেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

শুধু তাই নয়, এই যোজনার মাধ্যমে ভারত গ্রিন হাইড্রোজেন প্রোডাকশন এবং রফতানির ক্ষেত্রে গ্লোবাল হাব হিসাবে মাথা তুলে দাঁড়াবে। এমনটাই মনে করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

হাইড্রোজেন মিশনের ঘোষণা প্রধানমন্ত্রীর

সাফ বার্তায় মোদী বলেন, যেভাবে বিশ্বের আবহাওয়ার পরিবর্তন হচ্ছে, তাতে এই পদক্ষেপ নিতে বদ্ধপরিকর দেশ। এই গ্রিন হাইড্রোজেনের হাত ধরে দেশ এক বড় শক্তিকে নিজের কাছে রাখতে পারবে বলে মনে করা হচ্ছে।

তার মতে, পেট্রোল ডিজেলের উপর থেকে নির্ভরতা কমাতে গেলে ভারতকে এক দীর্ঘ লাফ দিতে হবে। হাইড্রোজেনকে জ্বালানি হিসেবে ব্যবহার করলে পরিবেশ দূষণ অনেকটাই কমাবে।

জলে চলবে গাড়ি

হাইড্রোজেন গ্যাস তৈরির ক্ষেত্রে ভারতে দুই ধরনের টেকনোলজি ব্যবহার করা হয়। প্রকাশিত এক খবর মোতাবেক একটি পদ্ধতিতে জলক ইলেক্ট্রোলাইজ তার থেকে হাইড্রোজেন আলাদা করে নেওয়া হয়।

এর মাধ্যমে হাইড্রোজেন চালিত গাড়ি গুলি চালানো যেতে পারে। বিস্তারিত ভাবে বললে জলের সাহায্যে তৈরি হওয়া হাইড্রোজেন গ্যাসের মাধ্যমে গাড়ি চালানো সম্ভব।

তবে খেকাল রাখা প্রয়োজন যে সমস্ত গাড়ি হাইড্রোজেন ফ্লুয়ের মাধ্যমে চলতে পারে সেগুলিতে এটি ব্যবহার করা যাবে।

দ্বিতীয় পদ্ধতিতে প্রাকৃতিক গ্যাসকে হাইড্রোজেন এবং কার্বনে বিভক্ত করে জ্বালানি হিসেবে ব্যবহার করা যায়। এক্ষেত্রে সমস্ত ধরনের জলজাহাজ, বাইক, গাড়িও চালানো সম্ভব। এমনটাই বলছেন গবেষকরা।

আত্মনির্ভর তৈরি হবে ভারত

লালকেল্লার ভাষণ থেকে প্রধানমন্ত্রী বলেন, 'শতবর্ষের অমৃত মুহূর্ত আসতে এখনও ২৫ বছর বাকি। কিন্তু আমরা ততদিন থেমে থাকব না। ১০০তম বছরের স্বাধীনতা দিবস উদযাপনের সময় একটা নতুন ভারত তৈরি হবে, তা বদলানোর কাজ এখন থেকে শুরু করব। সবার সঙ্গে, সবার বিকাশ আর প্রত্যেকের চেষ্টায় আমরা লক্ষ্যে পৌঁছব।'

আর সেই কারণে গতিশক্তি-ন্যাশানাল মাস্টার প্ল্যান সহ একাধিক বড় ঘোষণা করেছেন। শুধু তাই নয়, আগামী ২০৪৭ সালের মধ্যে এনার্জি শক্তির ক্ষেত্রে ভারতকে আত্মনির্ভর গড়ে তোলার স্বপ্ন দেখেছেন প্রধানমন্ত্রী।

More PETROL News  

Read more about:
English summary
Car can run without petrol diesel, Narendra Modi announces special initiative