স্বাধীনতা দিবসে উস্কানিমূলক স্লোগানকে কেন্দ্র হিংসা ছড়ালো মধ্যপ্রদেশের ইন্দোরে। আবাসন চত্ত্বরেই বাসিন্দাদের মধ্যে বচসা ও মারধরের ঘটনা ঘটল। দু’জন ব্যক্তি, উভয়ই ইন্দোরের একই আবাসনের বাসিন্দা, রবিবার স্বাধীনতা দিবসের দিন স্ট্রীট ফাইট শুরু হয়ে যায় এবং উভয় পক্ষের দু’জন আহত হন। জানা গিয়েছে, হিন্দুত্ববাদী সংগঠনের পক্ষ থেকে ১৫ অগাস্টের দিন মুসলিম বিরোধী উস্কানিমূলক স্লোগানকে কেন্দ্র করে এই ঝামেলার সূত্রপাত। প্রসঙ্গত, আবাসন চত্ত্বরেই এই স্বাধীনতা দিবসের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।
এরপর হিন্দুত্ববাদী সংগঠন আরও লোকজনকে জড়ো করে পরিস্থিতি আরও জটিল করার চেষ্টা করে তবে বড়সড় ঘটনা ঘটার আগেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এসপি আশুতোষ বাগরি বলেন, 'আমাদের কাছে একাধিক ভিডিও ক্লিপিং জমা পড়েছে যা আমরা খতিয়ে দেখছি। আমরা তদন্তের মধ্য দিয়ে যাচ্ছি এবং নিরপেক্ষ পদক্ষেপ নেব।’ তবে এসপি জানিয়েছেন যে এখন পরিস্থিতি শান্ত রয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন যে এই ঘটনার খবর পেয়ে বজরং দলের কর্মীরা ঘটনাস্থলে আসেন এবং ঘটনার বিরুদ্ধে প্রতিবাদ শুরু করেন। প্রসঙ্গত, এই আবাসনে আর্থিক দিক দিয়ে দুর্বল বাসিন্দারা বসবাস করেন, উভয় হিন্দু–মুসলিম বাসিন্দাদেরই বাস এখানে। শহরের রাওজি বাজার এবং এর আশেপাশের এলাকায় তাঁদের দখলকৃত জায়গা থেকে অপসারণের পর এই আবাসনে তাঁদের পুনর্বাসন দেওয়া হয়।