উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস
এদিন সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, আগামী ২৪ ঘন্টা অর্থাৎ ১৭ অগাস্ট মঙ্গলবার সকালের মধ্যে দার্জিলিং এবং কালিম্পং-এ ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাধারি বৃষ্টি হতে পারে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ১৮ অগাস্ট বুধবার সকালের মধ্যে জলপাইগুড়ি এবং কোচবিহার জেলার কোনও কোনও জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বুধবার আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী দিন কয়েক দিনের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।
দক্ষিণবঙ্গেও ভারী বৃষ্টির পূর্বাভাস নেই
এদিন সকালে আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ৪৮ ঘন্টা অর্থাৎ ১৮ অগাস্ট বুধবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। তবে সবকটি জেলারই কোথাও না কোথাও বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের মতোই দক্ষিণবঙ্গেও আগামী কয়েরদিন দিনের তাপমাত্রার সেরকম কোনো পরিবর্তন হবে না।
কলকাতায় মেঘলা আকাশ
এদিন সকালে দেওয়া কলকাতা ও আশপাশের এলাকার জন্য আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘন্টায় আকাশ সাধারণভাবে মেঘলা থাকবে। বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ৩৪ ও ২৮ ডিগ্রি সেলসিয়াস।
পশ্চিমবঙ্গের মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা
আবহাওয়া দফতরের তরফে পশ্চিমবঙ্গের মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে। বলা হয়েছে, পশ্চিমবঙ্গে বঙ্গোপসাগর এবং সংলগ্ন এলায় ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। তার থেকে একটি নিম্নচার তৈরি হতে চলেছে। যার জেরে ওড়িশার দক্ষিণে এবং অন্ধ্রপ্রদেশের উত্তর উপকূলে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর প্রভাব পড়তে চলেছে পশ্চিমবঙ্গ উপকূলে। ঘন্টায় ৪৫ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। সেই কারণে আগামী ১৭ ও ১৮ অগাস্ট মৎস্যজীবীদের সমুদ্রে মাছ ধরতে যেতে নিশেধ করা হয়েছে।
উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল ২৫.৮ (২৬.৩)
বালুরঘাট ২৬.৮ (২৬.৬)
বাঁকুড়া ২৬.৪ ( ২৬)
ব্যারাকপুর ২৭.২ ( ২৮)
বহরমপুর ২৪.৮ (২৫.২)
বর্ধমান ২৫ (২৫)
ক্যানিং ২৮.৪ (২৭.৬)
কোচবিহার ২৭ ( ২৬.২)
দার্জিলিং ১৬.২ ( ১৬.৬)
দিঘা ২৬.৫ (২৮.৮)
কলকাতা ২৮ (২৭.৭)
মালদহ ২৭.২ ( ২৭.৮ )
পানাগড় ২৭ (২৬.৯ )
পুরুলিয়া ২৫.৪ (২৬.১)
শিলিগুড়ি ২৫.১ (২৫.৮)
শ্রীনিকেতন ২৫.২ (২৫.৪)