টানা এটিপি ক্রমতালিকার শীর্ষে থেকে নোভাক জকোভিচের নতুন রেকর্ড, কী বলছে পরিসংখ্যান

টানা এটিপি ক্রমতালিকার শীর্ষ স্থানে থেকে নতুন রেকর্ড গড়লেন নোভাক জকোভিচ। ফের একবার দ্বিতীয় স্থানে থেকেই ইউএস ওপেন খেলতে নামবেন ড্যানিল মেদভেদেভ। তবে জকোভিচের সাম্রাজ্যের বিস্তার দেখে আপ্লুত হয়েছেন বিশ্বের ক্রীড়াপ্রেমীরা। ফরাসি ওপেন ও উইম্বলডনের পর মার্কিন ওপেনেও সার্বিয়ান তারকার কাছ থেকে সেরা পারফরম্যান্স দেখতে চাইছেন টেনিসপ্রেমীরা।

জকোভিচের রেকর্ড

আরও একবার এটিপি ক্রমতালিকার শীর্ষ স্থানে অবস্থান করছেন নোভাক জকোভিচ। টানা ৩৩৪ সপ্তাহ এই স্থান ধরে রেখে নতুন রেকর্ডের মালিক হয়েছেন সার্বিয়ার টেনিস তারকা। যে নজির বিশ্বের অন্য কোনও টেনিস তারকার ঝুলিতে নেই। আর তাতেই মোহিত হয়েছে টেনিস দুনিয়া। এতদিন ধরে এটিপি ক্রমতালিকার শীর্ষ স্থান ধরে রাখতে পারা নোভাককে দৃষ্টান্ত বলেও আখ্যা দেওয়া হচ্ছে। আগামী ৩০ অগাস্ট থেকে শুরু হচ্ছে ইউএস ওপেন। তার আগে এটিপি ক্রমতালিকায় থাকা জকোভিচকেই টুর্নামেন্ট জয়ের দাবিদার ধরা হচ্ছে। ২০১৮ সালে শেষবার মার্কিন ওপেনের খেতাব জিতেছিলেন নোভাক।

এর আগের রেকর্ড

এটিপি ক্রমতালিকায় টানা শীর্ষ স্থান ধরে রাখার আগের রেকর্ড ছিল কিংবদন্তি রজার ফেডেরারের ঝুলিতে। ৩১০ সপ্তাহ বিশ্ব টেনিসের শীর্ষ স্থান অলঙ্কৃত করে রেখেছিলেন সুইশ তারকা। যিনি চোটের কারণে ফরাসি ওপেনের তৃতীয় রাউন্ড থেকে সরে গিয়েছিলেন। উইম্বলডনের কোয়ার্টার ফাইনালেও হারতে হয়েছিল ২০টি গ্র্যান্ডস্ল্যাম জয়ী তারকাকে। সেই অসম্পূর্ণ কাজ রজার ইউএস ওপেন জিতে পূর্ণ করবেন বলে ভেবেছিলেন তাঁর ফ্যানরা। কিন্তু পুরনো চোটের জেরে আগামী টুর্নামেন্ট থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে নেন কিংবদন্তি টেনিস তারকা।

টানা তিন গ্র্যান্ডস্ল্যাম জয়

২০২১ সালের অস্ট্রেলীয় ওপেন জিতেছিলেন নোভাক জকোভিচ। এরপর একই বছরের ফরাসি ওপেন জিতে পরপর দুই গ্র্যান্ডস্ল্যাম জেতার নজির গড়েছিলেন বিশ্বের এক নম্বর তারকা। কয়েক মাস আগে শেষ হওয়া উইম্বলডনে লুকনো চোট নিয়ে খেলতে নেমেছিলেন নোভাক। সেখানেও চ্যাম্পিয়ন হয়ে গ্র্যান্ডস্ল্যাম জয়ের হ্যাটট্রিক গড়েন সার্বিয়ার টেনিস তারকা। তারই সৌজন্যে আরও একবার এটিপি ক্রমতালিকার শীর্ষ স্থান অনায়াসে ধরে রাখতে পেরেছেন জকোভিচ। যদিও সার্বিয়ার হয়ে টোকিওয় অলিম্পিক খেলতে গিয়ে ততটা সফল হতে পারেননি নোভাক। প্রতিযোগিতার সেমিফাইনালে তাঁকে হেরে যেতে হয়েছিল। পরে ব্রোঞ্জ পদকের ম্যাচও হারতে হয়েছিল জকোভিচকে। চোটের কারণে অলিম্পিকের মিক্সড ডাবলস ইভেন্টের ব্রোঞ্জ পদকের ম্যাচ থেকে সরে দাঁড়িয়েছিলেন বিশ্বের এক নম্বর টেনিস তারকা।

এটিপি ক্রমতালিকা

১২১১৩ পয়েন্ট নিয়ে এটিপি ক্রমতালিকার শীর্ষ স্থানে অবস্থান করছেন নোভাক জকোভিচ। দ্বিতীয় স্থানে থাকা রাশিয়ার ড্যানিল মেদভেদেভের পয়েন্ট ১০৬২০। তৃতীয় স্থানে থাকা গ্রিসের স্তেফানোস সিতসিপাসের ঝুলিতে রয়েছে ৮৩৫০ পয়েন্ট। উইম্বলডন ও টোকিও অলিম্পিক না খেলা রাফায়েল নাদাল রয়েছেন তালিকার চতুর্থ স্থানে। তাঁর পয়েন্ট ৭৮১৫। ৪২১৫ পয়েন্ট নিয়ে ক্রমতালিকার নবম স্থানে রয়েছেন কিংবদন্তি রজার ফেডেরার।

More NOVAK DJOKOVIC News  

Read more about:
English summary
Tennis star Novak Djokovic spent a record 334 weeks in top spot of ATP rankings