এবার অ্যাকাউন্টে পড়বে ৪০০০ টাকা! লোকসভা নির্বাচনের আগে বড়সড় সিদ্ধান্ত মোদী সরকারের?

সামনেই লোকসভা নির্বাচন। আর ভোটের দিকে তাকিয়ে তৈরি হচ্ছে মোদী বিরোধী জোট। আর সেদিকে তাকিয়ে পাল্টা স্ট্রেটেজি মোদী সরকারের। আর এই অবস্থায় বড়সড় স্বস্তির খবর শুনতে চলেছেন দেশের কৃষকদের। আগামী কয়েকদিনের মধ্যেই বড়সড় খবর ঘোষণা করতে চলেছে মোদী সরকার। এমনটাই জানা যাচ্ছে।

সূত্রের খবর কিষাণ সম্মান নিধি যোজনার (PM-Kisan Samman Nidhi) মাধ্যমে পাওয়া টাকার পরিমাণ দ্বিগুণ করতে পারে মোদী সরকার। খুব শীঘ্র এই বিষয়ে বৈঠকে বসতে পারে মোদী সরকার। সেখানেই হয়তো এই বিষয়ে বড়সড় সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে খবর।

শুধু তাই নয়, প্রকাশিত খবর মোতাবেক দেশের কৃষকদের বছরে ৬হাজার টাকার জায়গাতে ১২ হাজার টাকা পাওয়া যাবে। অর্থাৎ কৃষকদের প্রত্যেক চার মাসে ২ হাজার টাকার বদলে ৪ হাজার টাকা করে দেওয়া হবে।

PM Kisan -এর মাধ্যমে ৪০০০ টাকা পাওয়া যাবে!

একাধিক সংবাদমাধ্যমে প্রকাশিত খবর মোতাবেক বিহারের কৃষিমন্ত্রী অমরেন্দ্র প্রতাপ সিং এই বিষয়ে দিল্লিতে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমার এবং অর্থমন্ত্রী অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের সঙ্গে বৈঠক হয়। বিহারের কৃষিমন্ত্রীর বক্তব্য অনুযায়ী কেন্দ্রীয় সরকার পিএম কিষাণ সম্মান নিধিকে টাকার পরিমাণ দ্বিগুণ করতে চলেছে।

এই বিষয়ে কেন্দ্রীয় সরকার ইতিমধ্যে সমস্ত প্রাথমিক কাজ সেরে ফেলেছে বলে প্রকাশিত একাধিক সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে। যদিও এখনও পর্যন্ত সরকারের তরফে এই বিষয়ে এখনও পর্যন্ত কোনও বক্তব্য রাখা হয়নি।

১৯৫০০ কোটি টাকা ট্রান্সফার করা হয়েছে

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গত সোমবার গোটা দেশের মধ্যে ৯.৭৫ কোটিরও বেশি কৃষকের অ্যাকাউন্টে ১৯,৫০০ কোটী টাকা ট্রান্সফার করে দিয়েছে। বলে রাখা প্রয়োজন এই সিদ্ধান্ত কার্যকর করার ঠিক আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানান, দেশের কৃষকদের কথা ভেবে সরকার একগুচ্ছ সিদ্ধান্ত নিয়েছে।

আগামিদিনে আরও ভালো ভাবে বাঁচতে আরও সিদ্ধান্ত নেওয়া হবে বলেও দাবি করেছিলেন পিএম মোদী। তেমনই একটি প্রয়াস প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা। এই যোজনার মাধ্যমে পাওয়া সুবিধা কৃষকদের জীবন বদলে দিতে সাহায্য করবে।

কৃষকদের নয়টি কিস্তির টাকা ইতিমধ্যে দেওয়া হয়েছে

পিএম কিষাণ সম্মান নিধি ( PM-Kisan Samman Nidhi) এর মাধ্যমে কেন্দ্রীয় সরকার ৯টি কিস্তির টাকা দিয়ে দিচ্ছে। প্রথম কিস্তি অনুযায়ী 3,16,06,630 কৃষকদের অ্যাকাউন্টে ২০০০ টাকা পৌঁছে যায়। তবে ৯ নম্বর কিস্তিতে এক ধাক্কাতে 9,90,95,145 কৃষকের অ্যাকাউন্টে টাকা দিয়ে দিয়েছে কেন্দ্রীয় সরকার।

যদিও ৩০ নভেম্বরের মধ্যে বাকি কৃষকদের অ্যাকাউন্টেও নয়টি কিস্তির টাকা কেন্দ্রীয় সরকার দিয়ে দেবে। পিএম কিষাণ যোজনা ২০১৪ সালে শুরু হয়েছিল। এই যোজনার মূল টার্গেট হল ২০২২ সালের মধ্যে কৃষকদের আয় দ্বিগুণ করা।

PM Kisan Yojana আসলে কি?

এই যোজনার মাধ্যমে এই সুবিধা পাচ্ছে এই কৃষক পরিবারকে বছরে ৬০০০ টাকা করে দেওয়া হয়। সরাসরি এই যোজনার মাধ্যমে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকা ফেলে দেওয়া হয়। এই টাকা ২০০০ টাকা করে তিনটি কিস্তিতে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হয়। এখনও পর্যন্ত ১,৩৮ লাখ কোটিরও বেশি টাকা কৃষক পরিবারের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কেন্দ্রীয় সরকার দিয়ে দিয়েছে।

More MODI News  

Read more about:
English summary
PM Kishan Samman Nidhi: installment to be increased