ভারত-ইংল্যান্ড টেস্টের মধ্যেই বাগদান যুগলের! লর্ডসে ইতিহাসের সাক্ষী থাকলেন বাংলার দীপ্তিও

ভারত-ইংল্যান্ড দ্বিতীয় টেস্টের তৃতীয় দিন কলুষিত হয়েছিল ক্রিকেটের মক্কা দুটি অবাঞ্চিত ঘটনায়। নেশা করে অপ্রকৃতিস্থ অবস্থায় মাঠে ঢুকে পড়েছিলেন এক ইংল্যান্ডের ক্রিকেট-ভক্ত। আবার থার্ড ম্যান অঞ্চলে ফিল্ডিংয়ের সময় লোকেশ রাহুলের দিকে গ্যালারি থেকে বারবার উড়ে আসছিল শ্যাম্পেনের কর্ক। দুটি ঘটনার জেরেই সাময়িক বন্ধ ছিল ক্রিকেট। তবে আজ চতুর্থ দিনে সেই লর্ডসেই ঘটল দুটি মন ভালো করে দেওয়া ঘটনা।

লর্ডসে বাগদান

অলিম্পিকের আসর থেকে বিভিন্ন ক্রীড়াক্ষেত্রে প্রেম নিবেদনের ঘটনা নতুন কিছু নয়। ক্রিকেট মাঠেও এমন নজির রয়েছে। তবে আজ ঘটনা এক অন্য তাৎপর্যপূর্ণ তো বটেই। আর সেই কারণেই লাভ অ্যাট লর্ডস ক্যাপশনে সেই ছবি শেয়ার করা হয়েছে লর্ডস ক্রিকেট গ্রাউন্ডের অফিসিয়াল টুইটার হ্যান্ডলে। আজ ভারতের স্বাধীনতা দিবস। যদিও প্রথম সেশনেই ভারত তিনটি উইকেট হারিয়েছে। দ্বিতীয় সেশনে অবস্থা খানিকটা সামাল দিয়েছেন চেতেশ্বর পূজারা ও অজিঙ্ক রাহানে। দুজনেই রানের মধ্যে নেই, ফলে দল থেকে বাদ যাওয়া এড়াতে দ্বিতীয় ইনিংস তাঁদের দুজনের কাছেই অগ্নিপরীক্ষা। মন্থর ব্যাটিংয়ে অবশ্য ম্যাচে প্রাণ নেই। তবে এরই মধ্যে গ্যালারিতে দর্শকরা সাক্ষী থাকলেন এক যুগলের বাগদানের।

স্মরণীয় দিন

ভারতের স্বাধীনতা দিবসে ভারতীয় বংশোদ্ভূত অনুরাধা দামালের সঙ্গে বাগদান সম্পন্ন হল তাঁর প্রেমিকের। গোটা বিষয়টি অবশ্য সাধারণ ক্রিকেটপ্রেমীদের নজরে আসে লর্ডসের টুইটারে যখন এই যুগলের ছবি শেয়ার করা হয়। তাঁদের অ্যাকাউন্টে দেখা যাচ্ছে, সকাল থেকেই তাঁরা হাজির লর্ডসে। আজ যে বিশেষ দিন। ভারতের স্বাধীনতা দিবস, ভারতের দ্বিতীয় ইনিংসের ব্যাটিং, তাও আবার ক্রিকেটের মক্কায়। অনুরাধার মতে, বাগদানের জন্য এর চেয়ে সেরা মুহূর্ত হতেই পারে না। তিনি সে কথা বলতেই তাঁর প্রেমিক আঙটি গ্রহণের অনুরোধ করেন। আর সেই বাগদানের আংটিই অনুরাধার ফেসবুক প্রোফাইলের সিঙ্গলকে বদলে দিয়ে করেছে এনগেজড! অনুরাধার প্রেমিক সম্পর্কে বিস্তারিত জানা না গেলেও তিনিও ব্রিটিশ নাগরিক। অনুরাধার জন্মও লন্ডনে। তিনি বিজ্ঞান ও প্রযুক্তি নিয়ে মাস্টার্স ডিগ্রি লাভের পর গবেষণার কাজেও যুক্ত। একটি সংস্থার ইউকে-র ডিরেক্টর হিসেবেও নিজেকে পরিচিতি দিয়েছেন। আজ লর্ডসে বাগদানের মুহূর্ত তাঁর জনপ্রিয়তা আরও বাড়িয়ে দিয়েছে নিশ্চিতভাবেই।

গর্বিত করলেন দীপ্তি

লর্ডসে আজ খেলা শুরুর পাঁচ মিনিট আগে রীতি মেনে লর্ডস বেল বাজিয়েছেন ভারতীয় মহিলা দলের ক্রিকেটার দীপ্তি শর্মা। অলরাউন্ডার দীপ্তির টেস্ট অভিষেক হয়েছে ইংল্যান্ডে। লন্ডন স্পিরিটের হয়ে দ্য হান্ড্রেডে খেলছেন। গতকাল ফারুখ ইঞ্জিনিয়ারের পর আজ দীপ্তি লর্ডস বেল বাজানোর সম্মান অর্জন করলেন। দীপ্তি উত্তরপ্রদেশে ক্রিকেট খেলা শুরু করলেও এখন খেলেন বাংলার হয়ে। তাই দেশের স্বাধীনতা দিবসে দীপ্তির লর্ডসে বেল বাজানোর ঘটনায় গর্বিত বাংলাও।

মরিয়া লড়াই

এরই মধ্যে, কেরিয়ার বাঁচানোর ইনিংস খেলছেন চেতেশ্বর পূজারা ও অজিঙ্ক রাহানে। চতুর্থ দিন মধ্যাহ্নভোজের বিরতিতে ভারতের স্কোর ছিল ২৫ ওভারে ৩ উইকেটে ৫৬। চা বিরতিতে সেই স্কোর দাঁড়িয়েছে ৫৩ ওভারে ৩ উইকেটে ১০৫। ভারতীয় দলের লিড এখন ৭৮ রানের। পূজারা-রাহানে জুটিতে এখনও অবধি ৫০ রান উঠেছে। জুটিতে ৫০ রান পূর্ণ হয় ১৭৫ বলে। ৫৫ রানের মাথায় ভারতের তৃতীয় উইকেট পড়েছিল। প্রথম সেশনে পূজারা প্রথম রানটি পেয়েছিলেন ৩৫ বলে। চা বিরতিতে তিনি অপরাজিত রয়েছেন ২৯ রানে, খেলেছেন ১৪৮টি বল। সহ অধিনায়ক অজিঙ্ক রাহানে ৭৪ বলে ২৪ রানে অপরাজিত রয়েছেন। দুজনেই দুটি করে চার মেরেছেন।

More চেতেশ্বর পূজারা News  

Read more about:
English summary
Couple Got Engaged During The Fourth Day Of Lord's Test Between India And England. Indian Allrounder Deepti Sharma Was Invited To Ring The Lord's Bell.
Story first published: Sunday, August 15, 2021, 20:29 [IST]