আফগানিস্তানের একের পর এক শহর দখল করে চলেছে তালিবানরা। ইতিমধ্যেই জালিবানরা জালালাবাদ দখল করে নিয়েছে। এবার দখলদারিত্ব সম্পূর্ণ করতে কাবুলের দিকে অগ্রসর হচ্ছে তালিবানরা। রবিবার আফগানিস্তানের বড় শহর জালালাবাদ দখল করার পর রাজধানী কাবুল বিচ্ছিন্ন হয়ে পড়ে। তাই এবার কাবুল দখল করে দখলদারি সম্পূর্ণ করতে মরিয়া তালিবানরা।