কাবুল পতন কি এবার সময়ের অপেক্ষা! আফগান রাজধানীতে তালিবানরা প্রবেশ করেই কোন নির্দেশ দিল ফাইটারদের

কার্যত এবার বিজয় নিশানের ধুলো উড়িয়ে আফগানিস্তানের রাজধানী কাবুলে পা রাখল তালিবানরা। ইতিমধ্যেই এই সংগঠন আফগানিস্তান থেকে মার্কিন সেনা চলে যেতেই সরকার উচ্ছদের ডাক দেয়। নিজেদের শাসন প্রতিষ্ঠা করতেই তারা এতদিন আফগানিস্তানে কাবুল বাদে বাকি রাজ্যে হানা দিয়ে , তা দখল করে। এবার কাবুলের বুকে পা দিয়েই নিজের ফাইটারদের বার্তা দিয়ে রাখল তালিবানরা।

এফপি কী বলছে?

জানা গিয়েছে, ইতিমধ্যেই কাবুলে প্রবেশ করে গিয়েছে তালিবানরা যদিও সেকথা অস্বীকার করছে তালিবানের বহু সূত্র। এদিকে যখন ধুলো উড়িয়ে কাবুলে তালিবানরা প্রবেশ করতে শুরু করেছে, তখনই কাবুলের বুকে রাষ্ট্রসংঘ সরিয়ে নিয়ে যায় নিজের কর্মীদের। মার্কিন যুক্তরাষ্ট্রে রাতারাতি কপ্টার নামিয়ে নিজের নাগরিকদের। এদিকে ততক্ষণে রুদ্ধশ্বাস গতি নিয়ে কাবুলের দিকে ছুটে আসতে শুরু করে তালিবানরা। কাবুলের বাইরে সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা জালালাবাদ ইতিমধ্যেই দখল করে ফেলেছে তালিবানরা। এরপর তারা ধীরে চলো নীতিতে একটু একটু করে কাবুলের দিকে ধেয়ে আসে। মুহূর্তে শুরু হয়ে যায় কাবুল পতনের কাউন্টডাউন। আতঙ্কে পড়ে যায় দেশবাসী। এর আগে পর্যন্ত আফগান সেনার প্রবল প্রতিরক্ষা ঠেকাতে পারেনি তালিবানকে।

কোন নির্দেশ ফাইটারদের?

জানা গিয়েছে নিজের সংগঠনের ফাইটারদের কাবুলের দ্বারে নজর রাখতে বলেছে তালিবানরা। এখনই কাবুল দখলের দিকে না যাওয়ার নির্দেশ তালিবান শীর্ষ কর্তারা দিয়েছে ফাইটারদের। শোনা গিয়েছে, কাবুল দখল ঘিরে যখন তালিবানকে নিয়ে ত্রস্ত গোটা আফগানিস্তান , তখনই দলীয় যোদ্ধাদের উদ্দেশে বার্তা দিয়ে তালিবান কর্তারা জানিয়েছে, জোর করে কাবুল দখল তাদের উদ্দেশ্য নয়। ফলে কাবুলের দরজায় নজর রেখে প্রহরা দিতে বলা হয়েছে তালিবান যোদ্ধাদের। তালিবানের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, আফগান সরকার ও তাদের মধ্যে আপাতত মধ্যস্থতার পর্যায় চলছে। ফলে যাবতীয় আলোচনার পরই এই বিষয়ে পরবর্তী পদক্ষেপ নিয়ে তালিবান সিদ্ধান্ত নেবে বলে জানা গিয়েছে।

অফগান সরকার কী বলছে?

এদিকে , আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরফ গনির সরকারের তরফে জানানো হয়েছে যে আপাতত গোটা শহর তাঁদের নিয়ন্ত্রণে রয়েছ । ফলে এলাকাবাসীরা যেন আতঙ্কিত না হন। তবে সংবাদমাধ্যম এনডিটিভির খবর বলছে, আফগানিস্তানের এক আমলা সূত্রের খবর এই যে আফগানিস্তানে রাষ্ট্রপতি ভবন থেকে শোনা গিয়েছে গুলির শব্দ। মুহুর্মুহু গুলি সেখান থেকে ধেয়ে এসেছে রাষ্ট্রপতি ভবনের দিকে। রাষ্ট্রপতি ভবনে আটকে থাকা কর্মী , অফিসাররা দেখতে পেয়েছেন দূর থেকে সেখানে কীভাবে চারিদিক দিয়ে ভবন ঘিরে ফেলে তালিবানরা। যার কাছে কার্যত অসহায় পতন হয়ে যায় আফগানিস্তানের ফোর্সের। জানা গিয়েছে প্রেসিডেন্ট গানির খুব ঘনিষ্ঠ দুই আমলা ইতিমধ্যেই দেশ ছেড় উজবেকিস্তানের দিকে চলে গিয়েছেন।

রবিবার সকাল থেকে দুপুরে কী ঘটে গেল?

রবিবার সকালেই জানা যায় যে , কাবুল থেকে ৯০ কিলোমিটার দূরে রয়েছে তালিবানরা। আফগানিস্তানের ময়দান ওয়ার্দাক রবিবার সকালেই দখল করে নেয় তালিবান ফাইটাররা। মাত্র এক সপ্তাহ হয়েছে যখন তালিবানরা আফগান সেনার দখল থেকে ধীরে ধীরে দেশের বিভিন্ন অংশকে নিজের দিকে নিয়ে আসে। রাজধানী কাবুল থেকে বিচ্ছিন্ন করে দেয় দেশের বাকি অংশ। এর আগে এই আফগান সেনাকে যাবতীয় সুরক্ষা দিয়ে যুদ্ধবিমান দিয়ে সাহায্যও করার চেষ্টা করে আমেরিকা। তবে সেই ঢাল আর ধরে রাখতে পারেনা আফগান ফোর্স।


খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

More AFGHANISTAN News  

Read more about:
English summary
Taliban enters into Kabul, says report of AFP