Daily News Update: সারাদিনের খবরের আপডেট, দেখুন দিনভরের নিউজ আপডেট বাংলা ওয়ানইন্ডিয়ায়

কলকাতা, পশ্চিমবঙ্গ, দেশ-দুনিয়া, খেলার জগতে সবসময় ঘটে যাচ্ছে নিত্যনতুন ঘটনা। রাজ্য রাজনীতি থেকে শুরু করে জাতীয় রাজনীতিতে ক্ষণে ক্ষণে বদলাচ্ছে সমীকরণ। ওদিকে অলিম্পিকের নানা খেলার আপডেট জানতে মুখিয়ে আছেন ক্রীড়াপ্রেমীরা। তাই সমস্ত আপডেট পেতে ক্লিক করুন ওয়ানইন্ডিয়া বাংলায়। দেখে নিন দিনের প্রত্যেকটি খবরের আপডেট।

মমতার টুইট স্বাধীনতা দিবসে

১৫ অগাস্টের সকালে টুইট করে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুভেচ্ছা জানান দেশবাসীকে।টুইটে তিনি লেখেন- স্বাধীনতার ৭৫তম দিবসে আসুন আমরা সবাই মিলে আমাদের স্বাধীনতাকে রক্ষার লক্ষ্যে সকল অপশক্তির বিরুদ্ধে আমাদের আওয়াজকে শক্তিশালী করি। যাঁরা এই দিন আনার জন্য একটি দীর্ঘ এবং কঠিন যুদ্ধ করেছেন তাঁদের আত্মত্যাগ আমারা কখনই ভুলব না। আমার সকল ভাই-বোনদের জন্য আন্তরিক শুভেচ্ছা। জয় হিন্দ!

৭৫তম স্বাধীনতা দিবসে শুভেচ্ছাবার্তা মোদীর

৭৫তম স্বাধীনতা দিবসে লালকেল্লা থেকে শুরু করে রাষ্ট্রপতি ভবন সর্বত্র তেরঙ্গার রঙে সেজে উঠেছে। দেশবাসীকে শুভেচ্ছাবার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।টুইটে মোদী লেখেন, ৭৫তম স্বাধীনতা দিবসে গোটা দেশের মানুষকে শুভেচ্ছাবার্তা জানাই। এই বছর 'আজাদি কা অমৃত মহোৎসব' দেশের মানুষের মধ্যে নতুন উৎসাহের সঞ্চার করবে বলে মনে করেন প্রধানমন্ত্রী।

আবহাওয়ার পূর্বাভাস, একনজরে

আবহাওয়ার পূর্বাভাস, উত্তর পূর্ব ভারত ও তার সংলগ্ন পশ্চিমবঙ্গের উত্তরে অংশে রবিবার পর্যন্ত ব্যাপক বর্ষণের সম্ভাবনা রয়েছে। ব্যাপক বর্ষণের সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের উত্তরপ্রান্তেও। আশঙ্কা রয়েছে ধসের। এদিকে, দক্ষিণবঙ্গ মেঘলা আকাশ ও ভ্যাপসা গরম অব্যাহত থাকবে।

লালকেল্লা থেকে প্রধানমন্ত্রী মোদী

উন্নয়ন যাতে দেশের কোণে কোণে পৌঁছে যায় , তার ডাক দিয়ে এদিন স্বাধীনতা দিবসের সকালে লালকেল্লা থেকে একাধিক বিষয় নিয়ে মুখ খুললেন মোদী। দরিদ্রদের মধ্যে থেকে অপুষ্টি দূর করা থেকে শুরু করে দুর্নীতির রোগ দেশ থেকে দূর করার ডাক দিয়েছেন মোদী।

দেশমাতৃকার গানে শুভেচ্ছা মমতার

৭৫ তম স্বাধীনতা দিবসে মেতে উঠেছে দেশ। আর এমন একটা দিনে নিজের লেখা গান আত্মপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মম্যতা বন্দ্যোপাধ্যায়। শনিবার রাত ১২ টার পর তাঁর ফেসবুক অ্যাকাউন্ট থেকে গানটি প্রকাশ করেছেন রাজ্যের প্রশাসনিক প্রধান। গানটি শেয়ার করার পাশাপাশি দেশের মানুষকেও স্বাধীনতা দিবসের জন্যে শুভেচ্ছাবার্তা জানিয়েছেন।

মূহূর্তে ধ্বংসস্তূপ গোটা শহর

হঠাৎ তীব্র ঝাকুনি! কেউ কিছু বুঝে ওঠার আগে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল একের পর এক বাড়ি। মুহূর্তের মধ্যে ধ্বংসস্তুপের চেহারা নিল আস্ত একটা শহর। গত ২৪ ঘন্টা আগে শনিবার রাতে প্রবল কম্পন অনুভূত হয় হাইতির পোর্ট ও প্রিন্স এলাকাতে।রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৭-এরও বেশি।

নিউ জলপাইগুড়ি স্টেশনে বোমাতঙ্ক

নিউ জলপাইগুড়ি স্টেশনে গোলাকার বস্তুকে ঘিরে বোমাতঙ্ক, খালি করে দেওয়া হল গোটা এলাকা। যাত্রীদের সরিয়ে নিরাপদ জায়গাতে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে। যাত্রীদের চোখে মুখে আতঙ্কের ছবি। ইতিমধ্যে জিআরপি এবং সিআরপিএফের তরফে গোটা স্টেশন চত্বর ঘিরে রাখা হয়েছে।

ভারতের করোনা আপডেট

ভারতে করোনার জেরে এই মুহূর্তে ডেল্টা আতঙ্ক অব্যাহত। এদিকে করোনার জেরে তৃতীয় স্রোতের আশঙ্কায় গোটা দেশ। এমন সময় লালকেল্লার বুক থেকে কার্যত করোনা পরিস্থিতি নিয়ে দেশবাসীকে সতর্ক করলেন প্রধানমন্ত্রী। এরই মাঝে দেশে খানিকটা স্বস্তি দিয়ে করোনার জেরে শেষ ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৬০৮৩ জন।

More POLITICS News  

Read more about:
English summary
Daily News Update in Bengali on 15 August 2021: India, West Bengal and Kolkata's news update.