শৃঙ্গে তেরঙ্গা
এদিন সমুদ্রপৃষ্ঠ থেকে ডন কায়লা পাস ১৮ হাজার ৩০০ ফুট উঁচুতে। সেখানে এদিন স্বাধীনতা দিবসের ৭৫ তম বার্ষিকী উজ্জাপিত হয়েছে। এদিন সেনা জওয়ানরা এই বার্ষিকী উদযাপন করেন।
মহারাষ্ট্রে স্বাধীনতা দিবস
মহারাষ্ট্রের এদিন জাতীয় পতাকা উত্তোলন করে মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে পালন করেন স্বাধীনতা দিবস। এরসঙ্গেই গোটা মহারাষ্ট্র জুড়ে পালিত হয়েছে স্বাধীনতা দিবস।
ওড়িশার ছবি
মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কের হাত ধরে ওড়িশায় পালিত হল স্বাধীনতা দিবস। এদিন সেখানের মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক পতাকা উত্তোলন করেন।
কেরলের ছবি
কেরলে এদিন সকালে মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন পালন করেছেন স্বাধীনতা দিবস। তিনি এদিন করোনা বিধি পালন করে জাতীয় পাতাকা উত্তোলন করেন। তিরুঅনন্তপুরমে এদিন জাতীয় পতাকা উত্তোলন করেন তিনি।
পতাকা উত্তোলে সোনিয়া
এদিন দিল্লিতে পার্টি হেট কোয়ার্টারে পতাকা উত্তোলন করেন সোনিয়া গান্ধী। সোনিয়া গান্ধীর সঙ্গে এদিন হাজির ছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধীও।
গোলকোণ্ডায় পতাকা উত্তোলন
তেলাঙ্গানার গোলকোণ্ডায় এদিন জাতীয় পতাকা উত্তোলন করেন মুখ্যমন্ত্রী কেসিআর। এদিন স্বাধীনতা দিবস উপলক্ষ্যে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন হয় সেখানে।
রেড রোডে মমতা
এদিন কলকাতার রেড রোডে জাতীয় পতাকা উত্তোলন করে তাকে সম্মান জানান, মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গও দেশের অন্যান্য প্রান্তের সঙ্গে এদিন স্বাধীনতার আন্দোলনে গা ভাসায়।
ভূস্বর্গে পালিত হল ১৫ অগাস্ট
কাশ্মীরের বুকে এদিন সাড়ম্বরে করোনাবিধি মেনে পালিত হল স্বাধীনতা দিবস। জম্মু ও কাশ্মীরের অবন্তীপোরায় বিশ্ববিদ্যালয়েও এদিন সাড়ম্বরে পালিত হয়েছে এই অনুষ্ঠান।
কানপুর আইআইটিতে স্বাধীনতা দিবস পালন
এদিন , উত্তরপ্রদেশের কানপুরে আইআইটির ভিতরেও পালিত হল স্বাধীনতা দিবস। প্রতিষ্ঠানের ডায়রেক্টর অভয় কারান্ডিকর এদিন পতাকা উত্তোলন করেন।
দিল্লির ছবি
এদিন দিল্লিতেও অরবিন্দ কেজরিওয়ালের উপস্থিতিতে একাধিক আয়োজন হয়। পুলিস কমিশনার রাকেশ আস্থানা জাতীয় পতাকা উত্তোলন করেন পুলিশ হেড কোয়ার্টারে।
সীমান্তের ছবি
এদিরে, ওয়াঘা-আটারি সীমান্তে পাক রেঞ্জার্সদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় হয় ভারতীয় সেনার। পাক রেঞ্জার্সদের ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষ্যে প্রদান করা হয় মিষ্টি।
ফুলবাড়ির ছবি
বাংলাদেশ ও ভারতের সীমান্ত পশ্চিমবঙ্গের ফুলবাড়িতে বাংলাদেশের বিএসএফের হাতে মিষ্টির বাক্স তুলে দেওয়া হয়।