আস্বস্ত করল তালিবানরা
তালিবানদের দখলে যেতে শুরু করেছে আফগানিস্তান। একের পর এক শহর তালিবানদের দখলে চলে গিয়েছে। তালিবানদের শক্তিবৃদ্ধিতে সিঁদুরে মেঘ দেখছিল ভারত। দোহায় একাধিক দেশের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করে তালিবানরা। সেই বৈঠকের পরেই তালিবানের মুখপাত্র মহম্মদ সোহেল সাহিন জানিয়েছেন, কোনও দূতাবাসকেই তারা আঘাত হানবে না। সেখানকারার কর্মীদের এই নিয়ে আতঙ্কিত হওয়ার কোনও প্রয়োজন নেই। একই সঙ্গে তালিবানরা জানিয়েছে আফগান ভূমিকে তারা ভারতের বিরুদ্ধে ব্যবহার করবে না। তিনি জানিয়েছেন তালিবানরা প্রতিশ্রুতি বদ্ধ হয়েছে কোনও দেশের বিরুদ্ধেই আফগান ভূমিকে তারা ব্যবহার করতে দেবে না।
ভারতকে সতর্ক করল তালিবানরা
কোনও দেশের দূতাবাসের কর্মীদের তালিবানরা কোনও আঘাত করবে না বলে আস্বস্ত করার পরেও ভারতকে হুঁশিয়ারি দিয়ে রেখেছে তারা। তালিবানরা জানিয়েছে আফগানিস্তানের মাটিতে যদি কোনওভারতীয় সেনা দেখা যায় তাহলে সেটা তারা ভাল চোখে নেবে না। আফগান সেনার সঙ্গে যদি ভারতীয় সেনা কাজ শুরু করে তাহলে সেটা ভারতের পক্ষে ভাল হবে না বলেও প্রচ্ছন্ন হুঁশিয়ারি দিয়ে রেখেছে তালিবান নেতারা। তারা ভারতকে সতর্ক করে জানিয়েছে অন্য দেশের সেনারা আফগানিস্তানের মাটিতে কী করতে পারে তা তারা খুব ভাল করে জানে। সেটা তারা আগেই করে দেখিয়েছে। কাজেই একা তাদের কাছে খোলা খাতার মত।
ভারতীয়দের নিরাপত্তা নিয়ে আশ্বাস
তালিবানদের পক্ষ থেকে জানানো হয়েছে সেখানে বসবাসকারী শিখদের কোনওরকম নির্যাতন করা হয়নি। নিশান শাহিব নিয়ে যে খবর প্রচার করা হচ্ছে তা একেবারেই মিথ্যে। কোনও তালিবান প্রতিনিধি শিখদের ধর্মীয় পতাকা সরায়নি। সেখানে বসবাসকারী শিখরাই সেই পতাকা খুলে ফেলেছিল ভয়ে। তাঁরা বলেছিল পতাকা লাগানো থাকলে তাঁদের উপর নির্যাতন বাড়তে পারে আশঙ্কা করেই তাঁরা পতাকা খুলে নেয়। কিন্তু তালিবানের প্রতিনিধিরা সেখানে গিেয় তাদের আস্বস্ত করে বলেছে তাঁরা তঁদের ধর্মীয় পতাকা সেখানে লাগাতেই পারেন কেউ তাঁদের উপর কোনওরকম নির্যাতন করবে না।
পাক জঙ্গি যোগ ওড়াল তালিবানরা
পাকিস্তানের জঙ্গি সংগঠনের সঙ্গে যোগাযোগ রাখছে তালিবানরা অভিযোগ উঠতে শুরু করেছিল। কিন্তু তালিবানরা সেই অভিযোগ উড়িয়ে দিয়েছে। পাকিস্তানের কোনও জঙ্গি সংগঠনের সঙ্গেই তাদের কোনও যোগাযোগ নেই বলে দাবি করেছে তালিবানের মুখপত্র। রাজনৈতিক স্বার্থ সিদ্ধির জন্য তালিবানদের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন তাঁরা। এদিকে একের পর এক আফগান শহর দখল করে চলেছে তালিবানরা। যুদ্ধ বিধ্বস্ত আফগানিস্তানকে ভারতের সাহায্যের জন্য কুর্নিশ জানিয়েছে তালিবানরা। তালিবান মুখপাত্র মহম্মদ সুহেল শাহিন বলেছেন0, আফগানিস্তানের জনগণের জন্য সেতু নির্মাণ, পরিকাঠামোর উন্নতিতে অনেক সাহায্য করেছে ভারত। দেশের অর্থনৈতিক সমৃদ্ধির জন্য যা কিছু করা হয়েছে তার আমরা প্রশংসা করি।