লর্ডসে রুটদের থামাতে ফিল্ডিং করছেন ভারতের ১২ জন! কলুষিত ক্রিকেটীয় মুহূর্তের ভিডিও ভাইরাল

লর্ডসকে বলা হয় ক্রিকেটের মক্কা। সেই লর্ডসেই আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় সংস্করণে ভারত-ইংল্যান্ড সিরিজের দ্বিতীয় টেস্ট চলছে। তৃতীয় দিনে সেই লর্ডসেই ঘটল দুটি অবাঞ্ছিত ঘটনা। একটি দেখে হাসি চেপে রাখতে পারলেন না বিরাট কোহলি, মহম্মদ সিরাজরা। অন্যটির ক্ষেত্রে বিরাট কোহলি আম্পায়ারদের গোচরে বিষয়টি আনায় খেলা বন্ধ রইল কিছুক্ষণ।

মাঠে দ্বাদশ ব্যক্তি!

লর্ডসের গ্যালারিতে বসে বিয়ার, শ্যাম্পেন দর্শকরা পান করেন সেটা হামেশাই দেখা যায় টিভির পর্দায়। কিন্তু কোনও কিছু যে বেশি ভালো নয়, সেটাই দেখা গেল ক্রিকেটের মক্কায়। এদিন খেলা চলাকালীন আচমকাই দেখা যায় মাঠে ঢুকে পড়েছেন ইংরেজ দর্শক। পরনে বিরাট কোহলির নেতৃত্বাধীন ভারতীয় দলের জার্সি। কোনওভাবেই তিনি মাঠ ছাড়তে রাজি হচ্ছিলেন না। তা দেখে বিরাট কোহলি, মহম্মদ সিরাজরা হাসিতে ফেটে পড়েন।

উপভোগ করলেন বিরাট-সিরাজরা

পরে মাঠের নিরাপত্তারক্ষীরা ওই দর্শককে মাঠের বাইরে নিয়ে যেতে গেলে তিনি দেখাতে থাকেন তাঁর জার্সিতে ভারতীয় দলের লোগো। তিনি নিজেকে ভারতীয় দলের একজন প্রমাণে মরিয়া ছিলেন! তাঁর জার্সিতে নম্বরও লেখা ছিল, ৬৯ নম্বর জার্সিধারীর নাম লেখা ছিল জারভো। তাঁর কাছে গিয়ে ঘুরেও আসেন রবীন্দ্র জাদেজা, মহম্মদ সিরাজরা। অনেক বুঝিয়ে-সুঝিয়ে এরপর তাঁকে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়। বোঝাই যাচ্ছে, ওই দর্শক একেবারেই সাধারণ অবস্থায় ছিলেন না। শুধু তাই নয়, এমন অবাঞ্ছিত ঘটনায় ক্রিকেটারদের নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠে যায়। যদিও ভারতীয় ক্রিকেটাররা গোটা বিষয়টিকে মজাচ্ছলেই নিয়েছে বলে তাঁদের হাবেভাবে বোঝা যায়। গোটা বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় চর্চা, হাসি-ঠাট্টাও শুরু হয়েছে।

দর্শকদের অভব্যতা

এরই মধ্যে ঘটে আরেকটি অবাঞ্ছিত ঘটনা। ক্রিকেটের মক্কায় জেন্টলম্যান্স গেম বলে পরিচিত ক্রিকেটই যেখানে অসম্মানের মুখে পড়ল। আজ তৃতীয় দিনে ম্যাচে একেবারেই ভালো কিছু করতে পারেনি ভারত। প্রথম সেশনে উইকেট পড়েনি। জো রুটের শতরান ইংল্যান্ডের হাতে ম্যাচের রাশ তুলে দিয়েছে। তাতেও লর্ডসের মতো গ্যালারিতে দর্শকদের অভব্যতা প্রচণ্ড সমালোচিত হচ্ছে। ঘটনা ম্যাচের ৬৯তম ওভারে, মধ্যাহ্নভোজের বিরতির কিছু আগে। মহম্মদ শামি বোলিং করছিলেন জো রুটকে। বাউন্ডারি লাইনের ধারে থার্ড ম্য়ান অঞ্চলে ফিল্ডিং করছিলেন ভারতীয় দলের হয়ে এই টেস্টে শতরানকারী লোকেশ রাহুল। হঠাৎ দেখা যায় বিরাট কোহলি রাহুলের দিকে কিছু ইঙ্গিত করছেন। কয়েক সেকেন্ডের মধ্যেই বিষয়টি পরিষ্কার হয়। দেখা যায় রাহুলের পাশে পড়ে রয়েছে অসংখ্য শ্যাম্পেনের কর্ক। বিরাট কোহলি আম্পায়ারদের নজরে আনেন বিষয়টি। খেলা কিছুক্ষণের জন্য বন্ধ থাকে।

কলুষিত ক্রিকেটের মক্কা

ঘটনার সমালোচনা করে ভারতীয় ক্রিকেটপ্রেমীরা লেখেন, রাহুলের উচিত ছিল ওগুলি দর্শকদের দিকেই ফিরিয়ে অভব্যতার জবাব দেওয়া। কেউ আবার সার্থকভাবেই লিখেছেন ক্রিকেটের মক্কা হঠাৎ যেন বার হয়ে উঠেছে! সবমিলিয়ে এই ঘটনাগুলি ক্রিকেট মাঠে যে অবাঞ্ছিত তা যেমন স্পষ্ট হয়েছে, তেমনই লর্ডসের নাক উঁচু আয়োজকদেরও এই ধরনের ঘটনা ঠেকানোর ব্যবস্থা গ্রহণ করা উচিত বলে সোশ্যাল মিডিয়ায় দাবি উঠেছে।

More JOE ROOT News  

Read more about:
English summary
English Fan Invades Pitch With Team India Jersey On Day 3 Of Lord's Test. Play Halted For Sometimes As England Spectators Threw Champagne Corks On KL Rahul.
Story first published: Saturday, August 14, 2021, 21:11 [IST]