ব্যাঙ্কের তরফে দারুণ একটা অফার!
দেশের অন্যতম বড় রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্ক এসবিআই। গ্রাহকদের কথা ভেবে দারুন এই অফার ঘোষণা করা হয়েছে। ব্যাঙ্ক মনে করছে এই অফারে উপকৃত হবেন ব্যাঙ্ক গ্রাহকরা। মহিলারা যদি এই হোম লোনের জন্যে আবেদন করেন তাহলে সুদের হারের উপরে পাঁচ বেসিস পয়েন্টে আরও বেশ কিছু ছাড় দেওয়া হবে।
যদি কোনও গ্রাহক স্টেট ব্যাঙ্কের YONO সার্ভিসের মাধ্যমে হোম লোনের আবেদন করে থাকে তাহলে আরও বেশ কিছু ডিসকাউন্টের কথা বলা হয়েছে ব্যাঙ্কের তরফে।
এই মুহূর্তে স্টেট ব্যাঙ্কের হোম লোনে সুদের হার 6.70 শতাংশ। ব্যাঙ্ক তাঁদের গ্রাহককে ৩০ লক্ষ টাকা পর্যন্ত 6.70 শতাংশ সুদের হারে লোন দেওয়ার কথা বলা হয়েছে। তবে ৩০ লক্ষ টাকা থেকে ৭৫ লক্ষ টাকা পর্যন্ত যদি হোম লোন নেওয়ার প্রয়োজন হয় তাহলে সুদের হার 6.95 শতাংশ হবে।
৭৫ লাখের বেশী যদি কেউ হোম লোন নেয় তাহলে সুদের হার হবে 7.05 শতাংশ।
কীভাবে আবেদন করবেন?
৭৫ তম স্বাধীনতার আনন্দে মেতে উঠবে গোটা দেশ। আর এই অবস্থায় ১৫ অগস্টকে সামনে রেখে স্টেট ব্যাঙ্ক তাঁদের দারুণ একটা অফার নিয়ে এসেছে। আর সেই কারণে দেরি না করে এখনই সেই লাভ তুলে নেওয়ার কথা বলা হচ্ছে।
কোনও ব্যক্তি এসবিআইয়ের ডিজিটাল সার্ভিস অর্থাৎ YONO SBI-এর মাধ্যমে এই হোম লোনের জন্যে আবেদব করতে পারবেন। এছাড়াও স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া 7208933140 নম্বরটি খুলে দিয়েছে। কোনও ব্যক্তির যদি এই হোম লোনের প্রয়োজন হয় তাহলে এই নম্বরে মিসড কল দেওয়ার কথা বলা হয়েছে।
কীসের ভিত্তিতে এই লোন পাওয়া যাবে?
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া টুইট করে এই লোনের ব্যাপারে বিস্তারিত ভাবে জানিয়েছে। তবে এই লোন পেতে গেলে কয়েকটি বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে। এছাড়াও এই লোন পেতে গেলে ইনকাম প্রুফ প্রয়োজনীয়।
এছাড়াও লোনের সমান কোনও জিনিসকে ব্যাঙ্কের আওতায় রাখতে হবে। বর্তমাণে কোনও লোন রয়েছে কিনা, ক্রেডিট হিস্ট্রি সহ আরও বেশ কয়েকট জিনিস দেখার পরেই চূড়ান্ত ভাবে হোম লোন সেকশন হবে। আরও বিস্তারিত এই বিষয়ে জানার জন্যে নিকটস্থ কোনও ব্যাঙ্কে কি যোগাযোগ করুন।