১৮৫৭ সালের মহাবিদ্রোহ
১৮৫৭ সালের সিপাহী বিদ্রোহ বা মহাবিদ্রোহের পর ভারত সরাসরি ব্রিটিশ সাম্রাজ্যের অধীনে চলে আসে। তার আগে পর্যন্ত দেশের বিভিন্ন রাজ্যের শাসকরা নানা নকশা ও রঙের পতাকা ব্যবহার করতেন। ভারত পুরোপুরি পরাধীন হলে ব্রিটিশরা গোটা দেশের জন্য একটাই পতাকা তৈরি করেছিল। পাশ্চাত্যের হেরাল্ডিক আদর্শে নির্মিত স্টার অফ ইন্ডিয়া ছিল কানাডা ও অস্ট্রেলিয়া সহ অন্যান্য ব্রিটিশ উপনিবেশের পতাকাগুলির মিশ্রনে তৈরি। নীল ও লাল এনসাইন পতাকার ঊর্ধ্ব-বাম কোয়াড্র্যান্টে থাকত ইউনিয়ন ফ্ল্যাগ। দক্ষিণার্ধ্বের মধ্যভাগে রাজমুকুট-বেষ্টিত একটি স্টার অফ ইন্ডিয়া প্রতীক রাখা হত।
স্বাধীনতা আন্দোলনে জাতীয় পতাকা
বিংশ শতাব্দীর প্রারম্ভে ব্রিটিশ শাসনের নাগপাশ থেকে মুক্তিলাভের উদ্দেশ্যে ভারতে স্বাধীনতা আন্দোলনের জোয়ার এসেছিল। ঠিক সময়ই একটি জাতীয় পতাকার প্রয়োজনীয়তা অনুভূত করেছিলেন স্বদেশীরা। ১৯০৪ সালে স্বামী বিবেকানন্দের শিষ্যা ভগিনী নিবেদিতা ভারতের প্রথম জাতীয় পতাকার রূপদান করেছিলেন। যেটি মার্গারেটের নামেই চিহ্নিত হয়েছিল। লাল চতুষ্কোণাকার ওই পতাকার কেন্দ্রে ছিল বজ্র ও শ্বেতপদ্ম সম্মিলিত হলুদ ইনসেট। লাল রং ছিল স্বাধীনতা সংগ্রাম, হলুদ বিজয় ও সাদা পদ্মকে ধরা হয়েছিল পবিত্রতার প্রতীক হিসেবে। ওই পতাকায় বন্দে মাতরম কথাটি বাংলা ভাষায় লেখা হয়েছিল। ১৯০৬ সালের ৭ অগাস্ট কলকাতার পার্সিবাগান স্কোয়ারে বঙ্গভঙ্গ বিরোধী এক সভায় প্রথম ত্রিবর্ণরঞ্জিত পতাকা উত্তোলন করেছিলেন বিপ্লবী শচীন্দ্রপ্রসাদ বসু। যেটি কলকাতা পতাকা নামে পরিচিত হয়েছিল। পতাকাটি ওপর, মাঝখান ও নিচে যথাক্রমে কমলা, হলুদ ও সবুজ রঙে রঞ্জিত ছিল। কমলা ডোরায় আটটি অর্ধ-প্রস্ফুটিত পদ্ম এবং সবুজ রঙে সূর্য ও অর্ধচন্দ্র আঁকা হয়েছিল। মাঝের হলুদ রঙে দেবনাগরী হরফে লেখা হয়েছিল বন্দে মাতরম। ১৯০৭ সালের ২২ জুলাই জার্মানির স্টুটগার্টে ভিখাজি কামা, বীর সাভারকর ও শ্যামজি কৃষ্ণ বর্মার উদ্যোগে অন্য একটি ত্রিবর্ণরঞ্জিত পতাকা উত্তোলন করা হয়েছিল। যার ওপরে ছিল সবুজ রঙ (ইসলামের প্রতীক)। পতাকার মাঝখান ও নিচে যথাক্রমে গেরুয়া (হিন্দু ও বৌদ্ধধর্মের প্রতীক) ও লাল রঙে রঙিন করা হয়েছিল। সবুজ রঙের ওপর ব্রিটিশ ভারতের আটটি প্রদেশের প্রতীক হিসেবে আটটি পদ্মের সারি অঙ্কন করা হয়েছিল। মাঝে দেবনাগরী হরফে বন্দে মাতরম কথাটি লেখা হয়েছিল। নিচের অংশ অর্ধচন্দ্র ও সূর্য অঙ্কন করা হয়েছিল।
১৯১৬ থেকে ১৯১৭
১৯১৭ সালে বাল গঙ্গাধর তিলক ও অ্যানি বেসান্তের হোমরুল আন্দোলন থেকে এক নতুন পতাকার জন্ম হয়েছিল। যাতে পাঁচটি লাল ও চারটি সবুজ আনুভূমিক ডোরা ছিল। উপরের বাঁদিকে আয়তাকার ইউনিয়ন পতাকা ছিল আন্দোলনের ডোমিনিয়ন মর্যাদা লাভের লক্ষ্যের প্রতীক। হিন্দুদের পবিত্র সপ্তর্ষি মণ্ডলের প্রতীকরূপে সাতটি সাদা তারা পতাকায় আঁকা হয়েছিল। এর এক বছর আগে অন্ধ্রপ্রদেশের মছলিপত্তনমের ভাটলাপেনামারু গ্রামের পিঙ্গালি ভেঙ্কাইয়া জাতীয় পতাকার নতুন রূপদানের চেষ্টা করেছিলেন। তিনি, উমর সোবানি ও এস বি বোমানজির মিলে ভারতের জাতীয় পতাকা তৈরির কাজ শুরু করেছিলেন। ভেঙ্কাইয়া এই পতাকার জন্য অনুমোদন চাইতে গেলে মহাত্মা গান্ধী তাতে চরকার ছবি যোগ করার পরামর্শ দিয়েছিলেন। হস্তচালিত ওই চরকা ছিল ভারতের অর্থনৈতিক পুনর্জাগরণের প্রতীক। ভেঙ্কাইয়া লাল ও সবুজ প্রেক্ষাপটে চরকার ছবি সম্বলিত পতাকাটি প্রস্তুত করেছিলেন। তাতে দেশের সকল ধর্মের প্রতিফলন ঘটেনি বলে মনে করেছিলেন মহাত্মা। এরপর নতুন তৈরি করা ত্রিবর্ণরঞ্জিত পতাকার ওপরে সাদা (সংখ্যালঘু সম্প্রদায়), মাঝে সবুজ (মুসলিম) ও নিচে ছিল নীল রঙ (হিন্দু)। পতাকার তিনটি ধাপ জুড়ে খচিত ছিল চরকার ছবি। যেটি আয়ারল্যান্ডের জাতীয় পতাকার সমরূপ ছিল। জাতীয় কংগ্রসের আহমেদাবাদ অধিবেশনে পতাকাটি উত্তোলন করা হয়েছিল।
১৯৩১ থেকে নতুন শুরু
ভারতের পতাকা ধর্মের রঙে রঙিন করার বিপক্ষে সরব হয়েছিল দেশের বিভিন্ন সম্প্রদায়ের মানুষ। তার জেরে ১৯৩১ সালের করাচি কংগ্রেস অধিবেশনে পতাকা সংক্রান্ত শেষ প্রস্তাবটি পাস করা হয়েছিল। পিঙ্গালি ভেঙ্কাইয়ার অঙ্কিত নতুন একটি ত্রিবর্ণরঞ্জিত পতাকা গৃহীত হয়েছিল। এই পতাকার ওপর থেকে নিচে গেরুয়া, সাদা ও সবুজ রঙে রঙিন করা হয়েছিল। সাদা রঙে আঁকা হয়েছিল চরকা। গেরুয়া ত্যাগ, সাদা সত্য-শান্তি এবং সবুজকে বিশ্বাস-প্রগতির প্রতীক হিসেবে দেখা হয়েছিল। ১৯৪৭ সালের ২৩ জুন ভারতের জাতীয় পতাকার বিষয়ে সিদ্ধান্তে উপনীত হওয়ার জন্য গণপরিষদ স্থাপিত হয়েছিল। রাজেন্দ্র প্রসাদের নেতৃত্বে গঠন করা ওই কমিটিতে ছিলেন মৌলানা আবুল কালাম আজাদ, সরোজিনী নাইডু, চক্রবর্তী রাজাগোপালাচারী, কেএম মুন্সি ও বিআর আম্বেদকর। ১৯৪৭ সালের ১৪ জুলাই সিদ্ধান্ত নেওয়া হয় ভারতের জাতীয় কংগ্রেসের পতাকাটি উপযুক্ত সংস্কারের পর সব দল ও সম্প্রদায়ের কাছে গ্রহণীয় করে তুলে সর্বোতভাবে গৃহীত হবে। চরকার পরিবর্তে পতাকায় সারনাথ স্তম্ভ থেকে ধর্মচক্রটিকে গ্রহণ করা হয়েছিল। ১৯৪৭ সালের ১৫ অগস্ট স্বাধীন ভারতে প্রথমবার এই পতাকাটি উত্তোলিত হয়েছিল।