মৌসুমী অক্ষরেখার অবস্থান
এদিন আবহাওয়া দফতরের থেকে জানানো হয়েছে, মৌসুমী অক্ষরেখার পশ্চিম দিকের অংশ হিমালয়ের পাদদেশের খুব কাছেই অবস্থান করছে। অন্যদিকে পূর্ব দিকের অংশ গোরক্ষপুর, মুজফফরপুর, শান্তিনিকেতন, হলদিয়া হয়ে দক্ষিণ-পূর্ব থেকে বঙ্গোপসাগর উত্তর-পূর্ব দিকে চলে দিয়েছে। এছাড়াও বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে স্থলভাগে। যার জেরে আগামী ১৫ অগাস্ট পর্যন্ত পশ্চিমবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টি চলতে থাকবে।
পশ্চিমবঙ্গের জেলাগুলির আবহাওয়া
এদিন আবহাওয়া দফতর থেকে দেওয়া সতর্কবার্তায় বলা হয়েছে শুক্রবার আলিপুরদুয়ার এবং দার্জিলিং-এ ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। যার জেরে কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে। কোচবিহার, জলপাইগুড়ি, কালিম্পং-এর ভারী বৃষ্টির পূর্বাভাসে হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
১৪ অগাস্ট শনিবারের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ওই দিন ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায়। যার জেরে কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে। ওইদিন দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পং-এ ভারী বৃষ্টির সতর্কতায় হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে।
১৫ অগাস্ট রবিবার ভারী বৃষ্টি হতে পারে হিমালয়ের পাদদেশ সংলগ্ন পাঁচ জেলাতেই। জার জেরে হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল (৩৩.৬)
বালুরঘাট ( ৩১.৮)
বাঁকুড়া (৩৪.২)
ব্যারাকপুর (৩২.৬ )
বহরমপুর (৩৪ )
বর্ধমান (৩৪ )
ক্যানিং (৩৩.৪)
কোচবিহার ( ২৯.৭ )
দার্জিলিং (২০.২)
দিঘা ( ৩৪.৮)
কলকাতা (৩১.৩)
মালদহ (৩০.৩)
পানাগড় (৩৪.৮)
পুরুলিয়া (৩২.৩)
শিলিগুড়ি (৩০.৮)
শ্রীনিকেতন (৩৪.৩)
১৫ অগাস্টের পরে বৃষ্টি বাড়বে ওড়িশা ও অন্ধ্র উপকূলে
পশ্চিম মধ্য এবং সংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে ১৫ অগাস্ট নাগাদ একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে চলেছে। পরবর্তী ৪৮ ঘন্টায় তা থেকে একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা। যার জেরে ১৫ অগাস্টের পর থেকে দক্ষিণ ভারতের উত্তর-পূর্ব অংশে এবং সংলগ্ন পূর্ব-মধ্য ভারতে বৃষ্টির পরিমাণ বাড়বে। অন্যদিকে অসম-মেঘালয়-সহ উত্তর-পূর্ব ভারত এবং সংলগ্ন হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টি চলবে শনিবার পর্যন্ত, তারপর বৃষ্টির পরিমাণ কমবে। পূর্ব উত্তর প্রদেশ এবং বিহারের বিচ্ছিন্নভাবে যে বৃষ্টি চলছে, তা ১৪ অগাস্ট পর্যন্ত চলতে থাকবে, তারপর তা কমবে। পশ্চিম হিমালয় অঞ্চলে আগামী ৩-৪ দিন বিস্তীর্ণ এলাকায় ভারী বৃষ্টি হবে। হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডে ১৫ অগাস্ট পর্যন্ত বৃষ্টি হবে। আগামী ৫ দিন যেসব রাজ্যে বৃষ্টির পরিমাণ কমে গিয়েছে, সেই পরিস্থিতি চলতে থাকবে।