শুভেন্দুর হুঁশিয়ারিকে উপেক্ষা, পিএসির বৈঠক থেকে বেরিয়ে এক প্রশ্নের দুই উত্তরে ধাঁধায় ফেললেন মুকুল

জুনে দলবদল করে তৃণমূলে যোগ দিয়েছিলেন মুকুল রায় (mukul roy)। তারপর তাঁকে পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান করা হয়। যা নিয়ে হুঁশিয়ারি দিয়ে মুকুল রায়ের বিধায়ক পদ খারিজের দাবি করার পাশাপাশি পিএসির (pac) চেয়ারম্যানের পদ থেকে তাঁর অপসারণের দাবিও তোলেন শুভেন্দু অধিকারী (suvendu adhikari)। সেই পরিস্থিতির মধ্যে এদিন পিএসির বৈঠকে যোগ দেন মুকুল রায়। তারপর একের পর এক প্রশ্নের উত্তরে ধাঁধায় ফেলে দেন সবাইকে।

হুঁশিয়ারি দিয়েছিলেন শুভেন্দু অধিকারী

বৃহস্পতিবারই জানা গিয়েছে, মুকুল রায়কে পিএসির চেয়ারম্যান করা নিয়ে বিধানসভায় চলা শুনানি পিছিয়ে দেওয়া হয়েছে ২৪ অগাস্ট পর্যন্ত। এর আগে মুকুল রায়কে পিএসির চেয়ারম্যান করা নিয়ে হুঁশিয়ারি দিয়েছিলেন শুভএন্দু অধিকারী। তাঁর বিধায়ক পদ খারিজকে কার্যত চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিলেন শুভেন্দু অধিকারী। বলেছিলেন, মুকুল রায় বিধায়ক থাকলে তো পিএসির চেয়ারম্যান হবেন। বিজেপির প্রতীকে জয়লাভ করে মুকুল রায় তৃণমূলে যোগ দিয়েছেন, সেই সম্পর্কিত স্টিল ও ভিডিও তিনি জমা দিয়েছেন বিধানসভার অধ্যক্ষের কাছে। অন্যদিকে বিষয়টি নিয়ে মামলাও হয়েছে হাইকোর্টে। শুভেন্দু অধিকারী বলেছিলেন, মুকুল রায়ের বিরুদ্ধে যা প্রমাণ আছে, তা সত্যকে প্রমাণ করার পক্ষে যথেষ্ট।

পিএসির দ্বিতীয় বৈঠকে যোগদান

পিএসির দ্বিতীয় বৈঠকে যোগ দিতে এদিন বিধানসভায় যান মুকুল রায়। মুকুল রায় জানা, ৩০ জুলাই দিল্লিতে থাকায় তিনি পিএসির প্রথম বৈঠকে যোগ দিতে পারেননি। এদিন পিএসির বৈঠক শুরুর আধঘন্টারও বেশি সময় পরে তিনি সেখানে হাজির হন। তবে তার আগে অ্যাক্টিং চেয়ারম্যান হিসেবে বৈঠক পরিচালনা করেন তাপস রায়। তবে আগের দিনের মতো এদিনও বিজেপির সদস্যরা বৈঠক বয়কট করেন। মূলত মুকুল রায়কে পিএসির চেয়ারম্যান করার প্রতিবাদেই অনির্দিষ্টকালের জন্য বৈঠক বয়কট করেছে বিজেপি। পরের বৈঠকে কীকী আলোচনা হবে, তা এদিনের বৈঠকে স্থির হয়েছে বলে সূত্রের খবর। পিএসির পরবর্তী বৈঠক বসার কথা ২৭ অগাস্ট।

কৌশলী মুকুলের উত্তর

বারবার কেন তাঁর মুখে বিজেপি চলে আসছে, এদিন এই প্রশ্নের উত্তরে মুকুল রায় বলেন, দল হিসেবে তাঁকে জবাব দিতে হবে। তিনি বলেন, তৃণমূল জিজ্ঞাসা করলে তৃণমূল বলবেন, বিজেপি বললে বিজেপি বলবেন। বলেই তিনি হেসে ফেলেন। তাঁর রাজনৈতিক অবস্থান প্রসঙ্গে জিজ্ঞাসা করা হলে, মুকুল রায় বলেন, স্বাভাবিকভাবে তিনি তৃণমূলে আছেন। ত্রিপুরায় তৃণমূলের ওপরে হামলা করা হচ্ছে, এব্যাপারে মুকুল রায় বলেন, কোনও সন্দেহ নেই। আর ত্রিপুরায় কি তৃণমূল পারবে, উত্তরে মুকুল রায় বলেন, আগের চাইতে ভাল হবে। ত্রিপুরায় আক্রমণ করা হচ্ছে, এই প্রসঙ্গে মুকুল রায় বলেন এটা অন্যায়। বিজেপি কি ভয় পেয়েছে, উত্তরে মুকুল রায় বলেন, তা তিনি বলতে পারবেন না, তবে এটা ঠিক নয়। তিনি কি ত্রিপুরায় যাবেন, উত্তরে মুকুল রায় বলেন, দল পাঠালে যাবেন। উপনির্বাচনে তৃণমূল কেমন ফল করবে, প্রশ্নের উত্তরে মুকুল রায় বলেন, উপনির্বাচন আগে ঘোষণা করা হোক। এদিন ফের তাঁর দিকে কৃষ্ণনগর উত্তর নিয়ে প্রশ্ন ছুঁড়ে দেন সাংবাদিকরা। আবার কি বিপুল ভোটে জিতবেন, প্রশ্নের উত্তরে মুকুল রায় বলেন, হ্যাঁ। তিনি বলেন, বিজেপির হয়ে দাঁড়ালে জিতবেন। তৃণমূলের হয়ে দাঁড়ালে মানুষ সিদ্ধান্ত নেবেন বলেও মন্তব্য কেন তিনি। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, ত্রিপুরায় দেড় বছরের মধ্যে জোড়া ফুলের সরকার হবে, সেই প্রশ্নের উত্তরে মুকুল রায় বলেছেন খুব সম্ভাবনা রয়েছে।

তিনি বিজেপির থেকে পিএসির চেয়ারম্যান হিসেবে রয়েছেন বলেও এদিন জানিয়েছেন। আদালতে মামলা প্রসঙ্গে তিনি বলেছেন, আদালতেই এর জবাব দেবেন। এই মুহূর্তে কি রাজ্যে উপনির্বাচন হওয়া উচিত সেই প্রসঙ্গে তিনি বলেন, দল যদি তাঁকে প্রশ্ন করেন, তাহলে তিনি সেই প্রশ্নের উত্তর দেবেন।

গত শুক্রবার জল্পনা তৈরি করেছিলেন মুকুল

গত শুক্রবার মুকুল রায় গিয়েছিলেন কৃষ্ণনগরে। সেখানে প্রশ্নের উত্তরে তিনি বলেছিলেন, সেখানকার মানুষের আশীর্বাদ সঙ্গে থাকার পল মিলেছিল। তারপর তিনি প্রশ্নের উত্তরে জানান, ফের ভোট হলে বিজেপিই জিতবে। তারপর থেকেই মুকুল রায়ের মন্তব্যে জল্পনা তৈরি হয়।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

ফের অসংলগ্ন কথা মুকুলের, তিনি তৃণমূলে নাকি বিজেপিতে! |Oneindia Bengali

More MUKUL ROY News  

Read more about:
English summary
After joining PAC in assembly Mulul Roy puzzles all in answering questions as he didn't specifies which party is he belongs.
Story first published: Friday, August 13, 2021, 16:22 [IST]