লর্ডসে প্রথম দিনেই ভারতের নতুন রেকর্ড, বিরাট উইকেট প্রাপ্তির রহস্য ফাঁস রবিনসনের

আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় সংস্করণে সিরিজের দ্বিতীয় টেস্ট ভারত ও ইংল্যান্ড খেলছে লর্ডসে। ক্রিকেটের মক্কায় লোকেশ রাহুলের শতরানের সুবাদে ভারতের হাতেই এখন ম্য়াচের রাশ। প্রথম দিনেই ভারতীয় দল বেশ কিছু গুরুত্বপূর্ণ নজিরও গড়ে ফেলেছে।

রাহুলের প্রশংসায় বীরু

লর্ডস টেস্টে দুরন্ত শতরান হাঁকিয়ে ওপেনার হিসেবে বীরেন্দ্র শেহওয়াগের নজির স্পর্শ করেছেন লোকেশ রাহুল। এশিয়ার বাইরে ভারতীয় ওপেনারদের মধ্যে সবচেয়ে বেশি ১৫টি শতরান রয়েছে সুনীল গাভাসকরের, ৮১টি ইনিংসে। বীরেন্দ্র শেহওয়াগ ৫৯ ইনিংসে চারটি টেস্ট শতরান ওপেনার হিসেবে করেছেন এশিয়ার বাইরে। রাহুলের চারটি টেস্ট শতরান এশিয়ার বাইরে এল মাত্র ২৮টি টেস্ট ইনিংসে। আজ টুইটারে রাহুলের ইনিংসের প্রশংসা করে বীরু লিখেছেন, প্রথমে রোহিত শর্মাকে যোগ্য সঙ্গত দেওয়া, পরে দলের রানকে এগিয়ে নিয়ে গিয়ে অনবদ্য শতরান করেছেন রাহুল। শতরানের মতোই তৃপ্তি দিনের শেষে অপরাজিত থাকাও। ওয়েল ডান রাহুল! আজ আরও বেশি রান চাই।

১০ বছর পর

রোহিত শর্মা ও লোকেশ রাহুলের ওপেনিং জুটিতে ওঠে ১২৬ রান, তার মধ্যে ৮৩ রানই ছিল রোহিতের। ২০১১ সালের পর এই প্রথম এশিয়ার বাইরে টেস্টে ভারতের ওপেনিং জুটি একশো রান পার করল। ২০১০ সালে সেঞ্চুরিয়নে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বীরেন্দ্র শেহওয়াগ ও গৌতম গম্ভীরের জুটিতে উঠেছিল ১৩৭ রান। ২০১১ থেকে ২০২০ পর্যন্ত এশিয়ার বাইরে ৮৯টি ইনিংসে ভারতীয় ওপেনাররা যোগ করেছেন ১৮২২ রান। প্রতি ওপেনিং পার্টনারশিপের ক্ষেত্রে ওভারের গড় ছিল ৬.২। এই সময়কালে সেরা ওপেনিং পার্টনারশিপ ছিল ৮৭ রানের। ওপেনিং জুটির গড় ছিল ২০.৪৭। কিন্তু চলতি বছর থেকে সেই চিত্র বদলাতে শুরু করেছে। গতকাল রোহিত ও রাহুলের জুটি শতরানের পার্টনারশিপ গড়ায় ৯টি ইনিংসে রান হয়েছে ৫১৩। ওপেনিং পার্টনারশিপের টিকে থাকার ওভারের গড় বেড়ে হয়েছে ২০.৪। ওপেনিং জুটিতে রানের গড়ও বেড়ে হয়েছে ৫৭।

আরও নজির

২০১৬ সালের অগাস্টের পর এই প্রথম ইংল্যান্ডে টেস্ট খেলতে যাওয়া কোনও দেশ শতরানের ওপেনিং পার্টনারশিপ গড়তে সক্ষম হল। রোহিত-রাহুল যোগ করেছেন ১২৬। এই সময়কালের মধ্যে ২০১৬ সালে বার্মিংহ্যামে অ্যালাস্টেয়ার কুক ও অ্যালেক্স হেলস পাকিস্তানের বিরুদ্ধে ওপেনিং জুটিতে ১২৬ রানই যোগ করেছিলেন, সেটি ছিল ওই টেস্টে ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংস। টস হেরে ব্যাট করতে নেমে রো-রা জুটির ১২৬ রান ইংল্যান্ডে খেলতে যাওয়া কোনও দলের ওপেনিং জুটির সর্বাধিক রান। লর্ডসে রোহিত ও রাহুল ভিনু মানকড় ও পঙ্কজ রায়ের ১৯৫২ সালের রেকর্ড ভেঙে এবং স্ট্রস-কুক জুটির কীর্তি ছাপিয়ে নতুন নজির গড়েছেন। তহে ইংল্যান্ডে খেলতে গিয়ে এবং টস হেরে ব্যাট করতে নেমে ওপেনিং জুটির সর্বাধিক রানের রেকর্ডটি রয়েছে মাইকেল স্লেটার ও মার্ক টেলরের, ১৯৯৩ সালে ওল্ড ট্র্যাফোর্ডে তাঁরা গড়েছিলেন ১২৮ রানের পার্টনারশিপ।

রাহুলের কীর্তি

২০১৫ সালের পর থেকে এশিয়ার বাইরে ভারতের হয়ে সর্বাধিক শতরানের কীর্তিও নিজের দখলে নিয়েছেন রাহুল। চারটি শতরান এল রাহুলের ব্যাট থেকে। দুটি ইংল্যান্ডের মাটিতে, একটি করে ওয়েস্ট ইন্ডিজ ও অস্ট্রেলিয়ায়। গতকাল রোহিত ও রাহুলের জুটি ভাঙে ৪৩.৪ ওভারে। ১৯৯৮ সালের পর এশিয়ার বাইরে সবচেয়ে বেশি ওভার খেলা ভারতীয় ওপেনিং জুটির তালিকায় এটি রইল দ্বিতীয় স্থানে। ২০০৭ সালে কেপটাউনে ওয়াসিম জাফর ও দীনেশ কার্তিকের ওপেনিং জুটিতে ১৫৩ রান উঠেছিল ৫৬.১ ওভারে। ২০১১ সালের পর এশিয়ার বাইরে কোনও টেস্টে ভারতের ওপেনিং জুটি এই নিয়ে পঞ্চমবার ২০ বা তার বেশি ওভার টিকল। সবগুলিই চলতি বছরে এবং দুবার চলতি ইংল্যান্ড সিরিজে।

বিরাট উইকেট

তবে আশা জাগিয়েও লর্ডসে বড় ইনিংস খেলতে পারেননি ভারত অধিনায়ক বিরাট কোহলি। তিনি করেন ৪২ রান। বিরাটের উইকেটকেই এখনও অবধি কেরিয়ারের সবচেয়ে বড় উইকেট বলে মনে করছেন ইংল্যান্ড পেসার অলি রবিনসন। কী পরিকল্পনা করে বিরাটের উইকেট তুলেছেন সেই রহস্যভেদের কথাও জানিয়েছেন তিনি। রবিনসন বলেন, বিরাটের উইকেটটা আমাদের কাছে একটা বিশাল মুহূর্ত ছিল। চতুর্থ বা পঞ্চম স্টাম্প লাইনে বল করার পরিকল্পনা ছিল আমাদের। সৌভাগ্যবশত সেই পরিকল্পনা গতকাল সফল হয়েছে।

More KL RAHUL News  

Read more about:
English summary
Openers Put India In Commanding Position As KL Rahul Cemented His Place In Test Team After Record Breaking Century. England's Pacer Ollie Robinson Says Virat Is Probably My Biggest Wicket To Date.
Story first published: Friday, August 13, 2021, 12:56 [IST]