স্বাধীনতা দিবসের আগে ক্রমশ উত্তপ্ত হচ্ছে ভূস্বর্গ! বিজেপি নেতার বাড়ি টার্গেট করে গ্রেনেড হামলা জঙ্গিদের

স্বাধীনতা দিবসের আগে ফের জঙ্গি হামলার ঘটনাতে কেঁপে উঠল ভূস্বর্গ। জঙ্গিদের টার্গেটে ফের বিজেপি নেতা। বিজেপি নেতার বাড়ি টার্গেট করে ছোঁড়া হল গ্রেনেড। ঘটনাতে গুরুতর আহত ওই বিজেপি নেতা। শুধু ওই নেতাই নয়, অতর্কিতে চালানো এই হামলাতে আরও পাঁচজন গুরুতর আহত হয়েছে বলে জানা যাচ্ছে।

আরও জানা যাচ্ছে যে এই ঘটনার পরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে দীর্ঘক্ষণ জঙ্গিদের গুলির লড়াই চলে। তবে গুলি চালাতে চালাতে এই এলাকা ছেড়ে পালিয়ে যায় জঙ্গিরা। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে।

জানা যাচ্ছে ঘটনার পরেই জঙ্গিদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি অভিযান। গোটা এলাকা কর্ডন করে দেওয়া হয়েছে। সামনেই স্বাধীনতা দিবস। আর এই উপলক্ষে সেজে উঠেছে গোটা ভূস্বর্গ। তবে ১৫ অগাস্ট স্বাধীনতা দিবসের আগে উপত্যকায় বিশেষ নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে। গত কয়েকদিন ধরই কাশ্মীর থেকে দিল্লি পর্যন্ত এলাকায় সতর্কতা বাড়ানো হয়েছে।

জানা যাচ্ছে ভারতে হামলা চালানোর প্ল্যানিং কষেছে জইশ ও লস্করের মতো পাকিস্তানি জঙ্গি সংগঠনগুলি। ইতিমধ্যে গোয়েন্দাদের তরফে এই অ্যালার্ট জারি করা হয়েছে। সেই মতো কড়া নিরাপত্তা ছিল।

কিন্তু জানা যাচ্ছে, বৃহস্পতিবার সন্ধায় হঠাত করেই ওই বিজেপি নেতার বাড়ি লক্ষ্য করে এই হামলা চালায়। ওই বিজেপি নেতার নাম জাসবির সিং বলে জানা যাচ্ছে। সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে জম্মু-কাশ্মীরের রাজৌরি সেক্টরের কান্দলি বলে একটি এলাকাতে। ঘটনার পর গোটা এলাকা ঘুরে ফেলেছে জম্মু-কাশ্মীর পুলিশ। জম্মু পুলিশের তরফে ইতিমধ্যে এই গ্রেনেড হামলার ঘটনার কথা স্বীকার করে নেওয়া হয়েছে।

ঘটনারয় চারজন গুরুতর আহত হয়েছে বলেও পুলিশের তরফে জানা গিয়েছে। তবে চারজনের মধ্যে দুজন নিরাপত্তা কর্মী বলে খবর। ওই বিজেপি নেতার উপর হামলা হওয়ার পরেই তাঁরা জঙ্গিদের টার্গেট করে পাল্টা গুলি চালাতে থাকে।

কিন্তু জঙ্গিদের ছোঁড়া গ্রেনেডের আঘাতে গুরুতর আঘাত লেগেছে বলে খবর। এই মুহূর্তে চিকিৎসাধীন সবাই। তবে এই ঘটনার পরেই নতুন করে আতঙ্ক ছড়িয়েছে উপত্যকাতে।

প্রসঙ্গত, গত কয়েকদিন আগে লালচকে এক বিজেপি নেতাকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালায় জঙ্গিরা। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই বিজেপি নেতার। শুধু তাই নয়, তাঁর সঙ্গে থাকা স্ত্রীকেও টার্গেট করে জঙ্গিরা। ঘটনাস্থলেও মৃত্যু হয় তার। এই ঘটনার রেশ কাটতে না কাটতেই আরও এক বিজেপি নেতাকে টার্গেট করল জঙ্গিরা।

এর আগেও একাধিকবার জঙ্গিদের টার্গেট হতে হয়েছে বিজেপি নেতাদের। কিন্তু কয়েকদিনের ব্যবধানে এই ঘটনাতে আতঙ্ক ছড়িয়েছে। শুধু তাই নয়, প্রশ্নের মুখে ভূস্বর্গে বিজেপি নেতাদের সুরক্ষা ব্যবস্থা।

অন্যদিকে বৃহস্পতিবার অপর একটি ঘটনাতে বিএসএফের কনভয় টার্গেট করে জঙ্গিরা। এমন খবর পাওয়া যাচ্ছে। কুলগাম জেলাতে এই হামলার ঘটনা ঘটেছে। তবে এই ঘটনাতে এখনও পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে স্বাধীনতা দিবসের আগে এই ঘটনা আরও বাড়বে বলে আশঙ্কা।

সেই মতো নিরাপত্তা ব্যসবস্থালেও কড়া করতে বলা হয়েছে।

More JAMMU AND KASHMIR News  

Read more about:
English summary
High alert in kashmir before independence day, terrorists target BJP leaders home