শীঘ্রই তালিবান দখলে আসতে পারে কাবুল
এদিকে কাবুল ‘জয়ই' যে তালিবানদের বর্তমানে একমাত্র লক্ষ্য তা তাদের গতিপথ দেখেই বোঝা যাচ্ছে। এদিকে গত কাবুলের দিকে অগ্রসর হতে হতে গত এক সপ্তাহে আফগানিস্তানের ১২টি প্রাদেশিক রাজধানীর দখলও নিয়ে ফেলেছে তালিবানেরা। এবার লোগার দখল হয়ে যাওয়ায় আশরফ প্রশাসেনর যে চিন্তায় কালঘাম ছুটবে তা আর বলার অপেক্ষা রাখে না। এদিকে ভৌগলিক ভাবে লোগার থেকে মাত্র ৯০ কিলোমিটার দূরেই রয়েছে কাবুল। এদিকে লোগার দখলের কয়েক ঘন্টা আগেই কান্দাহারের পাশাপাশি তৃতীয় বৃহত্তম শহর হেরাতেও নিজের আধিপত্য বিস্তার করেছে এই উগ্রপন্থী ইসলামী জঙ্গিরা।
৩৪টি প্রদেশের রাজধানীর মধ্যে ১২টিই তালিবান দখলে
এদিকে আফগানিস্তানের বর্তমান পরিস্থিতি যে ভাবে ধীরে ধীরে সঙ্কটজনক হয়ে যাচ্ছে তাতে চিন্তিত ভারতও। যুদ্ধবিধ্বস্ত দেশে ভারতীয় নাগরিক এবং বিশেষত ভারতীয় সাংবাদিকদের জন্য নিরাপত্তা পরামর্শ জারি করেছে মোদী সরকার। এদিকে আফগানিস্তানের ৩৪টি প্রদেশের রাজধানীর মধ্যে ১২টি প্রদেশের রাজধানী ইতিমধ্যেই দখল করেছে তালিবানেরা। হেরাত দখলের আগে কন্দহরের দক্ষিণে অবস্থিত লস্কর গাহ শহরেরও দখল নিয়েছে তালিবানরা।
কাবুলের সঙ্গে বিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা
অন্যদিকে গজনীর দখলও ইতিমধ্যেই এসেছে তালিবানদের দখলে। এদিকে ১২টি প্রদেশের রাজধানীর মধ্যে গজনী এবং কান্দহরের মতো আফগানিস্তানের গুরুত্বপূর্ণ শহরের দখল নেওয়ায় স্বভাবতই চাপ বেড়েছে আফগান সরকারের উপরেও। অন্যদিকে এই দু'টি শহর দখলের পর, কাবুলের সঙ্গে বাকি সমস্ত শহরের সম্পর্ক ছিন্ন করার চেষ্টা চালাচ্ছে তালিবানেরা। ইতিমধ্যেই তারা এই কাজে অনেকটাই সফল হয়েছে। দেশের অন্যান্য প্রান্তের থেকে ইতিমধ্যেই বিচ্ছিন্ন হয়ে পড়েছে কাবুলের একটা বড় অংশ।
সেনা পাঠাচ্ছে আমেরিকা-ব্রিটেন
এদিকে ইতিমধ্যেই কাবুলের দূতাবাস থেকে নিজেদের দেশের নাগরিকদের সরিয়ে নেওয়ার কাজ শুরু করেছে বিভিন্ন দেশ। এছাড়ও গোটা দেশের বিভিন্ন দূতাবাস থেকে সমস্ত কর্মী ও কূটনীতিকদের সরানোর কাজ সেরেছে ভারতও। এদিকে কাবুলে থাকা নাগরিকদের সরানোর জন্য ৩ হাজার সেনা পাঠাচ্ছে আমেরিকা। পাশাপাশি ৬০০ সেনা পাঠাচ্ছে ব্রিটেন। সব মিলিয়ে পরিস্থিতি ক্রমেই ভয়াবহ হয়ে উঠছে আফগানিস্তানের। এমতাবস্থায় তালিবানদের সঙ্গে সমঝোতার রাস্তায় হেঁটে আফগান সরকার কতটা সুফল পায় এখন সেটাই দেখার।