থালা মেট থালাপতি
তামিল ছবির প্রখ্যাত নায়ক কলিউডে পরিচিত থালাপতি নামে। আর চেন্নাই সুপার কিংস ধোনি আইপিএলের দৌলতে থালা নামে জনপ্রিয়। তাই থালা যখন থালাপতির সঙ্গে দেখা করেন আর সেই ছবি প্রকাশিত হয় তখন তা ঘিরে যে উন্মাদনা তুঙ্গে উঠবে তা নিশ্চিত। সেটাই হয়েছে আজ। থালাপতি-থালা সাক্ষাতের ছবি রীতিমতো ভাইরাল। ধোনি রয়েছেন চেন্নাইয়ে, চেন্নাই সুপার কিংস দলের সঙ্গে কাল তাঁর দুবাই উড়ে যাওয়ার কথা। যদিও সংযুক্ত আরব আমিরশাহী সরকারের তরফে সবুজ সঙ্কেত না আসায় কাল চেন্নাই সুপার কিংস ও মুম্বই ইন্ডিয়ান্স আইপিএলের শিবিরের জন্য উড়ে যেতে পারবেন কিনা তা নিয়ে সংশয় রয়েছে। অন্যদিকে, তামিল সুপারস্টার বিজয় তাঁর বিস্ট ছবির শুটিংয়ের কাজে চেন্নাইয়ে রয়েছেন। তাঁরও খুব শীঘ্রই ইউরোপ রওনা দেওয়ার কথা।
সাক্ষাতের মুহূর্ত ভাইরাল
এরই মধ্যে বিস্ট ছবির শুটিংয়ের কাজ চলছিল চেন্নাইয়ের গোকুলম স্টুডিওয়। সেখানে একটি বিজ্ঞাপনের শুটিংয়ের কাজে যান মাহি। অনেক দিন পর দুই বন্ধুর দেখা হয় সেখানেই। উল্লেখ্য, তামিল নায়ক বিজয় ২০০৮ সালে চেন্নাই সুপার কিংসের ব্র্যান্ড অ্যাম্বাসাডরও ছিলেন। তখন থেকেই ধোনির সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা নিবিড় হয়। সোশ্যাল মিডিয়ায় গোকুলম স্টুডিওয় ধোনি ও বিজয়ের কাটানো বিভিন্ন মুহূর্তের পাশাপাশি সিএসকে জার্সিতে বিজয়ের ছবিও শেয়ার করেছেন ভক্তরা। বিস্ট ছবির পরিচালক নেলসন দিলীপকুমার টুইটে সিএসকে-র সিংহ-র সঙ্গে তুলনা করে ধোনিকেই সিংহ বলে উল্লেখ করে লিখেছেন, বিস্ট ও লায়ন। সঙ্গে ডাবলবিস্টমোড হ্যাশট্যাগ জুড়ে দিয়েছেন।
|
একান্তে কিছুক্ষণ
জানা গিয়েছে, ফিল্মমেকার কৃষ্ণন জয়রাজের নির্দেশনায় একটি বিজ্ঞাপনের শুটিংয়ের কাজে যোগ দিতে ধোনি ওই স্টুডিওয় গিয়েছেন। এখানেই বিজয়ের ছবির শুটিং চলছিল। ধোনি আসবেন খবর পেয়েই বিজয়ের টিম দুই বন্ধু তথা দুই মহাতারকার সাক্ষাতের যাবতীয় পরিকল্পনা সেরে রাখে। কিন্তু সেই পরিকল্পনা রূপায়ণের আগেই বিজয়ের টিম জানতে পারে, ধোনি নিজেই বিজয়ের কাছে আসছেন। থালাপতি যে এই স্টুডিওয় শুটিং করছেন সেটা জানতে পেরে গিয়েছিলেন থালাও। এরপর দুজনের দেখা হয়। হাত মিলিয়ে চলে কুশল বিনিময়ের পালা। বিজয়ের ক্যারাভানে দুজনে একান্তে বেশ কিছুক্ষণ সময় কাটান। কী নিয়ে কথা হয়েছে তা জানা না গেলেও অনুমান করা হচ্ছে প্রথম আইপিএলে সিএসকে-র ব্র্যান্ড অ্যাম্বাসাডরের সঙ্গে অধিনায়ক মাহির কথোপকথনে উঠে আসতে পারে পুরানো স্মৃতির কথাও।