|
ইংল্যান্ডের বিরুদ্ধে
চেন্নাই টেস্টে ১৬১ রান করার পর ফের আজ নবম ইনিংস খেললেন রোহিত। তবে এর মধ্যে আর শতরান এল না। যদিও আজ যেভাবে খেলছিলেন তাতে মনে হচ্ছিল বিদেশে নিজের প্রথম টেস্ট শতরান পেতেও পারেন। চেন্নাইয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্টে রোহিত করেছিলেন ৬ ও ১২। দ্বিতীয় টেস্টে ১৬১ ও ২৬। আমেদাবাদে তৃতীয় টেস্টে ৬৬ ও অপরাজিত ২৫। চতুর্থ টেস্টে করেছিলেন ৪৯। ওই সিরিজে ভারতের সেরা ব্যাটসম্যান হিসেবেও অবতীর্ণ হয়ে দলের সিরিজ জয়ে বড় ভূমিকা রাখেন রোহিত। আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে দুই ইনিংসে যথাক্রমে ৩০ ও ৩৬ রানে আউট হয়েছিলেন। ট্রেন্ট ব্রিজে চলতি সিরিজের প্রথম টেস্টে প্রথম ইনিংসে ৩৬ রানে আউট হওয়ার পর দ্বিতীয় ইনিংসে অপরাজিত ছিলেন ১২ রানে। আজ করলেন ১৪৫ বলে ৮৩। মেরেছেন ১১টি চার ও একটি ছয়।
টেস্টে রোহিতের বড় রান
রোহিত শর্মার টেস্ট কেরিয়ারে ব্যক্তিগত সর্বাধিক রান এসেছিল ২০১৯ সালের অক্টোবরে রাঁচিতে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে করেছিলেন ২১২ রান। এটি নিয়ে রোহিতের মোট তিনটি শতরান রয়েছে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। সব কটিই একই সিরিজে। রাঁচির দ্বিশতরানের আগে বিশাখাপত্তনম টেস্টে প্রথম ইনিংসে ১৭৬ ও দ্বিতীয় ইনিংসে ১২৭ রানের ইনিংস খেলেছিলেন রোহিত, ওই টেস্টে ভারত জিতেছিল ২০৩ রানে। রাঁচি টেস্ট ভারত জেতে ইনিংস ও ২০২ রানে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ২০১৩ সালের নভেম্বরে তাঁর দুটি টেস্ট শতরান রয়েছে। কলকাতায় ১৭৭ রান করার পাশাপাশি তার পরেই মুম্বই টেস্টে তিনি অপরাজিত ছিলেন ১১১ রানে। মুম্বইয়ের সেই টেস্টটি ছিল সচিন তেন্ডুলকরের শেষ টেস্ট। চলতি বছরের ফেব্রুয়ারিতে রোহিত চেন্নাই টেস্টে খেলেন ১৬১ রানের ইনিংস। এ ছাড়া শ্রীলঙ্কার বিরুদ্ধে ২০১৭ সালের নভেম্বরে নাগপুর টেস্টে রোহিত ১০২ রানের ইনিংস খেলে অপরাজিত ছিলেন।
লর্ডসে রোহিতের দাদাগিরি
২০১৩ সালে টেস্ট অভিষেকের পর লর্ডসে কেরিয়ারের ৪১তম টেস্ট খেলছেন রোহিত শর্মা। ইংল্যান্ডের বিরুদ্ধে খেলছেন সপ্তম টেস্ট। ১২টি ইনিংসে তাঁর রান ৫১০। ইংল্যান্ডের মাটিতে খেলছেন সবমিলিয়ে চারটি টেস্ট, রান ২২৯। সর্বাধিক ইনিংসটি খেললেন লর্ডসেই। চলতি বছরে রোহিত ৯টি টেস্টে ৬৬৯ রান করেছেন। ১৬টি ইনিংস খেলে। সর্বাধিক এখনও অবধি চেন্নাইয়ের ১৬১। গড় ৪৭.৭৮, স্ট্রাইক রেট ৫১.৪৬।
|
ওপেনাররাই গড়লেন শক্ত ভিত
আজ টস জিতে ফিল্ডিং নিয়েছিলেন ইংল্যান্ড অধিনায়ক জো রুট। মেঘলা আকাশ ও বৃষ্টির কারণে টস ও খেলা শুরু হতে কিছুটা দেরিও হয়। লাঞ্চের আগেও বেশ কিছুক্ষণ খেলা বন্ধ থাকে বৃষ্টির কারণে। মধ্যাহ্নভোজের বিরতিতে ভারতের স্কোর ছিল ১৮.৪ ওভারে বিনা উইকেটে ৪৬ রান। রোহিত শর্মা ৩৫ ও লোকেশ রাহুল ১০ রানে অপরাজিত ছিলেন। ভারতের রান ১০০ পেরোয় ৩২.৫ ওভারে অর্থাৎ ১৯৮ বলে। এই সময় রোহিতের রান ছিল ৭৫, রাহুলের ১৬। দ্বিতীয় সেশনের জলপানের বিরতিতে ভারতের রান দাঁড়ায় ৩৬ ওভারে বিনা উইকেটে ১০৮। এই সময় রোহিত ৮১ ও রাহুল ১৮ রানে অপরাজিত ছিলেন।
ভাঙল ৬৯ বছরের রেকর্ড
লর্ডসে এদিন রোহিত ও রাহুলের জুটি ভাঙল ৬৯ বছরের পুরানো রেকর্ড। ১৯৫২ সালে ভিনু মানকড় ও পঙ্কজ রায়ের ওপেনিং জুটিতে উঠেছিল ১০৬ রান। ম্যাচের ৩৬ ওভারে সেই রেকর্ডটি ভেঙে দেন রো-রা জুটি। লর্ডসে প্রথম ব্যাট করতে নেমে ২০০৮ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে অ্যালাস্টেয়ার কুক ও অ্যান্ড্র স্ট্রসের ওপেনিং জুটিতে ওঠা ১১৪ রানই ছিল এতদিনের সর্বোচ্চ। সেটিও এদিন ভারতীয় ওপেনাররা ভেঙে দিলেন। ৪৩.৪ ওভারে জেমস অ্যান্ডারসনের বলে রোহিত বোল্ড হতেই ভারতের ওপেনিং জুটি ভাঙে ১২৬ রানে।