'দেশের ষাট শতাংশের কণ্ঠরোধ করা হচ্ছে', মোদীর বিরুদ্ধে দিল্লির রাজপথে ফুঁসে উঠলেন রাহুল

'দেশের ষাট শতাংশের কণ্ঠরোধ করা হচ্ছে', আর সেই কারণেই বিরোধী নেতাদের নিয়ে তিনি পথে নেমে নিজেদের কথা জানানোর জন্য এগিয়ে এসেছেম, এদিন দিল্লির রাজপথে মোদী সরকারের বিরুদ্ধে প্রতিবাদে নেমে একথা জানান রাহুল গান্ধী। এদিন ১৫ টি বিরোধী দলের নেতাদের নিয়ে সংসদ থেকে বিজয়চকের উদ্দেশে মিছিল করে এগিয়ে যান রাহুল গান্ধী। এদিন সংসদে বাদল অধিবেশনে হইচই নিয়েও সরব হন তিনি।

More RAHUL GANDHI News  

Read more about:
English summary
voice of 60% of the country has been crushed says Rahul Gandhi as he protests against Modi govt.