পরীমণির মুক্তির দাবিতে সরব বিশিষ্টজনেরা
প্রসঙ্গত, আবদুল গফ্ফরের লেখা বাংলাদেশের চিরস্মরণীয় গান ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি'। হাসিনাকে তিনি জানিয়েছেন, পরীমণিকে সোশ্যাল মিডিয়ার এই অপমান থেকে রক্ষা করা হোক। লন্ডন প্রবাসী ৮৬ বছরের এই কবি ও সাংবাদিকের আবেদনের গুরুত্ব অপরিসীম।
প্রীতিলতা সিনেমায়অভিনয় করছেন অভিনেত্রী
প্রসঙ্গত, পরীমণি ‘প্রীতিলতা' সিনেমায় প্রীতিলতা ওয়েদ্দেদারের ভূমিকায় অভিনয় করছেন, যিনি ব্রিটিশ বিরোধী মহিলা স্বাধীনতা সংগ্রামী ছিলেন। পরীমণি গ্রেফতারের পর থেকেই টিম প্রীতিলতার পক্ষ থেকে তাঁর মুক্তির জন্য দাবি তোলা হয়। ছবির পরিচালক রাশিদ পলাশ জানিয়েছেন যে পরীমণি প্রীতিলতা ছবির মুখ্য চরিত্র। ১৭ অগাস্ট থেকে চট্টগ্রামে তাঁদের টানা ২০দিন শুটিং ছিল। পরীমণির গ্রেফতাররে পর সেই শুটিং অনিশ্চয়তার মুখে। তার ওপর করোনার সময় প্রযোজনা সংস্থারও বড়সড় ক্ষতি হল। টিম প্রীতিলতার পক্ষ থেকে দাবি জানানো হয় যে অবিলম্বে তাঁরা পরীমণির মুক্তির দাবি করছে।
মুক্তির দাবিতে সোচ্চার অধ্যাপক মহল
পরীমণির মুক্তি চান মুক্তিযুদ্ধ মঞ্চের আহ্বায়ক ও মুখপাত্র অধ্যাপক আকম জামালউদ্দিন। ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ‘চিত্রনায়িকা পরীমণি-সহ গ্রেফতারকৃত সব শিল্পী কলা-কৌশলীকে অবিলম্বে মুক্তি দিন। স্ট্যান্ড ফর পরীমণি।' সরব হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেশ কিছু অধ্যাপকও। অন্যদিকে বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা ও বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর জানিয়েছেন, পরীমণির শিল্পী সমিতির সদস্যপদ সাময়িকভাবে স্থগিত করা হল। যদিও অন্য এক মাধ্যমে তিনি জানান যে পরীমণি তাঁর দু'টি সিনেমায় অভিনয় করেছেন তিনি খুবই মেধাবী শিল্পী। রবীন্দ্রনাথের গল্প অবলম্বনে ‘কাবুলিওয়ালা' ছবির পরিচালক ও অভিনেতা কাজী হায়াৎ পরীমণির বর্তমান পরিস্থিতিকে সহানুভূতির সঙ্গে দেখেছেন। তাঁর বক্তব্য, ‘পরীমণি ছিলেন অভিভাবকহীন। এই সুযোগ অনেকে নিয়েছেন।'
পরীমণির মুক্তি চান অনেকে
বৃহস্পতিবার বাংলাদেশের জাতীয় প্রেস ক্লাবের সামনে পরীমণির মুক্তির দাবিতে ব্যানার হাতে অবস্থান করেন অল্প কিছু মানুষ। নেতৃত্বে ছিলেন জগদীশ বড়ুয়া পার্থ। এ দিকে আগামী শনিবার বিকেল ৪-টেয় জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘পরীমণির মুক্তি চাই' দাবিতে বিক্ষুব্ধ নাগরিকদের সমাবেশ।