টোকিও প্যারালিম্পিকের সম্ভাব্য পদক জয়ীদের অপেক্ষায় জাতীয় ক্রীড়া পুরস্কার, আশাবাদী অনুরাগ

টোকিও অলিম্পিকের সম্ভাব্য পদক জয়ীদের ফেরার অপেক্ষায় প্রায় দুই সপ্তাহ পিছিয়ে দেওয়া হয়েছিল জাতীয় ক্রীড়া পুরস্কার প্রদান অনুষ্ঠান। একই ভাবে দেশের সম্ভাব্য সফল প্যারালিম্পিয়ানদের জন্য আরও অপেক্ষা করতে রাজি ভারত সরকার। কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর জানিয়েছেন টোকিও প্যারালিম্পিক গেমসে ভারতের একাধিক পদক জয়ের সম্ভাবনা রয়েছে। সেই কৃতিরা দেশে ফেরার পরই দেশের জাতীয় ক্রীড়া পুরস্কার প্রদান অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন অনুরাগ।

করোনা ভাইরাসের আবহে সফলভাবে অনুষ্ঠিত হওয়া টোকিও অলিম্পিক গত ৮ অগাস্ট শেষ হয়েছে। এবার জাপানের রাজধানীতে প্যারালিম্পিকের তোড়জোর শুরু হয়েছে। আগামী ২৪ অগাস্ট থেকে শুরু হচ্ছে প্রতিযোগিতা। ৫ সেপ্টেম্বর পর্যন্ত চলবে গেমস। মোট ২২টি ক্রীড়ার ৫৪০টি ইভেন্টে বিশ্বের ৪৪০০ প্যারা-অ্যাথলিট অংশ নেবেন বলে জানানো হয়েছে। তাঁদের মধ্যে ভারতীয় অ্যাথলিটদের পদক জয়ের সম্ভাবনা বেশি বলে মনে করা হচ্ছে।

টোকিও প্যারালিম্পিকে ভারত থেকে মোট ৫৪ জন অ্যাথলিট অংশ নিতে চলেছেন। এর আগের কোনও প্যারালিম্পিকে ভারত এত সংখ্যক অ্যাথলিট পাঠাতে পারে। ২০১৬ সালের রিও গেমসে ভারতের থেকে অংশ নিয়েছিলেন ১৯ জন প্যারালিম্পিয়ান। দুটি সোনা, একটি রুপো এবং ব্রোঞ্জ নিয়ে ওই অলিম্পিক অভিযান শেষ করেছিল দেশ। ২০১২ সালের লন্ডন প্যারালিম্পিকে ভারত থেকে মোট ১০ জন অ্যাথলিট প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। ওই প্রতিযোগিতা থেকে মাত্র ১টি রুপো জিততে সক্ষম হয়েছিল দেশ।

টোকিও প্যারালিম্পিকে মোট ৫৪ জন ভারতীয় অ্যাথলিট ৯টি ক্রীড়া ইভেন্টে অংশ নেবেন। অ্যাথলিট সংখ্যা অন্যান্য বারের থেকে বেশি হওয়ায় এবার দেশে পদকও বেশি আসবে বলে মনে করেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর। দেশের সেই সম্ভাব্য সফল প্যারালিম্পিয়ানদের জন্য জাতীয় ক্রীড়া পুরস্কার প্রদান অনুষ্ঠান অপেক্ষায় থাকবে বলে জানিয়েছেন মন্ত্রী অনুরাগ। টোকিওগামী প্যারালিম্পিয়ানরা অন্যান্য বারের থেকে বেশি পদক আনতে সক্ষম হবেন বলে তাঁর বিশ্বাস। একই আশা করছেন রিও প্যারালিম্পিকে রুপোজয়ী দীপা মালিক।

উল্লেখ্য গত জুলাইয়ে কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রকের তরফে জাতীয় ক্রীড়া পুরস্কার প্রদান অনুষ্ঠান দুই সপ্তাহের জন্য পিছিয়ে দেওয়া হয়েছিল। টোকিও অলিম্পিক থেকে দেশের হয়ে সম্ভাব্য পদক জয়ী অ্যাথলিটদের জন্য অপেক্ষার প্রহর দীর্ঘ করা হয়েছিল। সেই সিদ্ধান্ত যে সঠিক, তা প্রমাণ হয়েছে পরিশেষে। টোকিও অলিম্পিক থেকে ভারত যে পরিমাণ পদক পেয়েছেন, তা অন্যান্য সব বারকে ছাড়িয়ে গিয়েছে।

২০১২ সালের লন্ডন অলিম্পিকে সর্বকালের সেরা পারফরম্যান্স করেছিল ভারত। ওই গেমস থেকে দুটি রুপো ও চারটি ব্রোঞ্জ সহ মোট ৬টি পদক জিতেছিল দেশ। বজরং পুনিয়ার ব্রোঞ্জের পর নীরজ চোপড়ার সোনার হাত ধরে পদক জয়ের নিরিখে টোকিও গেমসে নতুন রেকর্ড গড়ল টিম ইন্ডিয়া। একটি সোনা, দুটি রুপো এবং চারটি ব্রোঞ্জ সহ চলতি অলিম্পিকে ভারতের সর্বমোট পদক সংখ্যা সাতে পৌঁছে গিয়েছে। খুব কাছে পৌঁছে ভারতীয় মহিলা হকি দল, গল্ফার অদিতি অশোক ও কুস্তিগীর দীপক পুনিয়ার পদক হাতছাড়া না হলে সংখ্যাটা দশে পৌঁছে যেতে পারত।

More TOKYO OLYMPICS 2021 News  

Read more about:
English summary
Tokyo Paralympics medal winners will be awarded, says India's sports minister Anurag Thakur